Posts

Showing posts from November, 2018

কালনায় নতুন ব্রিজ হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ কালনার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।কালনায় নতুন ব্রিজ হবে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার পূর্ব-বর্ধমানের কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সরকারি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কালনায় গঙ্গার উপর নতুন ব্রিজ নির্মাণ হবে। ।খরচ হবে একহাজার কোটি টাকা।জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।জোর করে জমি নেওয়া হবে না।ক্ষতিপূরণ দিয়ে জমি নেবে সরকার।এই সভামঞ্চ থেকে।এদিন মুখ্যমন্ত্রী ১৪ টি প্রকল্পের শিলান্যাস ও ১৪টি প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী কৃষকদের আয় নিয়ে কেন্দ্রেকে কটাক্ষ করেন।কেন্দ্র বলছে কৃষকদের আয় দ্বিগুণ করবে।আমরা এরমধ্যে কৃষকদের আয় তিনগুণ বাড়িয়েছি। বর্ধমান জেলা কৃষিপ্রধান জেলা।মুখ্যমন্ত্রী বলেন,কৃষিপ্রধান বর্ধমান চাষীদের স্বার্থে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।বর্ধমান জেলায় আছে মাটি তীর্থ।২৭৬৮কোটি টাকায় তৈরি হবে নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা। প্রকল্প হলে সেচের চিন্তা দূর হবে।আগামী ২-৩বছরে পরিকল্পনার ফল মিলবে।কৃষকদের সব খাজনা মকুব করা হয়েছে।এটা জানাতে প্রচার চালাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ

‘মমতা যতদিন মুখ্যমন্ত্রী আছেন তসলিমার কলকাতা ফেরা স্বপ্নই থেকে যাবে’

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা : ‘‘তসলিমা নাসরিন একজন চরিত্রহীনা মহিলা৷ উনি কোনও সাহিত্যিক নন৷ ইসলামের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা লিখতেন বলে ওনাকে পুরস্কার দিয়ে সাহিত্যিক বানানো হয়েছে৷ ধর্মপ্রাণ মুসলিমরা নবীর নামে অসত্য বরদাস্ত করে না৷ তসলিমাকে কলকাতায় ফেরানো চেষ্টা হলে বিরোধ করবেন পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ৷’’ এমনটাই দাবি বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ ইদ্রিশ আলির৷ সম্প্রতি কলকাতা২৪x৭ এর তরফে ইদ্রিশ আলির কাছে প্রশ্ন করা হয়েছিল- তসলিমার কলকাতা ছাড়া হওয়ার পেছনে আপনার অবদান সবচেয়ে বড় বলে বিরোধীদের দাবি৷ যার উত্তরে বসিরহাটের তৃণমূল সাংসদ বলেন, ‘‘অশান্তি, সাম্প্রদায়িক দাঙ্গা এসব সংবাদ মাধ্যমের দেওয়া নাম৷ ওখানে সেদিন সাধারণ মুসলিমরা আন্দোলনে নেমেছিল৷ যে কোনও আন্দোলন হলেই গাড়ি আটকানো হয়৷ এমনটাতো নয় যে ওখানে হিন্দুদের গাড়িগুলোকে বেছে বেছে আটক করা হয়েছিল আর মুসলিমদের যেতে দেওয়া হয়েছিল৷ আসলে ওটা হিন্দু-মুসলিমের বিষয় ছিলই না৷ ওখানে কোনও মানুষ মারা যাননি৷ কিন্তু একটা বিশেষ টিভি চ্যানেল বারবার ওই ঘটনার ছবি দেখিয়ে প্রমাণ করতে চেয়েছিল, ‘দেখো একটি জাতি কত হিংস্র৷’ নন্দীগ্রা

‘মোনালিসার হাসির মতোই ব্যাটিংয়ে নিখুঁত বিরাট’

সিডনি: বল গড়ানোর বাকি আর মাত্র পাঁচ দিন৷ তার আগে ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্টের মহারণ নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল৷ নেই ওয়ার্নার, নেই স্মিথ৷ অজিদের ডেরায় এটাই তাই ভারতের টেস্ট সিরিজ জয়ের সেরা সুযোগ মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স৷ সেই সঙ্গে বল বিকৃতি কাণ্ডের ছায়া এখনও তাড়া করে বেড়াচ্ছে অজিদের৷ ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে অজিরা৷ এমন পরিস্থিতি কোহলিদের সামনে প্রথম বারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের আশা দেখছেন প্রাক্তন অজি ব্যাটসম্যান৷ ‘এবার না হলে আর কোনও দিনই অজিদের ডেরায় ভারত সিরিজ জিতে ফিরতে পারবে না বলে মত জোন্সের৷ সেই সঙ্গে কোহলিকে চটাতে না করছেন অজি প্রাক্তন৷ শেষবার ২০১৪ সালে অজি সফরের টেস্ট সিরিজে ৮ ইনিংসে চারটি শতরান হাঁকিয়েছিলেন বিরাট৷ সব মিলিয়ে চার টেস্টে ৬৯২ রান হাঁকিয়ে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ছিলেন কোহলি৷ প্রথম স্থানে ছিলেন স্টিভ স্মিথ৷ এখানেই না থেমে জোন্স আরও বলেন, ‘মোনালিসার হাসির মতোই ব্যাটিংয়ে নিখুঁত বিরাট’৷ অজি বোলারদের সেজন্য বিরাটের ব্যাটিংয়ে খুঁত ধরতে নামা করছেন জোন্স৷ স্টার্ক-হ্যাজেলউডদের

গ্রুপ ডিতে নিয়োগ পক্রিয়া নিয়ে ফের জটিলতা, অন্ধকারে লক্ষাধিক প্রার্থীর ভবিষ্যৎ

Image
কলকাতাঃ  গ্রুপ ডি কর্মী নিয়োগ পক্রিয়া নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। মূলত আইনি প্রশ্নগুলি তোলা হয়েছে এই মামলায়। এক দফায় এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমন নিয়োগ সম্পর্কিত প্রাসঙ্গিক আইন ও অন্যান্য নথি ১২ ডিসেম্বর হাইকোর্ট প্রশাসনকে পেশ করতে হবে। অন্যদিকে, এই মামলার ফলাফলের উপর ওই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে। গত ২৮ সেপ্টেম্বর গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বর্তমান ও সম্ভাব্য মোট শূন্যপদের সংখ্যা ২২১ ধরে বিজ্ঞাপনটি দেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলাকারী রিয়া দাশের আইনজীবী সৌমেন দত্ত বাংলা এক সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, ১৯৭৬ সালের রাজ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে তফসিলি জাতি ও উপজাতীয় প্রার্থীদের থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে। স্নাতকরা প্রার্থী হতে পারবেন না বলে জানানো হয়েছে। ইন্টারভিউর জন্য কত নম্বর থাকবে, তা জানানো হয়নি। জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দু’টি সংবাদপত্রে (যার একটি স্থানীয় ভাষার) বিজ্ঞাপনটি প্রকাশিত হয়নি। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন ২০০৫ সালের তথ্য জানার আইন কার্যকর হবে না বলে জানানো

হাতে ছবি নেই, চেয়ার থেকে উঠতে সমস্যা, সঙ্গে জীবন-পরিকল্পনার বিবৃতি- মা হতে চলেছেন অনুষ্কা?

হেই সামালো ধান হো- দেখুন রাজধানীর রাস্তায় কৃষকের ‘গর্জন’

পড়ুয়াদের জোটে না মিড ডে মিল, বিক্ষোভ অভিভাবকদের

Image
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ছাত্র ছাত্রীদের পর্যাপ্ত খাবার না দেওয়া ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি বাঁকুড়ার ওন্দা ব্লক এলাকার কাঁটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে ওই স্কুলে হাজির হয় ওন্দা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওন্দার কাঁটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ১১২ জন। এদের মধ্যে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৫ জন। প্রাক প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা ১৭ জন। এতো বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী থাকা সত্ত্বেও প্রায়শই তারা পেট পুরে খাবার পাননা বলে অভিযোগ। এমনকি অনেক সময় খাবারের মান অত্যন্ত নিম্ন মানের থাকে বলেও তারা অভিযোগ করছেন। বিষয়টি বার বার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চম্পা বিশ্বাসকে জানালেও কোন কাজ হয়নি। তাই এদিন তারা মিড ডে মিল রান্নার কাজ বন্ধ রেখে স্কুলের গেটে তালা দিতে বাধ্য হয়েছেন বলে জানান। গ্রামবাসী বিশ্বনাথ ঘোষ, মথুরানাথ পালরা বলেন, ‘এই ধরণের ঘটনা প্রায়শই ঘটে। আমরা বৃস্পতিবার বিষয়টি সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছি। ঘটনার সম্পূর্ণ ভিড

কুশপুতুল ও খেলনা বন্দুকেই নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা৷ বেড়েছে তাদের নাশকতামূলক কার্যকলাপ৷ এই দুই রাজ্যে প্রায় প্রত্যেকদিনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা৷ এহেন পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ঘন জঙ্গলে গোপন অভিযান চালিয়ে সিআরপিএফ জওয়ানরা খোঁজ পেলেন বেশকিছু কুশপুতুলের৷ যেগুলির মুখে কাপড় বাঁধা, হাতে রয়েছে খেলনা বন্দুক  এবং সেগুলিকে দেখতে পুরোপুরি মাওবাদীদের মতো৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এই কুশপুতলগুলির দ্বারাই তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছে মাওবাদীরা৷ নকশালদের এই নয়া কৌশলই বর্তমানে নয়া মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিআরপিএফের৷ [ খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর ] Chhattisgarh: 150th battalion of Central Reserve Police Force (CRPF) yesterday recovered three dummies of Naxals carrying fake wood weapons in Sukma, when the company was going towards Chintagufa area for area domination. An IED was detected near one of the dummy & was demolished pic.twitter.com/GFYm

প্রথম চুমুতেই অধিকারবোধ, জয়া অন্য কিছুতে মজলে রেগে যাচ্ছেন আবির!

Image
ওয়েবডেস্ক: টলিউড দাবি করছে- ব্যাপারটা এতটাও স্বাভাবিক নয়, যতটা বলা এবং কওয়া হচ্ছে! তা, ইন্ডাস্ট্রির নায়িকা এবং নায়কদের জড়িয়ে কম গুজব তো আর তৈরি করে না টলিউড! সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার খেলাতেই কি এ বার নাম যোগ হল জয়া আহসান আর আবির চট্টোপাধ্যায়ের? আরও পড়ুন: কাঁটাতার পেরিয়ে ভালোবাসা আর বন্ধুত্বের গল্প বলেই যাব, ‘বিসর্জন’-‘বিজয়া’ পেরিয়ে সিরিজ না কি? #bishorjon was one of my favourite films of last year which won a lot of Filmfares including best director. Can’t wait for the sequel #bijaya @itsmeabir #joyaehsaan #kaushikganguly #bengali pic.twitter.com/4s9sZBdtRx — J (@jiteshpillaai) November 26, 2018 টলিউডের অন্দরমহল ফিসফিস করে দাবি তুলছে- এতটা হালকা ভাবে না কি এই কেসটা নেওয়া যাবে না! ভুলে গেলে চলবে না- জয়াই সেই প্রথম অভিনেত্রী, যাঁর সঙ্গে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে প্রথম ধরা দিয়েছেন আবির। জয়াই সেই প্রথম নায়িকা, যাঁর সঙ্গে অন-স্ক্রিন নিবিড় চুমুর অভিজ্ঞতা হয়েছে আবিরের ! তা, সেখান থেকেই কি জন্ম নিয়েছে অধিকারবোধ? See what @JayaAhsan2 is upto..dont even think of getting ins

কে এই দীপক কলাল, যাঁকে বিয়ের দাবি করেছেন রাখি সাওয়ান্ত?

ফর্ম ফিলাপ করতে না পারায় ক্ষোভ বাড়ছে ডাক্তারি পড়ুয়াদের

Image
কলকাতা: এমবিবিএস পরীক্ষা শুরু হতে আর চারদিন বাকী অথচ সেখানে অ্যাডমিট কার্ড পাওয়া তো দূরের কথা এখনও ফর্ম ফিল আপ করতে পারেনি বহু ছাত্র ৷ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় উপযুক্ত পরিকাঠামো তৈরি না হওয়ায় একটি বেসরকারি সংস্থার হাতে ফর্ম ফিল আপ ও ফল প্রকাশের দায়িত্ব তুলে দেওয়ার পর থেকেই শুরু হয়েছে এই অব্যবস্থা। এমনই অভিযোগ পড়ুয়াদের৷ পাশাপাশি ডেন্টাল কলেজগুলিতে এখনই ঘটনার ফলশ্রুতিতে তিনটি বর্ষের ফল প্রকাশ হয়নি বিডিএস পরীক্ষার তিন মাস পরেও। এমন অব্যবস্থার প্রতিবাদে শুক্রবার All India DSO- Medical Unit এর পক্ষ থেকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়। এই সংগঠনের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই সমস্যা চিহ্নিত হওয়ায় আশা করা হয়েছিল আপদকালীন তৎপরতায় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। কিন্তু তা না হওয়া উদ্বিগ্ন পড়ুয়াদের অভিভাবকেরা৷ পরীক্ষার প্রচন্ড চাপের মধ্যেই এই অব্যবস্থা ছাত্রছাত্রীদের ভবিষ্যত অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, অবিবেচক বেসরকারি সংস্থার হাতে ফল প্রকাশের দায়িত্ব অর্পন করে বাস্তবে দুর্নীতি, স্বজন পোষণ ও অব্যবস্থাকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমতাবস্থায়, তাদের দাব

নজর কাড়লেন ঈশ্বরণ

হোয়াংগারেই: হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত ড্র টেস্টে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন অভিমন্যু ঈশ্বরণ৷ এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘এ’ দলের চার দিনের তৃতীয় বেসরকারী টেস্টে অনবদ্য হাফসেঞ্চুরি করলেন বাংলার সম্ভাবনাময় ওপেনার৷ আরও পড়ুন: জয়ের জন্য বাংলার টার্গেট ২১৬ কোভাম ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয়-এ দল৷ আর সামর্থকে সঙ্গে নিয়ে ইনিংসের ওপেন করতে নেমে ঈশ্বরণ ৯৮ রানের শক্তপোক্ত ভিত গড়ে গেন দলকে৷ গত ম্যাচে হাফসেঞ্চুরি করা সামর্থ এই ম্যাচে অল্পের জন্য ব্যক্তিগত অর্ধশতরান হাতছাড়া করেন৷ তিনি ৪৭ রান করে আউট হন৷ ৭৯ বলের ইনিংসে সামর্থ ৫টি চার ও ১টি ছক্কা মারেন৷ ঈশ্বরণ সাজঘরে ফেরেন ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ৫৬ রান করে৷ আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা, ছিকটে গেলেন তারকা ক্রিকেটার অঙ্কিত বাউনি ও দলনায়ক করুণ নায়ার ক্রিজে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েও বড় রান করতে ব্যর্থ হন৷ অঙ্কিত ২৮ বলে ১০ ও নায়ার ৪২ বলে ১৯ রান করে ক্রিজ ছাড়েন৷ বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন শুভমন গিল৷ পঞ্চম উইকেটের জ

কৃষক সমাবেশে মোদীর সমালোচনায় হুল ফোটালেন রাহুল

নয়াদিল্লি: লক্ষাধিক কৃষকের জমায়েত দিল্লিতে৷ সরকারি কৃষিনীতির প্রতিবাদে এই জমায়েত৷ সারা ভারত কৃষক সভা সহ ২০৭টি সংগঠনের ডাকা এই বৃহত্তম বিক্ষোভে উপস্থিত হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তিনি বলেন, ‘‘সরকার ধনীদের ঋণ মকুব করছে৷ অথচ কৃষকদের ঋণ কেন মকুব হচ্ছে না৷’’   বিস্তারিত আসছে…. The post কৃষক সমাবেশে মোদীর সমালোচনায় হুল ফোটালেন রাহুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Kolkata News

পদ্মাপারে ভোট: হাসিনাকে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

Image
ঢাকা: রাষ্ট্রপতির আবাসস্থল বা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে কোনওরকম নির্বাচনী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না৷ এরকম কিছু হলে সেই মুহূর্তেই ব্যবস্থা নেওয়া হবে৷ এমনই জানিয়ে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বিএনপি একে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করছে। এর পরেই শুক্রবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়ে দিলেন,বঙ্গভবন বা গণভবনে নির্বাচনী প্রচারণা চালালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব৷ তিনি বলেছেন, অবসর প্রাপ্ত সেনা কর্তারা এসেছিলেন তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে সমর্থন করবেন বলে জানিয়েছেন৷ আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধিমালা বুঝি, আমার কাছে মনে হচ্ছে না যে, এটা কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন হতে পারে। তবে বঙ্গভবন বা গণভবনে নির্বাচনী প্রচার চালালে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী তো সরকারি বাসভবন ছেড়ে যেতে পারবেন না। কারও সঙ্গে যদি দেখা করতে চান, তাহলে কোথায় দেখাটা করবেন? তবে অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিষয়টিকে নির্

পরিবেশ রক্ষায় উদ্যোগী শিল্পতালুক, বিশেষ সভা বেঙ্গল চেম্বারের

Image
স্টাফ রিপোর্টার, হলদিয়া: কোনও এলাকায় শিল্প গড়ে উঠলে সেখানে পরিবেশে একটা বিরাট প্রভাব পড়ে। এমনই মত বিশেষজ্ঞদের। তবে কোন পথে চললে পরিবেশের কম ক্ষতি হবে সেই নিয়ে আলোচনা চলছে দুনিয়া জুড়ে। উঠে আসছে বিভিন্ন মতামত। এই বিষয়ে আরও এগিয়ে যেতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় যৌথভাবে এক আলোচনাসভার আয়োজন করল দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শুক্রবার হলদিয়ার গোল্ডেন রিট্রিটতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও শক্তি যোগাতে এই বণিক সভা গত কয়েক বছর ধরে একটি মঞ্চ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। তারা আরও জোর দিয়েছে সুসংহত উন্নয়নের উপর। এই বিষয়ে শিল্পোদ্যোগী সবাইকে আরও সচেতন করার কাজ করে চলেছে তারা। শিল্প স্থাপনের সময় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কেন জোর দেওয়া দরকার, তা বিভিন্ন তথ্যের সাহায্যে সমাজের সব অংশের মানুষকে জানানো হচ্ছে। তাঁদের আরও সচেতন করা হচ্ছে। বেঙ্গল চেম্বারের মতে, শিল্প গড়তে এবং শিল্পাঞ্চলে পরিবেশ রক্ষা, পরিবেশের উপর তার প্রভাব, আরও সবুজের বৃদ্ধি এখনকার সবচেয়ে জরুরি আলোচনার বিষয়। হলদিয়া শিল্পাঞ্চলের অংশীদার, নীতি নির্ধারক এবং শিল্পোদ্যোগীদের এর

চাকরির দাবিতে বিক্ষোভ, লাঠি চার্জ সিআইএসএফের

আসানসোল: চাকরির দাবিতে ট্রেড অ্যাপ্রেনটিসরা মিছিল বের করেছিলেন৷ তাঁদের উপর লাঠিচার্জ করে সিআইএসএফ জওয়ানরা৷ ঘটনায় আহত হন পাঁচ ট্রেড অ্যাপ্রেনটিস৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানা পরিদর্শনের জন্য আসেন৷ সেই মতো শুক্রবার সকালে তিনি পরিদর্শনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷ তখনই ৫০০ জন ট্রেড অ্যাপ্রেনটিস তার আবাসনের সামনে চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হয়৷ বিক্ষোভকারীরা সিআইএসএফ জওয়ানদের ব্যারিকেড পেরিয়ে মন্ত্রীর কাছে তাদের আবেদন জানাতে গিয়েছিল৷ তখনই সিআইএসএফ জওয়ানরা তাঁদের উপর লাঠি চার্জ করে বলে অভিযোগ৷ ঘটনায় পাঁচ ট্রেড অ্যাপ্রেনটিস গুরুতর আহত হয়৷ আরও পড়ুন :  ‘বন্যা মোকাবিলায় ২৭৬৮ কোটি ব্যয়ে নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা’ বিক্ষোভকারীদের অভিযোগ, চাকরি পাওয়ার আশায় তাঁরা দুর্গাপুর ইস্পাত কারখানায় এক বছর ধরে ট্রেড অ্যাপ্রেনটিসের প্রশিক্ষণ নেয়৷ কিন্তু তার পরেও তাঁরা এখন চাকরি পায়নি৷ এই বিষয়ে এসএআইএলের সঙ্গে তারা কথা বলে৷ কিন্তু এসএআইএলের পক্ষ

বকেয়া ডিএ নিয়ে মমতা সরকারের উপর চাপ বাড়ল রাজ্য সরকারি কর্মীরা

বাঁকুড়ায় জমি চিহ্নিতকরণের কাজ শুরু, সৌজন্যে জেলা প্রশাসন

Image
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ভূমিহীন আদিবাসী মানুষের পাট্টা পাওয়া জমি চিহ্নিতকরণের বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা প্রশাসন। শুক্রবার ছাতনার জামতোড়া গ্রাম পঞ্চায়েতের বকসিবাঁধ গ্রামে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। এদিন বিশেষ এক শিবিরের মাধ্যমে ছ’জন আদিবাসী মানুষের হাতে এদিন প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হল। কয়েক বছর আগেই ছাতনার এই গ্রামের ভূমিহীন মানুষকে জমি পাট্টা দেওয়া হয়েছিল। কিন্তু সেই জমির সীমা নির্দ্ধারণ ও চিহ্নিতকরণ না করায় কেউ চাষাবাদ করতে পারছিলেন না। ফলে সরকারি কাগজ কলমে তারা জমি পেলেও কাজে আসছিল না কিছুতেই। সম্প্রতি এই গ্রামে এসেছিলেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। তাঁর কাছে গ্রামের মানুষ সমস্যার কথা জানান। তারপরেই জেলাশাসকের উদ্যোগে তড়িঘড়ি পাট্টা পাওয়া জমি চিহ্নিতকরণের কাজ শুরু হলো। খুশি গ্রামের মানুষ। গ্রামবাসী বাবলু মাণ্ডি বলেন, “দীর্ঘদিন এই সমস্যা নিয়ে পড়েছিলাম। কোন মতেই সমস্যার সমাধান হচ্ছিলনা। জেলাশাসক আমাদের গ্রাম পরিদর্শনে আসার সময় তাঁকে এই সমস্যার কথা বলি। খুব ভালো লাগছে আমরা এবার নিজের জমিতেই চাষ করতে পারব।” জেলাপ্রশাসন সূত্রে

নাবালককে অপরহণের পর বিয়ে! জেলে ঠাঁই পাঁচ মাসের কন্যাসন্তান কোলে ২২ বছরের যুবতীর

ওয়েবডেস্ক: পাঁচ মাসের কন্যাসন্তানকে কোলে নিয়েই মুম্বইয়ের বাইকুল্লা জেলে ঠাঁই হয়েছে এক ২২ বছরের যুবতীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত বছর এক ১৭ বছরের নাবালককে অপরহরণের পর জোর করে তাঁকে বিয়ে করেন তিনি। কিশোরের পরিবার থানায় অভিযোগ জানালে পুলিশ গ্রেফতার করে ওই যুবতীকে। জানা গিয়েছে,  কিশোরের মা থানায় অভিযোগ দায়েরর পরই পুলিশ ওই যুবতীকে গ্রেফতার করে। মায়ের অভিযোগ, ওই যুবতী তাঁদের হুমকি দিয়ে বলেছিলেন, যদি ওই কিশোর তাঁর সঙ্গে না থাকে তা হলে পুরো পরিবারেরই ক্ষতি করে দেওয়া হবে। কিন্তু গত মাসেই কিশোরটি বাড়ি পালিয়ে যায়। এর পর মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ওই যুবতীর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন আইন (পকসো) এবং বাল্য বিবাহ বিরোধী আইনে কুর্লা থানায় অভিযোগ দায়ের হয়। আইন অনুযায়ী, পুরুষের ক্ষেত্রে ২১ বছর এবং মহিলার ক্ষেত্রে ১৮ বছরের আগে বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। কিশোরটির মা অভিযোগে আরও জানিয়েছে, এর আগে ওই যুবতীর দু’বার বিয়ে হয়। দু’বারই তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকেই তিনি ওই কিশোরকে আকৃষ্ট করার পথে হাঁটতে শুরু করেন। দু’বছর আগে ওই যুবতীর সঙ্গে তাঁর ছেলের পরিচয় হয় বলে দাবি করে মহিলা জা

উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে

দীপংকর মণ্ডল : ক্লাসে উপস্থিতি কম, পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না পড়ুয়াদের৷ ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে৷ গোলপার্কের মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল পড়ুয়ারা৷ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুরের চেষ্টা হয় বলে অভিযোগ৷ শেষ খবর অনুযায়ী, অবরোধ এখনও চলছে৷ এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ৷ ছাত্র বিক্ষোভের কারণে শুক্রবার সাউথ সিটি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ এদিকে গোলপার্কে অবরোধে আটকে পড়েছেন পরিচালক অঞ্জন দত্ত৷ [ জেলে সরবরাহ হচ্ছে ভেজাল তেল, ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ কারা দপ্তরের ] পরীক্ষার মরশুমে কলেজে হাজিরা নিয়ে কড়াকড়িতে ক্ষোভ বাড়ছে পড়ুয়াদের৷ কোথাও ছাত্র সংসদ সদস্যদের বিরুদ্ধে টাকা নিয়ে উপস্থিতির হার বাড়িয়ে দেওয়া, কোথাও আবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাজিরার খাতায় গরমিলের অভিযোগ ওঠেছে৷ শুক্রবার সকালে সাউথ সিটি কলেজের গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা৷ কিন্তু, বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে অভিযোগ৷ এরপরই রাস্তায় নামেন সাউথ সিটি কলেজের পড়ুয়ারা৷ পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হয়৷ গোলপার্ক মোড়ে শুরু হয় অবরোধ৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা, মোতায়েন প্রচুর পুলিশকর্মী৷

গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন? আইনজীবী মৃত্যুতে নয়া মোড়

অর্ণব আইচ:  গলায় তারের ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন। আইনজীবী রজত কুমার দে-র মৃত্যুর প্রাথমিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনার চারদিন পর খুনের মামলা রুজু করল পুলিশ। মৃতের স্ত্রী, শ্যালক-সহ চারজনকে জেরা করা হচ্ছে। এদিকে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহের ভিসেরা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। [ সহকর্মীর রহস্যজনক মৃত্যু, হাই কোর্টে একদিনের কর্মবিরতি আইনজীবীদের ] গত শনিবার নিউটাউনের ফ্ল্যাটে মারা যান কলকাতা হাই কোর্টের আইনজীবী রজত কুমার দে। তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। পুলিশ অবশ্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছিল। বৃহস্পতিবার  ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসে তদন্তকারীদের৷ এরপরই তদন্তের মোড় ঘুরে যায়। রিপোর্টে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। তদন্তকারীরা জানিয়েছেন, রজতের গলায় সরু তার দিয়ে বেঁধে রাখার চিহ্ন দেখা গিয়েছে। সেক্ষেত্রে সূক্ষ্ম তার জড়িয়ে শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খুনের মামলাও দায়ের করেছে পুলিশ। আইনজীবী রজত কুমার দে-র

নরেন্দ্র মোদী ও অমিত শাহ গ্যাংস্টার: রাজ বব্বর

Image
যোধপুর: ভোটের মুখে বিতর্কিত মন্তব্য করা রাজনৈতিক নেতাদের দস্তুর৷ সেই ট্র্যাডিশন বজায় রাখলেন কংগ্রেস নেতা রাজ বব্বর৷ রাজস্থানে ভোট প্রচারে এসে তিনি আরও একবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন৷ নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে৷ নির্বাচনী সভা থেকে মোদী-শাহকে গ্যাংস্টার বলেন তিনি৷ এর আগেও মোদীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন রাজ বব্বর৷ তার রেশ যেতে না যেতেই ফের এমন বিতর্কিত মন্তব্য নতুন করে উত্তাপের পারদ চড়ে যায়৷ বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে নির্বাচনী সভা করতে চান উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর৷ সেখানে তিনি নাম না নিয়ে মোদী ও অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন৷ বলেন, ‘‘পাশেই গুজরাত৷ ওই রাজ্যের দুই লোক একটি গ্যাং চালাচ্ছেন৷ সেই গ্যাং মানুষ খুন করছে৷ একজন গ্যাংস্টার তো আবার দলের সভাপতি৷ আরও একজন গ্যাংস্টার দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে বসে থেকে দেশের মানুষকে লুঠ করছে৷’’   যথারীতি বিজেপি রাজের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ এর আগেও অভিনয় থেকে রাজনীতিতে আসা কংগ্রেস নেতা বিতর্কিত মন্তব্য করেছেন৷ মধ্যপ্রদেশে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রম

৩০০ আসনে প্রার্থী তিন হাজার, বাংলাদেশে চড়ছে নির্বাচনী পারদ

সুকুমার সরকার, ঢাকা: আসন সংখ্যা ৩০০, প্রার্থী ৩ হাজার। বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে পারদ। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিনও জমা পড়েছে ৫৬টি মনোনয়ন পত্র। দলীয় কোন্দলে শাসক-বিরোধী দু’দিকেই বেড়েছে প্রত্যাশির সংখ্যা।   [ফের বিতর্কে বিএনপি, মনোনয়ন পেলেন জঙ্গি ঘনিষ্ঠ আইনজীবী শাকিলা ] নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন সাংবাদিকদের জানান, রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহে ২৩৪টি, ঢাকা বিভাগে ৭০৮টি, সিলেট বিভাগে ১৭৭টি ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যে সর্বাধিক ঢাকা-১৭ আসনে ২৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সর্বনিম্ন চারটি মনোনয়ন পত্র জমা পড়েছে ক্রিকেটার  সাকিব আল-হাসানের মাগুরা ২ আসনে। উল্লেখ্য, ডিসেম্বরের ৩০ তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে একাদশ জাতীয় সংসদের নির্বাচন। তবে বেনজিরভাবে প্রার্থী সংখ্যা বাড়লেও ভোটে লড়ছেন না প্রধান বিরোধী দল বিএনপি-র প্রধান খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমান। গত মঙ্গলবার ঢাকা হাই কোর্ট সাফ জানিয়ে দেয়, ২ বছর বা তার বেশি সাজাপ্রাপ্তর মামলা আপিল বিভাগে

এ বার কি ইতালি পাড়ি দিতে চলেছেন এই রেয়াল মাদ্রিদ তারকাও?

অল্প অঘ্রাণের ভোরে বুদ্ধদেব বসুর জন্মদিন

Image
সুমন গুণ: আজ বুদ্ধদেব বসুর জন্মদিন। বিত্ত ও ব্যঞ্জনাময় বুদ্ধদেব বসুর গদ্য পড়তে পড়তে আজ ভোর হল। বাংলা ভাষার দহন ও বহুস্বরের সর্বোত্তম মহলটি, রবীন্দ্রনাথের পরে যে বুদ্ধদেবেরই নির্মাণ, সেটা আবারও টের পেয়ে, সবিস্ময়ে, অল্প অঘ্রাণের এই ভোরে, বিভোর হয়ে আছি। বুদ্ধদেব বসুর গদ্যকবিতা সম্পর্কে আমার বিশেষ উৎসাহ আছে। এই উৎসাহের সূত্র তাঁর ‘এলা-দি’ কবিতাটি। এমন সরল অথচ সচেতন, নিরাভরন আর উৎসুক, একান্ত কিন্তু অন্যমনস্ক কবিতাতেই বুদ্ধদেবের জোর চেনা যায়। শব্দের নিজস্ব মান ও মমতার প্রতিটি ঝলক টের পেতে পেতে এগোতে হয় এখানে, এমনকি গড়িয়ে-যাওয়া শব্দ ও নিশঃব্দের দামও মুহূর্তে মিটিয়ে দিতে হয়। আরও পড়ুন:  ‘এ-হাতের লেখা, ও-পায়ের গোল’, শুভ জন্মদিন সুকুমারাদোনা! গোটা কবিতায় সৌন্দর্যের নিরুপদ্রব ঈশ্বরীর মতো বসে থাকেন এলা দি, গাছ থেকে শুকনো পাতার মতো, তাঁর ঠোঁট থেকে একটি-দুটি কথা ঝরে পড়ে অন্যমনস্ক হাওয়ায়। এলাদির ঘরের পর্দার, দেয়ালের, গাছের নানারঙের যে-আয়োজন, পড়তে পড়তে কিসলস্কির বর্ণবিহ্বল ছবিগুলোর কথা মনে পড়ে যায়। সহজ আর ঈষৎ স্বীকারোক্তিমূলক ভঙ্গিতে, কোনও সমাধানের হাতছানি ছাড়াই কবি জানান :‘… এলাদির আলস্

একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝোলালেন অভিভাবকরা

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া: একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝোলালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লক এলাকার কাঁটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে ঐ স্কুলে হাজির হন ওন্দা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু। সূত্রের খবর, ওন্দার কাঁটাবাড়ির ঐ স্কুলে ছাত্র ছাত্রী সংখ্যা 112জন। ছাত্র ছাত্রীরা বেশিরভাগ দিন স্কুলে প্রয়োজনীয় খাবার পাননা বলে অভিযোগ করেছেন। অভিভাবকদের আরো ও অভিযোগ খাবারের মান অত্যন্ত নিম্নমানের। একাধিক বার বিদ্যালয়ের প্রধান শিক্ষকা চম্পা বিশ্বাসকে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি বলেও অভিযোগ। তাই মিড ডে মিলের কাজ বন্ধ রেখে স্কুলের গেটে তালা দিতে বাধ্য হয়েছেন বলে জানান। স্থানীয় গ্রামবাসী মথুরানাথ পাল, বিশ্বনাথ ঘোষ বলেন এই ঘটনা নিত্য দিনের গতকাল বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে ও সম্পূর্ণ ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলেও তিনি জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চম্পা বিশ্বাসও স্কুলে তালা দেওয়ার ঘটনা স্বীকার করেছেন। মিড ডে মিল বিষয়ে মুখ খোলেননি। অবর বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু বলেন, ঘটনার খবর পেয়েই এসেছি। আগের এই বিদ্যালয় বিষয়ক কো

প্রস্তুতি ম্যাচে চোট, অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী

দেবাশিস সেন, সিডনি: অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। গোড়ালিতে চোট পেয়ে আসন্ন টেস্ট থেকে ছিটকে গেলেন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার পৃথ্বী শ। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনেই ঘটে দুর্ঘটনা। ম্যাচে ম্যাক্স ব্রায়ান্ট একটি উঁচু শট খেললে পৃথ্বী সেটি ধরার চেষ্টা করেন। বাউন্ডারির মধ্যে নিজের শরীরকে রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। আর তাতেই গোড়ালি মচকে যায় পৃথ্বীর। ব্রায়ান্ট সে ম্যাচে ৬২ রান করেন। ডার্সি শর্ট করেন ৭৪। তৃতীয় দিনের শেষে ভারতের ৩৫৮ রানের জবাবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছয় উইকেটে ৩৫৬ রান। ৬৭ রানে ৩ উইকেট তুলে নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ফিঞ্চদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আগে প্রস্তুতির কোনও ঘাটতি রাখছেন না ভারতীয়রা। কিন্তু সেই প্র্যাকটিসের মঞ্চে পৃথ্বীর এমন দশায় বেশ চিন্তিত দলের প্রত্যেকেই। [কোহলির থেকেও বেশি রান করবেন এই অজি ব্যাটসম্যান, দাবি পন্টিংয়ের ] চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরই দৌড়ে মাঠে চলে আসেন ভারতীয় দলের ফিজিও। চোটের গুরুত্ব বুঝে তাঁকে তখনই ড্রেসিংরুমে

বাংলা-সহ আট রাজ্যের লক্ষাধিক কৃষকের প্রতিবাদের অনুরণন সংসদে!

Image
নয়াদিল্লি: ২০৭টি কৃষক সংগঠনের সংসদ অভিযান ঠেকাতে আগাম বন্দোবস্ত সেরে রেখেছিল দিল্লি পুলিশ। প্রায় ৩৫ হাজারের একটি মিছিলকে শুক্রবার সকালেই আটকে দেওয়া হয় যন্তরমন্তরে। আন্দোলনকারীরা বাধ্য হয়ে পার্লামেন্ট স্ট্রিট থানার কাছেই প্রতিবাদসভায় অংশ নেন। সেখানে এনসিপি নেতা শরদ পওয়ার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ কৃষক সংগঠনের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখেন। উত্তেজনা এড়াতে কয়েক হাজার পুলিশ দিয়ে মিছিল আটকালেও প্রতিবাদের অনুরণন কিন্তু  শোনা যায় সংসদের দেওয়ালেও। এ দিনের প্রতিবাদসভায় অংশগ্রহণের করেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীও। একই সঙ্গে ওই প্রতিবাদসভায় হাজির হন সীতারাম ইয়েচুরি, ফারুক আবদুল্লা এবং শরদ যাদবের মতো সর্বভারতীয় নেতৃত্ব। গত বৃহস্পতিবার সকালেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক লক্ষ কৃষক আনন্দ বিহার রেল স্টেশনে সমবেত হয়েছিলেন বলে জানানো হয়। সেখানে তাঁদের স্বাগত জানান বাম সমর্থিত ছাত্র সংগঠন আইসা। সেখান থেকে তাঁরা দক্ষিণ-পূর্ব দিল্লি হয়ে রামলীলা ময়দানের উদ্দেশে রওনা দেন তাঁরা। শুক্রবার সকালে সমবেত কৃষকের একটি অংশ সংসদের উদ্দেশে যাত্রা করলে যন্তরমন্তরেই তাঁদের আটক

মমতাকে টাইট দিতে নির্বাচনি প্রচারে আসছেন বিজেপির তাবড় তাবড় নেতারা

আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্য বিজেপির প্রচারে আসছেন কেন্দ্র থেকে বড়বড় নেতারা। সেই নেতাদের নাম ইতিমধ্যে পৌঁছে গেছে মুরলিধর সেন লেনে। রাজ্য নেতাদের দাবি, সেই লিস্ট দেখলেই রাতের ঘুম উড়ে যাবে তৃণমূলের। কেন্দ্র থেকে আসা এই নেতারা যাতে দ্রুত সভাস্থলে পৌঁছাতে পারেন, তাঁর জন্য সঠিক ব্যাবস্থাও রাখা হয়েছে বলে জানা যায়। লোকসভা ভোটের আগে ৪২টি লোকসভা কেন্দ্রে ৪২টি বড় সভা, এবং রাজ্য জুড়ে শতাধিক ছোট বড় সভা রাখার প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রথযাত্রা থেকে শুরু করে লোকসভা ভোটের প্রচার পর্যন্ত এরাজ্যে আসছেন, যোগী আদিত্যনাথ, আমিত শাহ, অরুন জেটলি, পিয়ুশ গোয়েল, নিতিন গডকরি, বিপ্লব কুমার দেব, সর্বানন্দ সোনওয়াল, রমন সিং, নির্মলা সীতারমন এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও বেশ কিছু অভিনেতা, অভিনেত্রীদের ও আনতে পারে বিজেপি। from News Express https://ift.tt/2SmyNqH via BJP

রাজ্যপালের উদ্যোগে বায়ুসেনার বিমানে হাসপাতাল পৌঁছলেন প্রসূতি

Image
ইটানগর: মানবতার নজির গড়লেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল বি ডি মিশ্রা৷ প্রসবযন্ত্রণা ওঠা এক মহিলাকে বায়ুসেনার বিশেষ বিমানে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি৷ তাঁর তৎপরতায় দ্রুত ওই মহিলাকে ২০০ কিমি পথ আকাশপথে উড়িয়ে ইটানগরের একটি হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে সুস্থ এক সন্তানের জন্ম দেন তিনি৷ বুধবার তাওয়াং এ একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল৷ সেই অনুস্থানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু৷ তখন স্থানীয় এক বিধায়ক মুখ্যমন্ত্রীকে জানান, এক মহিলার প্রসব যন্ত্রণা হচ্ছে৷ অবস্থা খুবই খারাপ৷ অবিলম্বে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে৷ কিন্তু আগামী তিনদিন গুয়াহাটি থেকে ইটানগর পর্যন্ত উড়ান পরিষেবা বিশেষ কারণে বন্ধ রাখা হয়েছে৷   ওই বিধায়ক যখন মুখ্যমন্ত্রীকে একথা জানাচ্ছিলেন তখন পাশেই বসেছিলেন রাজ্যপাল৷ গোটা ঘটনাটি তিনি শুনে ফেলেন৷ এরপরই আধিকারিকদের নির্দেশ দেন দ্রুত ওই মহিলাকে তাঁর কপ্টারে করে ইটানগর নিয়ে যাওয়ার৷ কেননা তাওয়াং থেকে ইটানগর সড়কপথে যেতে ১৫ ঘণ্টা আর আকাশপথে যেতে লাগে ২ ঘণ্টা সময়৷ রাজ্যপালের নির্দেশ মতো আধিকারিকরা ওই গর্ভবতী মহিলাকে কপ্টারে করে ইটানগর নি

জয়ের জন্য বাংলার টার্গেট ২১৬

চেন্নাই: তামিলনাড়ুকে প্রথম ইনিংসে ২৬৩ রানে আটকে রেখেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ থেকে হারিয়ে যেতে বেসেছিল বাংলা৷ রঞ্জির গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে বাংলাকে পুনরায় ম্যাচে ফেরালেন বোলাররা৷ বিশেষ করে স্পিনার ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের পাঁচ উইকেটের বোলিং গড় বাবা ইন্দ্রজিৎদের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা তৈরি করে মনোজদের৷ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তামিলনাড়ুন প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে যায়৷ অনবদ্য শতনার করেন বাবা অপরাজিত (১০৩)৷ হাফসেঞ্চুরি করেন ওপেনার কৌশিক গান্ধী (৫১)৷ ইশান পোড়েল প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেন৷ ৮২ রানে ৩ উইকেট দখল করেন প্রদীপ্ত প্রামানিক৷ আরও পড়ুন: তামিলনাড়ুন বিরুদ্ধে রঞ্জির প্রথম দিনের রাশ বাংলার হাতে পাল্টা ব্যাট করতে নেমে বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৯ রানে৷ অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ওপেনার অভিষেক রামন৷ তিনি ৯৮ রান করে সাজঘে ফেরেন৷ বাকিরা কেউ বলার মতো রান পাননি৷ রাহিল শাহ ৪৬ রানে ৫ উইকেট ও এম মহম্মদ ৩৯ রানে ৪ উইকেট দখল করেন৷ প্রথম ইনিংসের নিরিখে ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা তামিলনাড়ুন গুটিয়ে যায় ম

এবিভিপির মিছিলে যানজট, স্তব্ধ শহর

Image
স্টাফ রিপোর্টার, হাওড়া: এবিভিপির কলকাতা চল রাষ্ট্রীয় মহামিছিলে হাওড়া থেকে যোগ দিল কয়েক হাজার ছাত্র৷ এর আগে বৃহস্পতিবার বামেদের মিছিলে স্তব্ধ হয়েছিল শহর। সিঙ্গুর থেকে রাজভবন চলো অভিযানকে ঘিরে যানজটের জেরে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এরপর শুক্রবার এবিভিপির তরফে কলকাতা চলো অভিযানের কর্মসূচি নেওয়া হয়।     হাওড়া থেকেও এদিন মিছিলে কয়েক হাজার ছাত্র যোগ দেয়। দুপুরে সাড়ে ১২টা নাগাদ হাওড়া ব্রিজ ধরে কলকাতায় মিছিল আসে। তাঁদের দাবি, অবিলম্বে এনআরসি চালু করতে হবে। নাগরিকত্ব (সংশোধনী) বিল- ২০১৬ অবিলম্বে সংসদে পাস করতে হবে। উর্দু নয়, বাংলা চাই। রাজেশ ও তাপস হত্যার বিচার চাই। বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে হবে। এই দাবি নিয়ে এদিন কলকাতা চলো অভিযানের ডাক দেওয়া হয়। The post এবিভিপির মিছিলে যানজট, স্তব্ধ শহর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Kolkata News

নরমুণ্ড সহ নগ্ন কৃষক মিছিল ঘিরে দিল্লি উত্তপ্ত

নয়াদিল্লি :  পরিস্থিতি বেগতিক হল৷ পূর্ব ঘোষণা মতো সারা ভারত কৃষক সভা সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে বৃহত্তম মিছিল সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেছে৷ লক্ষাধিক কৃষকের দাবি সরকারি কৃষি নীতির পরিবর্তন চাই৷ ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, কৃষক আত্মহত্যার মতো একাধিক কেন্দ্রীয় সরকার বিরোধী ইস্যু রয়েছে তাঁদের সামনে। যা কেন্দ্রের সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট৷ এদিকে নিরাপত্তার খাতিরে সংসদ ভবন ঘেরাও রুখতে তৎপর প্রশাসন৷ নিরাপত্তারক্ষীতে ছয়লাপ এলাকা৷ জানা গিয়েছে, বিক্ষোভকারী কৃষকরা রাস্তার উপরকেই ক্ষোভে ফেটে পড়েছেন৷ মুখে তাঁদের মোদী ও বিজেপি বিরোধী স্লোগান চলছে৷ বিক্ষোভকারী কৃষকরা আগেই জানিয়েছিলেন তাঁদের মিছিল আটকে দেওয়া হলে নগ্ন হয়ে রাস্তায় শুয়ে পড়বেন৷ কার্যত সেটাই করলেন তাঁরা৷ এই প্রতিবাদের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে৷ এতে শুরু হয়েছে সরকার বিরোধী সমালোচনার ঝড়৷ দক্ষিণভারতের কৃষকরা নরমুণ্ড নিয়ে মিছিল করে অভিনব প্রতিবাদ করছেন৷ সংসদ ভবনের আগেই আটকে দেওয়া হয়েছে মিছিল৷ এবার যন্তর মন্তরের বিরাট কৃষক সমাবেশে যোগ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সভাপতি রাহুল গা

সাত দশক পর পাকিস্তানে মুসলিম বোনদের সঙ্গে দেখা হল শিখ ভাইয়ের

Image
ইসলামাবাদ: দেশভাগের সময় হারিয়ে গিয়েছিল এক ভাই এক বোন। তাদের সন্ধান পাওয়ার আশা একরকম ছেড়ে দিয়েই ভারত ছেড়েছিল সেই পরিবার। ঠাঁই হয়েছিল পাকিস্তানে। অনেক বছর পর মা আল্লা রাখি প্রতিবেশীদের কাছে খোঁজ পেয়েছিলেন ছেলে বিয়ন্তের। তারপর শুরু হয় যোগাযোগ। অবশেষে কর্তারপুরে সেই পাকিস্তানি বোনদের দেখা পেলেন হারিয়ে যাওয়া বিয়ন্ত। যেন একটা জন্ম পার হয়ে গিয়েছে। শিখ ভাই বিয়ন্ত সিংহকে সাত দশক পর দেখতে পেয়ে আনন্দে জড়িয়ে ধরলেন দুই মুসলিম বোন উলফত বিবি এবং মিরাজ বিবি। এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল পাকিস্তানের নানকানা সাহিব। এতদিন পর দেখা। তাই বিয়ন্তের ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আবেদনও করেছেন দুই বোন। পাকিস্তানের এক সংবাদপত্রে উলফত বিবি বলেছেন, ‘‘আমাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আমরা ভাইয়ের বউ ও ভাইপো-আইঝিদের সঙ্গে দেখা করতে চাই।’’ ডেরা বাবা নানকের কাছে পারাচা গ্রামে থাকত ওই পরিবার। দেশভাগের সময় পাকিস্তানে চলে যেতে বাধ্য হয় ওই মুসলিম পরিবার। কিন্তু বিয়ন্ত থেকে যায় ভারতেই। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই ভাই-বোনরা। এবছর কর্তারপুরে যাওয়ার সুযোগ আসে। তাই বোনদের

স্মাগলিংয়ের বিরুদ্ধে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষমদ, বালি খাদান-সহ যেকোনও ধরনের স্মাগলিং রুখতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নদিয়ার শান্তিপুর বিষমদ কাণ্ডে উষ্মা প্রকাশ করে পুলিশ ও আবগারি দপ্তরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে বকেয়া মহার্ঘভাতা মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ [সাঁতরাগাছি ওভারব্রিজে পদপিষ্টের ঘটনায় জমা পড়ল তদন্ত রিপোর্ট] পূর্ব বর্ধমানের কালনায় একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিষমদ কাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন৷ বলেন, ‘‘শান্তিপুরের ঘটনা দুর্ভাগ্যজনক৷ আমি বুঝতে পারছি না, কেন ওঁরা বিষমদ খেতে গেল৷ আমার মনে হয় ওঁরা জেনে বুঝে বিষমদ খাইনি৷ ওঁদের পুরিবারের কী দোষ বলুন৷ আমরা চাই, ওরা ভাল থাক৷ রাজ্য সরকার ওদের পাশে আছে৷ রাজ্য সরকারের তরফে মৃতদের দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে৷ আমি চাই, রাজ্যে যেন এই ধরনের কোনও ঘটনা আর না ঘটে৷’’ এর পরই রাজ্য পুলিশ ও আবগারি দপ্তরের কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আপনা কী করছেন? আপনাদের রাখা হয়েছে ক

সমস্যা মেটাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কৃষকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক বিদ্রোহ রুখতে যন্তরমন্তরে এক হাজারের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে দিল্লির আম আদমির সরকার৷ কিন্তু, বিধিনিষেধ চাপানো হলেও কিছুতেই কৃষকদের বিদ্রোহ দমাতে পারল না কেজরি সরকার৷ উলটে, রাজধানী স্তব্ধ করে রামলীলা ময়দান থেকে পার্লামেন্ট স্ট্রিট অভিযান সফল করলেন দশ রাজ্যের অন্তত এক লক্ষ কৃষক৷ পার্লামেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে শুক্রবার একযোগে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুললেন কৃষকরা৷ কৃষি ঋণ মকুবের আবেদন জানিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিও তুললেন তাঁরা৷ এদিন, পার্লামেন্ট স্ট্রিটের সভামঞ্চ থেকে দেশের ২০৮টি কৃষক সংগঠনের তরফে কৃষক ও খেতমজুরদের ফসলের ন্যায্য দাম, স্বামীনাথন কমিশনের সুপারিশ রূপায়ণের দাবি জানানো হয়৷ [খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর] সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০৮টি কৃষক সংগঠন সারা ভারত কৃষক সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি তৈরি করে এই মিছিল ডাক দেয়। সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওলে বলেন, ‘‘গত দশ বছরে ৩ লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন৷ ফসলের দাম নেই৷ সহায়ক মূল্যের থেকে অনেক কম দামে কৃষকরা ফসল বিক্রি করছেন৷ তাই কৃষি সঙ্

নোটবন্দির নিষ্ঠুর ধাক্কার কথা মোদী জমানার আর্থিক উপদেষ্টার বইতে

Image
নয়াদিল্লি: মোদী জমানায় প্রায় চার বছর ধরে তিনিই ছিলেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব৷ এমনকি নোটবন্দির সময় তিনিই ছিলেন এই পদে সেই অরবিন্দ সুব্রহ্মণ্যম গত জুন মাসে পারিবারিক দায়বদ্ধতার কারণ দেখিয়ে পদ ছেড়েছিলেন৷ আর পদ ছাড়ার কয়েক মাসের মধ্যেই এই মোদী সরকারকে সরকারকে নোটবন্দির জন্য কাঠগড়ায় তুললেন৷ তাঁর নতুন বই ‘অফ কাউন্সেল, দ্য চ্যালেঞ্জেস অফ দ্য মোদী-জেটলি ইকোনমি’ আনুষ্ঠানিক প্রকাশিত হবে ৫ ডিসেম্বর৷ কিন্তু তার আগেই সেই বইয়ের কিছুটা অংশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ আর সেখানে নোটবন্দির সমালোচনার কথা বলা হয়েছে৷ কিছুদিন আগেও এই অরবিন্দের ঢালাও প্রশংসা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বোধহয় আশা করেননি, এই প্রাক্তন এই আমলাই ‘নোটবন্দি’কে দেশের অর্থনীতির উপর ‘বিপুল ও সাঙ্ঘাতিক কঠোর অর্থনৈতিক আঘাত’ বলে অ্যাখ্যা দিয়ে বর্তমান সরকারকেই কাঠগড়ায় তুলবেন। সংবাদসংস্থার খবর, ওই বইটিতে একটি গোটা চ্যাপ্টার রয়েছে ‘নোটবন্দির’ উপর। যেখানে নাকি অরবিন্দ নানা যুক্তি দিয়ে দেখিয়েছেন, রাতারাতি দেশের অর্থব্যবস্থার ৮৬ শতাংশকে তুলে নেওয়ায় তার সরাসরি প্রভাব ফেলেছে দেশের মোট জাতীয় উৎপাদনে

সমস্যা মেটাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কৃষকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক বিদ্রোহ রুখতে যন্তরমন্তরে এক হাজারের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে দিল্লির আম আদমির সরকার৷ কিন্তু, বিধিনিষেধ চাপানো হলেও কিছুতেই কৃষকদের বিদ্রোহ দমাতে পারল না কেজরি সরকার৷ উলটে, রাজধানী স্তব্ধ করে রামলীলা ময়দান থেকে পার্লামেন্ট স্ট্রিট অভিযান সফল করলেন দশ রাজ্যের অন্তত এক লক্ষ কৃষক৷ পার্লামেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে শুক্রবার একযোগে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুললেন কৃষকরা৷ কৃষি ঋণ মকুবের আবেদন জানিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিও তুললেন তাঁরা৷ এদিন, পার্লামেন্ট স্ট্রিটের সভামঞ্চ থেকে দেশের ২০৮টি কৃষক সংগঠনের তরফে কৃষক ও খেতমজুরদের ফসলের ন্যায্য দাম, স্বামীনাথন কমিশনের সুপারিশ রূপায়ণের দাবি জানানো হয়৷ [খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর] সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০৮টি কৃষক সংগঠন সারা ভারত কৃষক সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি তৈরি করে এই মিছিল ডাক দেয়। সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওলে বলেন, ‘‘গত দশ বছরে ৩ লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন৷ ফসলের দাম নেই৷ সহায়ক মূল্যের থেকে অনেক কম দামে কৃষকরা ফসল বিক্রি করছেন৷ তাই কৃষি সঙ্

ভারত মাতার বীর সন্তান ‘শহীদ ভগৎ সিং”কে জঙ্গি বানিয়ে দিলো অধ্যাপক তাজউদ্দীন

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক শহীদ ভগৎ সিংকে ‘জঙ্গি” বলে বিপাকে জম্মু কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজউদ্দীন। পাওয়া তথ্য অনুযায়ী উনি বৃহস্পতিবার ক্লাস নিচ্ছেলেন। আর তখন উনি লেনিনকে নিয়ে আলোচনা করছিলেন। Some students came to me last evening & told me about this incident. They submitted a CD as proof. I've immediately formed an inquiry committee. We've disassociated him from teaching till inquiry committee submits the report: Prof Manoj K Dhar, Vice Chancellor, Jammu University https://t.co/iPbjdCJY8B — ANI (@ANI) November 30, 2018 সেই মুহুর্তে উনি ক্লাস নিতে নিতে শহীদ ভগৎ সিংকে জঙ্গি বলে আখ্যা দেন। ক্লাসের পড়ুয়ারা ক্লাস শেষ হওয়ার পরেই উপাচার্যের কাছে নালিশ জানান। আর তাঁদের অভিযোগ যে মিথ্যে নয়, সেজন্য তাঁরা একটি ভিডিও দেখায় উপাচার্যকে। এই ঘটনার পর অভিযুক্ত অধ্যাপক তাজউদ্দীন পুরো ঘটনাটিকে মিথ্যে বলে উড়িয়ে দেন। এই ঘটনা নিয়ে আন্দোলনে বসেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আর এই ঘটনার সঠিক তদন্তের জন্য ৬সদস্যের একটি তদন্তকারী কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সাঁতরাগাছি ওভারব্রিজে পদপিষ্টের ঘটনায় জমা পড়ল তদন্ত রিপোর্ট

সুব্রত বিশ্বাস: সাঁতরাগাছি ওভারব্রিজে পদপিষ্টের ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ল। ছয় সদস্যের তদন্ত কমিটি প্রায় ৩০ পাতার এই রিপোর্ট দাখিল করেছে। দক্ষিণ-পূর্ব রেল রিপোর্টটি এখনও প্রকাশ্যে আনেনি৷ কর্তব্যরত আরপিএফ কর্মীদের গাফিলতিকে দায়ী করেছে কমিটি বলে জানা গিয়েছে। শুধু আরপিএফ নয়, ঘোষণার গাফিলতি, স্টেশন ম্যানেজার, কমার্শিয়াল বিভাগের টিসি, টিটিআই, সিটিআইকেও সমানভাবে দায়ী করা হয়েছে। রেল কর্মীদের কর্তব্যের গাফিলতিতেই ঘটনাটি ঘটেছে এটা কমিটি আগেই স্পষ্ট করেছিল৷ আগামী দিনে এই ধরনের ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ করেছে কমিটি। [সাঁতরাগাছি কাণ্ডে রেলের বিরুদ্ধে তদন্ত করবে রাজ্যের বিশেষ কমিটি] যার মধ্যে ফুট ওভারব্রিজের সম্প্রসারণ, একাধিক নির্গমনের সিঁড়ি ও বেরিয়ে যাওয়ার রাস্তা, সিসি ক্যামেরা শুধু আরপিএফে নিয়ন্ত্রণে নয়, তা আরআরআই কেবিন ও স্টেশন ম্যানেজারের ঘরে দেখা যাবে। প্রয়োজনীয় নির্দেশও দেবেন তাঁরা। এমন ব্যবস্থাও রাখতে হবে। ঘটনার দিন কর্তব্যরত সব রেল কর্মীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। তা লিপিবদ্ধ করার পর আলাদাভাবে খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। এরপরেই রিপোর্টে তাঁদের দায়ী করা হয়। ফের যাতে এ

ইস্পাতনগরীতে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, লাঠিচার্জ সিআইএসএফের

ওয়েবডেস্ক: শুক্রবার রণক্ষেত্রের আকার নিল দুর্গাপুর ইস্পাতনগরী। এ দিন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিং পরিদর্শনে যান দুর্গাপুর শিল্পতালুকে। সকালে তিনি বেরনোর পরই তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শ’পাঁচেক শিক্ষানবিশ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, সিআইএসএফ-কে লাঠি চালাতে হয়। লাঠির ঘায়ে জখম হয়ে তিন মহিলা-সহ পাঁচ জন হাসপাতালে ভর্তি আছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এক দিনের সফরে শিল্পতালুক পরিদর্শনে এসেছেন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং। এ দিন সকালে তাঁর যাওয়ার কথা ছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট এবং ইসকো স্টিল প্ল্যান্ট (বার্নপুর) পরিদর্শনে। কিন্তু দুর্গাপুর হাইস থেকে বের হওয়া মাত্রই তাঁকে ঘিরে ধরেন ওই শ’পাঁচেক শিক্ষানবিশ। তাঁদের দাবি, ২০১৬ সাল থেকে তাঁরা দুর্গাপুর স্টিল প্লান্টে শিক্ষানবিশ হিসাবে কাজ করলেও এখনও পর্যন্ত স্থায়ীকরণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ স্থায়ী কর্মীদের মতোই তাঁদের সমান পরিশ্রম করতে হয়। কিন্তু পারিশ্রমিক মেলে তুলনামূলক ভাবে অনেক কম। সেই সমস্ত অভিযোগ নিয়েই তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।