পড়ুয়াদের জোটে না মিড ডে মিল, বিক্ষোভ অভিভাবকদের

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ছাত্র ছাত্রীদের পর্যাপ্ত খাবার না দেওয়া ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি বাঁকুড়ার ওন্দা ব্লক এলাকার কাঁটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে ওই স্কুলে হাজির হয় ওন্দা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওন্দার কাঁটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ১১২ জন। এদের মধ্যে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৫ জন। প্রাক প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা ১৭ জন। এতো বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী থাকা সত্ত্বেও প্রায়শই তারা পেট পুরে খাবার পাননা বলে অভিযোগ। এমনকি অনেক সময় খাবারের মান অত্যন্ত নিম্ন মানের থাকে বলেও তারা অভিযোগ করছেন। বিষয়টি বার বার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চম্পা বিশ্বাসকে জানালেও কোন কাজ হয়নি। তাই এদিন তারা মিড ডে মিল রান্নার কাজ বন্ধ রেখে স্কুলের গেটে তালা দিতে বাধ্য হয়েছেন বলে জানান।

গ্রামবাসী বিশ্বনাথ ঘোষ, মথুরানাথ পালরা বলেন, ‘এই ধরণের ঘটনা প্রায়শই ঘটে। আমরা বৃস্পতিবার বিষয়টি সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছি। ঘটনার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করা আছে বলে তারা জানান।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চম্পা বিশ্বাস তালা দেওয়ার ঘটনা স্বীকার করে নিয়েছেন৷ তিনি জানন, এই বিষয়ে যা বলার অবর বিদ্যালয় পরিদর্শক বলবে। এর বাইরে তিনি কোন কথা বলতে রাজি হননি।

অবর বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু বলেন, ঘটনার খবর পেয়েই এসেছি। এই স্কুল সম্পর্কে আগে এই ধরণের অভিযোগ আসেনি। এই প্রথম অভিযোগ এল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত, জনপ্রতিনিধি, স্কুল কর্ত্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হবে। একই সঙ্গে এদিন আলোচনার পর স্কুলের তালা খোলা হয়েছে বলেও তিনি জানান।

The post পড়ুয়াদের জোটে না মিড ডে মিল, বিক্ষোভ অভিভাবকদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag