Posts

Showing posts from December, 2018

স্বামীকে শ্রদ্ধা, ভালবাসার জোরে এভারেস্ট পাড়ি শেরপা বিধবাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  স্বামী শেরপা৷ পর্বতকে নিজের জীবনের থেকেও বেশি ভালবাসে ৷ কিন্তু পাহাড়ে আতঙ্ক চিরকালীন। তাই জীবনে দুর্ঘটনা নেমে আসে যখন-তখন। হিমালয়ের কোলে হারিয়ে যায় নশ্বর দেহ ৷ এবার মৃত স্বামীদের শ্রদ্ধাজ্ঞাপন করতে অভিনব উদ্যোগ দুই বিধবার৷ স্বামীর স্মৃতিতে এভারেস্টে পাড়ি দেবেন তাঁরা৷ পাহাড়ি জীবন এমনি পরিশ্রমের। আর স্বামীর কাছে শিখেছেন সাহস। প্রবল মানসিক জোরকে সঙ্গী করে স্বামীর দেখানো পথেই সর্বোচ্চ শৃঙ্গজয়ের অঙ্গীকার করছেন তাঁরা৷ এভারেস্টে পা রেখে  সম্পূর্ণ করবেন স্বামীদের অপূর্ণ ইচ্ছা৷  [ দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার! ] বিদেশি পর্বতারোহীদের পথ দেখিয়ে হিমালয়ের চূড়ায় পৌঁছে দেওয়াই শেরপাদের কাজ৷ দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন ফুরদিকি শেরপার স্বামী৷ কিন্তু ২০১৩-তে তাঁর সঙ্গে ঘটে যায় ভয়ংকর এক দুর্ঘটনা৷ ৮৮৫০ মিটার উঁচুতে দড়ি বাঁধার সময়, পা স্লিপ করে নীচে পড়ে যান ফুরদিকির স্বামী৷ মৃত্যু হয় তাঁর৷ ২০১৪-তে হিমালয়তে বিপর্যয়ের শিকার হন নিমা ডোমা শেরপার স্বামীও৷ প্রবল তুষার ঝড়ের সম্মুখীন হয় পর্বতারোহীদের একটি দল৷ সেখ

পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় কংগ্রেসের, ধুয়ে সাফ বিরোধীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের পর এবার পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনেও বড় সাফল্য কংগ্রেসের। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিরোধী আপ, শিরোমণি আকালি দল এবং বিজেপি। কংগ্রেস নেতাদের দাবি, ৯০ শতাংশ আসনে হয় তাদের দলীয় প্রতীকের প্রার্থী নাহয় তাদের সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। অন্যদিকে, বিরোধীরা ভোটে হিংসার অভিযোগ তুলেছে। রবিবার পাঞ্জাবের প্রায় ১৩ হাজার ২৭৬ টি সরপঞ্চ (পঞ্চায়েত প্রধান) এবং ৮৩ হাজার ৮৩১ হাজার পঞ্চ (পঞ্চায়েত সদস্য) আসনের জন্য ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই আসনগুলিতে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। গতকাল রাত থেকেই ভোটগণনা শুরু হয়ে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাজ্যের ৮০ শতাংশেরও বেশি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যদিকে, বেশ কিছু আসনে জয়ী হয়েছে কংগ্রেস সমর্থিত নির্দলরাও। ভোটের আগেই প্রচুর প্রার্থী অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন। কমিশন সূত্রের খবর, ভোটের আগেই ৪ হাজার ৩৬৩ জন সরপঞ্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ‘পঞ্চ’ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা ৪৬ হাজার ৭৫৪টি। পঞ্চায়েত তথা স্থানীয় নির্বাচনগুলিতে শাসকদলেরই জয়ে

বর্ষশেষে এত সস্তা জ্বালানির দাম!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের রাতে আর কোনও সমস্যাই নেই। সস্তা হল পেট্রল-ডিজেলের দাম। দেশের মেট্রো সিটিগুলোতে ১৯ পয়সা থেকে ২৫ পয়সা করে দাম কমল পেট্রলের। ডিজেলের দাম কমল ২৩ থেকে ২৫ পয়সা। ২০১৮-এ গাড়ির তেলের দাম দ্রুতহারে বেড়েছে। তবে শেষ দিনে বছরের সবচেয়ে কম দামে পাওয়া যাবে জ্বালানি। কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল ৭০ টাকা ৯৬ পয়সা। ডিজেলের দাম ৬৪ টাকা ৬১ পয়সা। [সীমান্তে যুদ্ধের প্রস্তুতি পাক সেনার, ভারতীয় জওয়ানের গুলিতে নিকেশ ২] কলকাতা ছাড়াও দিল্লিতে পেট্রলের দাম ৬৮.৮৪ টাকা ও ডিজেলের দাম ৬২.৮৬ টাকা। মুম্বইয়ে পেট্রল ৭৪.৪৭ টাকা ও ডিজেলের দাম ৬৫.৭৬ টাকা। মেট্রো সিটিগুলোর মধ্যে সবথেকে বেশি তেলের দাম চেন্নাইয়ে। পেট্রলের দাম ৭১.৪১ টাকা ও ডিজেল পাওয়া যাবে ৬৬.৩৫ টাকায়। বেঙ্গালুরুতে পেট্রলের দাম ৬৯.৩৯ টাকা ও ডিজেলের দাম ৬৩.২০ টাকা। আন্তর্জাতিক বাজারের উপর দাঁড়িয়ে থাকে পেট্রল-ডিজেলের দাম। বর্ষশেষে এভাবে তেলের দাম কমায় খুশির হাওয়া। অক্টোবরে দিল্লিতে পেট্রলের দাম ছিল সর্বোচ্চ। ৮৪ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে সেই দাম ছিল ৯১.৩৪ টাকা। দিল্লিতে সেই সময় ডিজেলের দাম ছিল ৭৫.৪৫ টাকা। মুম্বইয়ে ৮০.১

নতুন বছরে ফিট থাকতে চান? ট্রাই করুন গুগলের এই অ্যাপ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোভ সম্বরণ করে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রেখে ফিট থাকবই। নতুন বছরের প্রাক্কালে সুস্বাস্থ্য গড়ার এমন শপথ আমার আপনার মতো অনেকেই নিয়ে থাকেন। কিন্তু শরীরচর্চার দিনটা আগামিকাল-আগামিকাল করে যেন পিছোতেই থাকে। নিট ফল খাওয়া-দাওয়া, কাজ আর ঘুম। স্বপ্নে দেখা সুন্দর-সুঠাম দেহখানির সঙ্গে বাস্তব চেহারার ফারাক ক্রমেই বাড়তে থাকে। টাইট হয়ে যাওয়া পুরনো পোশাকগুলি কুলুঙ্গিতে তুলে, আয়নায় আবক্ষ দেখেই মুখে হাসি ফোটাতে হয়। কিন্তু প্রশ্ন হল, এই অলসতার জাল ছিঁড়ে বেরোনোর উপায় কী? যিনি দুনিয়ার সব প্রশ্নের উত্তর জানেন, এবার এই উত্তরও দেবেন তিনিই। ঠিক ধরেছেন। গুগল। [উৎসবের মরশুমে মোবাইলে রাখুন পাঁচ সেরা ফটো এডিটিং অ্যাপ ] এবারও কি বর্ষবরণের রাতে ফিট থাকার রেজোলিউশন নিচ্ছেন? নিলে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে গুগলের ফিট অ্যাপ। এটি এমন একটি অ্যাপ যা আপনাকে ৩০দিনে ফিট হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। অর্থাৎ নতুন বছরটা দুর্দান্তভাবে শুরু করার সুযোগ করে দিচ্ছে গুগল। মঙ্গলবার, পয়লা জানুয়ারি থেকে শুরু হবে এই চ্যালেঞ্জ। তবে এখনই অ্যাপটিতে সাইন-আপ করে রাখতে পারেন। সারাদিনে আপনি কতটা হাঁটছেন

বছরের শেষদিনেও দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৩

Image
রঞ্জন মহাপাত্র, কাঁথি:  চলতি বছরের শেষদিনেও দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন তিনজন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ৪১ নম্বর জাতীয় সড়কে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়া থেকে মেচেদার দিকে যাচ্ছিল এক কয়লাবোঝাই ট্রাক। উলটো দিকে আসছিল একটি তেলের ট্যাঙ্কার। সকাল সাতটা নাগাদ নন্দকুমারের কামারদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তেলের ট্যাঙ্কারের চালক, সহকারী চালক ও খালাসি। অচৈতন্য অবস্থায় তিনজনকেই পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু, তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সাতসকালে দুর্ঘটনা কারণে বেশ কিছুক্ষণ ৪১ নম্বর জাতীয় সড়কে বন্ধ ছিল যান চলাচল। দুটি গাড়ি ও কয়লাবোঝাই ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। [ ঘন কুয়াশার জেরে খাদে পড়ল গাড়ি, আহত ড্রাইভার ] দিন কয়েক আগে দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল পর্যটকদের বাস। পূর্ব মেদিনীপুরের রামনগর ও কাঁথিতে দুটি পৃথক দুর্ঘটনায় আহন হন কমপক্ষে ৭০ জন। প্

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি, ফেরার অভিযুক্ত

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় শিলিগুড়ির খালপাড়ার নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার হল এক যুবতী৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালায় মেট্রোপলিটন থানার পুলিশ৷ স্থানীয়দের সহায়তায় নিষিদ্ধপল্লির একটি বন্ধ ঘর থেকে অসমের ওই যুবতীকে উদ্ধার করা হয়৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাকে শিলিগুড়িতে নিয়ে আসে৷  পরে তাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ৷ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ৷ খবর দেওয়া হয়েছে যুবতীর বাড়ির লোকদেরও৷ [ ঘন কুয়াশার জেরে খাদে পড়ল গাড়ি, আহত ড্রাইভার ] পুলিশ জানিয়েছে, খালপাড়ার নিষিদ্ধপল্লির একটি ঘরে জোর করে আটকে রাখা হয়েছিল ওই যুবতীকে৷ যদিও স্থানীয়দের দাবি, নিজের ইচ্ছাতেই ওই যুবতী নিষিদ্ধপল্লিতে এসেছিলেন৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই যুবতী জানিয়েছেন, তিনি আসলে অসমের বাসিন্দা৷ সেখানকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল৷ যুবকের কথা মতোই তার সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন যুবতী৷ তাঁর অভিযোগ, দু’দিন আগে তাঁকে ওই নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয

বিরোধিতায় সরব কংগ্রেস-তৃণমূল, রাজ্যসভায় থমকে তিন তালাক বিল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ হয়ে গেলেও রাজ্যসভায় আটকে গেল সংশোধিত তিন তালাক বিল। বিলটির আইনে পরিণত হওয়া আটকাতে বদ্ধপরিকর ছিল বিরোধীরা। বিরোধীদের দাবি ছিল বিলটিতে আরও কিছু সংশোধনীর প্রয়োজন, যার জন্য এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। এই দাবিতে একজোট হয়েছিল কংগ্রেস ও তৃণমূলের  মতো বড় বিরোধী দলগুলি। রাজ্যসভায় বিল পেশ হওয়ার পরই হট্টগোল শুরু করে দেন বিরোধী সাংসদরা। শেষ পর্যন্ত রাজ্যসভার অধিবেশন ২ জানুয়ারি পর্যন্ত মুলতুবি হয়ে যায়। ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার বলে লোকসভায় তিন তালাক বিলটি পাশ করিয়ে নিয়েছে সরকার। কিন্তু আসল পরীক্ষা ছিল রাজ্যসভায়। কারণ, রাজ্যসভায় এখনও এনডিএ সংখ্যাগরিষ্ঠ নয়। তাছাড়া এনডিএ শরিক জেডিইউ সরকারকে সমর্থন করবে না বলেই জানিয়ে দিয়েছিল। তাই এই বিল পাশ করানোটা চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য। তাছাড়া আগে থেকেই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে একজোট হয়েছিল বিরোধীরা। কংগ্রেস দলীয় সাংসদদের জন্য হুইপ জারি করেছিল। তৃণমূল কংগ্রেস বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য একটি প্রস্তাবও পেশ করে। বিরোধীদের দাবি, এর আগে বিলটিতে যে সংশোধনীর প্রস্তাবগুলি দেওয়া হয়েছিল তা পুরোপু

কর্মক্ষম কৃষকের মৃত্যু হলেই মিলবে ২ লক্ষ টাকা, বর্ষবরণে বড় ঘোষণা মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : নয়া বছরে রাজ্যের কৃষকদের জন্য আরও দুটি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষক বা ক্ষেতমজুর মারা গেলে পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা সাহায্য করবে। সেই সঙ্গে আগামী বছর থেকে কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে কৃষকরা একর প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। দুই কিস্তিতে এই টাকা কৃষকদের দেওয়া হবে। মোদি জমানায় দেশজুড়ে কৃষকদের ক্ষোভ বাড়ছে। ফসলের নাম না পেয়ে আত্মহত্যা করছেন অনেকেই। কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করেছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে, কৃষকদের ক্ষোভের কারণে সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতা দখলের পর কৃষকদের ঋণ মকুবও করে দিয়েছে কংগ্রেস। দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে জনসভায় কৃষিবিমা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কৃষিবিমার আশি শতাংশ টাকাই দেয় রাজ্য সরকার, আর বাকি ২০ শতাংশ ব্যয়ভার বহন করে কেন্দ্র। অথচ প

ছেলের আশায় দশমবার গর্ভবতী, মৃত সন্তান প্রসব করে মারা গেলেন মহিলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেদের সঙ্গে কোনও অংশে পিছিয়ে নেই মেয়েরা। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন খেলাধূলা সব ক্ষেত্রেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসছে নারীরা। অথচ, গ্রামীণ ভারতীয় সমাজের বিস্তীর্ণ অংশে এখনও মেয়েদের ছেলেদের সমান গুরুত্ব দেওয়া হয় না। ছেলেরা বংশের প্রদীপ, তাই সন্তান হিসেবে ছেলেদেরই চাই। শেষ জীবনে পাশে দাঁড়াবে পুত্রসন্তানই। এই চিরাচারিত ট্যাবু থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি আমাদের সমাজ। তাই এখনও এখানে ভ্রুণহত্যা হয়, বছরের পর বছর শুধু পুত্রসন্তানের অপেক্ষায় জনসংখ্যা বাড়িয়ে যান বহু মানুষ। এই প্রবণতা যে মারাত্মক তা আরও একবার প্রমাণিত হল মহারাষ্ট্রে। পুত্রসন্তানের লোভে নটি সন্তান আগেই নিয়ে ফেলেছেন দম্পতি। এবার ছিল দশম সন্তানের জন্মের পালা। শেষ পর্যন্ত পুত্রসন্তান পেলেন। তবে, মৃত সন্তান প্রসব করলেন মহিলা। প্রাণ হারাতে হল মাকেও। [ফের অভিযান এনআইএ-র, জালে ৫ সন্দেহভাজন আইএস জঙ্গি] নাম মীরা এখান্ডে। বয়স ৩৮ বছর। মুম্বই থেকে ৩৮০ কিলোমিটার দূরে মাজালগাঁও নামের একটি ছোট শহরে পানের দোকান চালাতেন। ৩৮ বছর বয়সে শিশুর জন্ম দিতে গিয়ে মাজালগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে মীরার। হাসপাতাল ক

স্ত্রীর সঙ্গে সময় কাটানো নাকি শুটিং, বর্ষশেষে কী প্ল্যান আয়ুষ্মানের?

এ বছর তিনিই বক্স অফিসের রাজা। তিন-তিনটে হিট। কখনও অন্ধ পিয়ানিস্ট। কখনও বিব্রত বয়ফ্রেন্ড। নায়ক হয়েও নায়ক নন। কফিহাউসের বিচারে বর্ষসেরা স্টার আয়ুষ্মান খুরানা । মুম্বইয়ে তাঁর সঙ্গে আড্ডায় অহনা ভট্টাচার্য ৷ কনগ্র‌্যাটস আয়ুষ্মান। এ বছর ‘কফিহাউস’-এর ‘স্টার অফ দ্য ইয়ার’ আপনি। অসংখ্য ধন্যবাদ। আই ফিল ভেরি হাম্বল্‌ড। এ বছরটা আপনারই আয়ুষ্মান। ‘অন্ধাধুন’ আর ‘বধাই হো’ সুপার ডুপার হিট! এ ছাড়া ‘শুভ মঙ্গল সাবধান’-ও দারুণ চলেছে। কেমন লাগছে? খুব ভাল লাগছে! দর্শক ছবি পছন্দ করলে বুঝতে পারি যে আমার স্ক্রিপ্ট নির্বাচন ঠিকঠাক হচ্ছে। [‘আমার বিয়েটা সত্যি রূপকথা’, স্ত্রীকে কৃতিত্ব রণবীরের ] স্ক্রিপ্ট নির্বাচনের সময় কী কী মাথায় রাখেন? আমি প্রথমেই দেখি ছবির বিষয়বস্তু কেমন। একটু আউট অফ দ্য বক্স কন্টেন্ট বেছে নেওয়ার চেষ্টা করি। এ ছাড়া গল্পের মধ্যে একটু নতুনত্ব থাকবে। কয়েকটা মজাদার ওয়ান লাইনার ডায়লগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হল যে, ছবিটা দর্শককে আনন্দ দেবে। আমি চাই আমার ছবি যেন দর্শকের মনে থেকে যায়। আর একটা কথা বলতে চাই। চিত্রনাট্য নির্বাচনের সময় আমি নিজেকে স্টার মনে করি না। নিজেকে দর্শকের আসনে বসাই, কারণ

কৃষকদের বন্ধু বানাতে মমতার ‘কৃষক বন্ধু’ প্রকল্প

ইডেনে দিল্লিকে টক্কর দিতে ব্যর্থ বাংলা

কলকাতা: নতুন ফর্ম্যাট অনুযায়ী এলিটের ‘এ‘ ও ‘বি’ গ্রুপ মিলিয়ে রঞ্জি নকআউটে ছাড়পত্র পাওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে মনোজ তিওয়ারিরা৷ তবে খাতায় কলমে সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। তাই ঘরের মাঠে দিল্লি ও পঞ্জাবের বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচে মিরাকল কিছু করে দেখাতে হবে বাংলাকে। সেই লক্ষ্যে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে অভিযানটা একেবারেই সুখের হল না মনোজব্রিগেডের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইডেনে দিল্লিকে টক্কর দিতে ব্যর্থ বাংলা। রবিবার বোলারদের দাপটে দিল্লিকে আড়াইশোর মধ্যে গুটিয়ে দেওয়ার পর দায়িত্ব এসে বর্তায় ব্যাটসম্যানদের কাঁধে। কিন্তু বর্ষশেষের সকালে ইডেনের বাইশ গজে বাংলা ব্যাটসম্যানদের হারাকিরি। দিনের শুরুতে অভিষেক রমনের উইকেট হারায় বাংলা। এরপর দ্বিতীয় উইকেটে অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ চ্যাটার্জির ৬৩ রানের পার্টনারশিপে ভর করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেয় বাংলা। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রশংসায় আপ্লুত ক্যারাটে চ্যাম্পিয়ন তবে দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙতেই লড়াই থেকে হারিয়ে যায় মনোজব্রিগেড। অর্ধশতরান থেকে দশ রান দূরে থেমে যায় ইশ্বরণের ইনিংস। ঘরের মাঠে সফল হতে পারলেন না অধিনায়ক মনোজ নিজেও। ১

২২ লক্ষ টাকায় ক্রিকেট মাঠ বানিয়ে দিয়েছিলেন বাবা, জাতীয় দলে ডাক পেলেন মেয়ে

২০১৮-য় সব থেকে বেশি বিক্রি হওয়া সস্তা ৫টি বাইক

ওয়েবডেস্ক: বছর শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টা বাকি। তার পরেই নতুন বছরের নতুন দিন। এই অবসরে দেখে নেওয়া যেতেই পারে ২০১৮-তে সব চেয়ে কম সস্তা অথচ বেশি বিক্রি হওয়া জনপ্রিয় বাইকগুলিকে। ডিসেম্বর মাস না শেষ হওয়া পর্যন্ত কোন বাইক ঠিক কত সংখ্যক বাজারে বিক্রি হয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া সম্ভব নয়। তবুও বছরের বাকি ১১ মাসে বিক্রির নিরিখে যে বাইকগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমের আলোচনায় উঠে এসেছে, দেখে নেওয়া যেতে পারে সেগুলির বিবরণ। মনে রাখা প্রয়োজন, এই তালিকা মোট বিক্রির ক্রমতালিকাকে নির্দেশ করে না। ক্রম. মডেলের নাম দাম শুরু (অন-রোড) ১ হিরো স্পেলন্ডর ৫৩,০০০ টাকা ২ বাজাজ সিটি ১০০বি ৩৬,০০০ টাকা ৩ হিরো এইচএফ ডিলাক্স ৪৭,০০০ টাকা ৪ হোন্ডা সিডি ১১০ ড্রিম ৫৪,০০০ টাকা ৫ বাজাজ পালসার ১৫০ ৭০,০০০ টাকা আরও পড়ুন: আজই শেষ দিন, মিলিয়ে দেখে নিন এই ৫টা কাজ করেছেন কি না! এই পরিবর্তনশীল মূল্য নির্ধারণ করা হয়েছে চলতি ডিসেম্বর মাসে কলকাতায় বিক্রি হওয়া গড় দরের উপর ভিত্তি করে। একটু-আধটু হেরফের হলেও আনুমানিক এই দামেই বিকিয়েছে বাইকগুলি। খবর

বনশালির ছবিতে কাজ করতে করতে ক্লান্ত, মা হওয়ার কথা জানালেন দীপিকা!

সঙ্কল্প ২০১৯: টলিউড থেকে অবসর নিচ্ছেন যশ?

Image
ওয়েবডেস্ক: আমরা নই, তেমন ইঙ্গিত কিন্তু দিচ্ছেন নায়ক নিজেই। “২০১৯ সালটায় আমি নিজের অনেক দিনের একটা স্বপ্ন পূর্ণ করতে চাই। খুব ইচ্ছে আছে, একটা লম্বা রোড ট্রিপ করার। ইচ্ছে আছে, কাশ্মীর আর রাজস্থানের পুরোটা গাড়িতে ঘুরে ঘুরে দেখব। তার জন্য একটু টাকা লাগবে, ওটা জমিয়ে নিয়ে ২০১৯ সালেই সাধটা মিটিয়ে নেওয়ার ইচ্ছে রয়েছে”, টাইমস গোষ্ঠীকে এ কথা সম্প্রতি জানিয়েছেন যশ দাশগুপ্ত ! আরও পড়ুন: জীবনের সব চেয়ে বড়ো অধ্যায় যশের হাত ধরে শুরু করছেন মিমি, জানালেন ভায়া ইনস্টাগ্রাম এবং খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে হিসেব কষতে শুরু করে দিয়েছে টলিউড। বলছে, ২০১৯-এ এখনও পর্যন্ত কোনো ছবি সই করেননি নায়ক। এখনও পর্যন্ত শেষ ছবি শগুফতা রফিকের ট্যাক্সি ড্রাইভার, সেটার শুটিং হয়ে গিয়েছে, মানে টাকা হাতে রয়েছে! ফলে কোথাও যশের হারিয়ে যাওয়ার নেই মানা! কিন্তু তার সঙ্গে টলিউড থেকে অবসর নেওয়ার সম্পর্ক কোথায়? টলিউড বলছে, কাজ পেতে হলে তো নিজেকে নজরে রাখতে হবে! এখন যশ যদি ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে থাকেন আর কাশ্মীর-রাজস্থানের রোড ট্রিপ করেন, তার মেয়াদ বড়ো কম হবে না, বছরের প্রায় অনেকটাই লেগে যাবে। তার পর ফিরে এসে হাতে কোনো ছবি তিনি পাবেন কি

সঙ্কল্প ২০১৯: অঙ্কুশের সঙ্গে ঝগড়া করে ফ্রাসট্রেশন কাটাবেন ঐন্দ্রিলা!

কাদের খান মৃত নয় জীবিত রয়েছেন সে!

Image
বাংলা হান্ট ডেস্ক : এক সময় বলিউডের বিখ্যাত কমেডি স্টার কাদের খান অসুস্থ বেশ কিছুদিন ধরে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোরাফেরা করছে বহুদিন ধরে। সম্প্রতি, গুজব রটেছে কাদের নাকি মৃত! সবাই তার আত্মার শান্তির কামনা সোশ্যাল সাইটে ‘ RIP ‘ কথাটি লিখছেন। কিন্তু এইসব দেখে বেজায় ক্ষিপ্ত কাদের খানের ছেলে। কাদের খানের খবর তার ছেলেকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে।’ বাবা মারা যায়নি! এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।শ্বাসকষ্টের কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।” তবে সংকটজনক অবস্থায় রয়েছে কাদের খান। তবে হৃদস্পন্দন এখনো চলছে তার! বন্ধ হয়ে যায়নি।কে বা কারা এই গুজব রটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। The post কাদের খান মৃত নয় জীবিত রয়েছেন সে! appeared first on BanglaHunt . from BanglaHunt http://bit.ly/2LJ61yo via Bangla News

বাংলাদেশের নির্বাচনে গো-হারা হারলেন হিরো আলম !

Image
BanglaHunt: বাংলাদেশের নির্বাচনে গো-হারা হারলেন হিরো আলম!বাংলাদেশের অভিনেতা হিরো আলম কে নিয়ে সোশ্যাল মিডিয়া সবসময়ই উত্তপ্ত। তার ওপর, বাংলাদেশের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে হিরো আলম দাড়ায়। তাতেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যায় সে। সম্প্রতি নির্বাচনের ফলাফল জানা গিয়েছে, সেই নির্বাচনে গো-হারা হেরে গিয়েছে হিরো আলম। বগুরা-৪ আসনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। মোট ভোটার ছিল ৩ লাখ ১২ হাজার ৮১ জন। তার মধ্যে মাত্র ৬৩৮ ভোট পেয়েছেন হিরো আলম। যেটি তার কাছে লজ্জার হার। ১ লাখ ২৮ হাজার ৫৮৫ টি ভোট পেয়ে আসনটি জিতেছেন বিএনপির প্রার্থী মোশারফ হোসেন। এছাড়াও এ জেড এম ফরিদ উজ্জামান জাসদ পেয়েছেন ৮৬ হাজার ৪৮ টি ভোট। জানা গিয়েছে, হিরো আলমের দাখিল করা মনোয়ন পত্র বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। তার পরে কোনভাবে সেই সমস্যা মিটিয়ে নির্বাচনে দাড়ায় সে। The post বাংলাদেশের নির্বাচনে গো-হারা হারলেন হিরো আলম ! appeared first on BanglaHunt . from BanglaHunt http://bit.ly/2sakRp3 via Bangla News

আতস বাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া

Image
সিডনি : ভারতে নতুন বছর আসতে কয়েক ঘণ্টা দেরি৷ তার আগে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷ বর্ণিল আলোচ্ছটার মধ্যে দিয়ে ২০১৯ সালকে বরণ করে নিলেন এই দুই দেশের মানুষ৷ বিশ্বের প্রথম বড় শহর হিসাবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড৷ আন্তর্জাতিক সময়-মানের সব থেকে কাছাকাছি অবস্থান করা বড় শহর হিসেবে প্রতিবার এই ভাগ্য তাদেরই। নিউজিল্যান্ডের পর নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া৷ রাজধানী সিডনির হার্বার ব্রিজে এই বর্ষবরণের উৎসব পালিত হল। অকল্যান্ডের মত এখানেও বাজি পুড়িয়ে, আলোর রোশনাই এবং গান-বাজনার মধ্য দিয়ে ২০১৮-কে স্বাগত জানানো হয়। প্রায় ১২ মিনিট ধরে চলে বাজির ফুলঝুড়ি। বর্ষবরণের এই বাজির ফুলঝুড়ি দেখতে দেশ-বিদেশের প্রায় ১০ লক্ষ মানুষ ভিড় করেছেন হার্বার ব্রিজে। আর কিছুক্ষণ পর জাপান, দুই কোরিয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়ালালামপুরবাসী বর্ষবরণ উৎসবে মাতবেন৷ The post আতস বাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading onl

বর্ষশেষে শহরে অ্যাপ ক্যাব চালক খুনে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার,কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকায় গাড়ির চালক খুন৷ সাইন্সসিটির কাছে আড়ুপোতার ঘটনা৷ রোডের পাশে ঝোপের মধ্যে থেকে চালকের দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে একটি লাক্সারি গাড়ি৷ ওই গাড়ির নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে মৃত যুবক ফুলবাগান সিআইটি রোডের বাসিন্দা৷ নাম ইমরান খান৷ সোমবার বেলা ১১ টা নাগাদ খবর পেয়ে আড়ুপোতায় যায় প্রগতি ময়দান থানার পুলিশ৷ ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড থানার পুলিশ৷ রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের মাথার পিছনে ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে৷ প্রাথমিক অনুমান, ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ কখন কে বা কারা কিভাবে খুন করেছে সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে৷ এক মাস আগে প্রগতি ময়দান থানা এলাকায় মদ্যপ মহিলা ফ্যাশন ডিজাইনারের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক পথচারীর৷ সে ঘটনাটি ঘটেছিল সাইন্সসিটি মোরের কাছে ইএম বাইপাসের উপর৷ অভিযুক্ত ফ্যাশন ডিজাইনার অদিতি আগরওয়ালকে সে সময় গ্রেপ্তার করেছিল পুলি

২০১৮তে কাশ্মীরে খতম ৩১১ জঙ্গি, জানাল সেনা

Image
শ্রীনগর: চলতি বছর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে সবথেকে বেশি সংখ্যাক জঙ্গি মারা গিয়েছে৷ উপত্যকাকে জঙ্গি মুক্ত করতে কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনাকে ‘ফ্রিহ্যান্ড’ দেওয়ায় মিলেছে সাফল্য৷ প্রতি বছর কাশ্মীরে গড়ে ২০০র বেশি জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে মারা যায়৷ এবার সংখ্যাটা অনেকটাই বেশি৷ সোমবার লিউটেন্যান্ট জেনারেল অনিল ভট্ট জানান, সেনা, কাশ্মীর পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের সম্মিলিত শক্তি জঙ্গি নিধন অভিযানে আরো গতি এনেছে৷ তাছাড়া কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে কেন্দ্রীয় সরকার সেনাকে কাজ করার স্বাধীনতা দিয়েছে৷ তার উপর ভর করেই এসেছে সাফল্য৷ প্রসঙ্গত এদিনই ভারতের কায়দায় কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা করে পাকিস্তান৷ কিন্তু পাক সেনার সেই ছক বানচাল করে দেয় ভারতীয় জওয়ানরা৷ পাকিস্তানের দুই ব্যাট সেনা মারা গিয়েছে৷ সেই ঘটনার কথা উল্লেখ করে জেনারেল ভট্ট জানান, সোমবার সকাল পর্যন্ত জঙ্গি মৃত্যুর সংখ্যা ৩১১৷ এর মধ্যে অনেক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাও আছে৷ এছাড়া ৫৮ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ পাঁচজন আত্মসমর্পণ করেছে৷ চলতি বছর রমজান মাস জুড়ে শর্তসাপেক্ষে জঙ্গি নি

‘বছর শেষের ছুটি কাটাতে সিঙ্গাপুর গিয়েছেন মুখ্যমন্ত্রী’

বেঙ্গালুরু: ‘রাজ্যে জলের সমস্যা৷ প্রায় খরা পরিস্থিতি৷ তবে তাতে কী? মুখ্যমন্ত্রী নতুন বছর সেলিব্রেট করতে আর ছুটি কাটাতে উড়ে গিয়েছেন সিঙ্গাপুরে৷ রাজ্যের কথা তাঁর না ভাবলেও চলবে৷’ এই ভাষাতেই মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীকে তুলোধনা করল রাজ্য বিজেপি৷ সোমবার কর্ণাটক বিজেপি সভাপতি বিএস ইয়েদুরাপ্পা কংগ্রেস-জেডিএস জোটের সরকারের মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর নিয়ে কটাক্ষ করেন৷ তিনি বলেন, ‘রাজ্যে ১৫৬টি তালুক জল সমস্যায় ভুগছে৷ খরা পরিস্থিতি অধিকাংশ তালুকে৷ তবে সেদিকে নজর নেই মুখ্যমন্ত্রীর৷ তিনি নতুন বছরের ছুটি কাটাতে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন৷’ ইয়েদুরাপ্পা বলেন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীই নন, তাঁর মন্ত্রিসভার অনেক মন্ত্রীই এখন ছুটির মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বিদেশের বিভিন্ন প্রান্তে৷ আরও পড়ুন :  মোদীর রাজ্যে বেশ বদলালো হনুমান সোমবার এক সাংবাদিক সম্মেলনে কড়া ভাষায় জোট সরকারকে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি বলেন ‘রাজ্যের ১৭৬টি তালুকের মধ্যে ১৫৬টি তালুকই জলসমস্যায় ভুগছে৷ তবে সেদিকে কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য৷ মূলত রাজ্যের উদাসীনতার জন্যই আজ কৃষকদের এই অবস্থা৷ এই রাজ্য সরকার কার্যত দায়িত্বজ

বছরের শেষ দিনে কৃষকদের জন্য জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কলকাতা: বছরের শেষ দিনে রাজ্যে কৃষকদের জন্য জোড়া উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি নবান্নে কৃষক বন্ধু নামের নতুন প্রকল্পের ঘোষণা করলেন। এই প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সি কৃষকের মৃত্য়ুতে রাজ্যের তরফে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে বলে তিনি জানান। একই ভাবে বছরে যে কোনো একটি চাষের জন্য  দু-ক্ষেপে একর প্রতি জমির জন্য দেওয়া হবে ৫ হাজার টাকা। রাজ্যের প্রায় ৭২ লক্ষ কৃষককে এই অ্যাসিওরেন্স মডেলে এই আর্থিক সহায়তা দেওয়ার কথা এ দিন নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী কাল অর্থাৎ আগামী মঙ্গলবার থেকেই চালু হচ্ছে এই প্রকল্প। তবে পুরো প্রকল্পের প্রাথমিক কাজ সম্পূর্ণ হওয়ার পর ১ ফেব্রুয়ারি থেকে ফর্ম তোলা যাবে। কৃষি দফতর থেকে পাওয়া যাবে এই টাকা। আরও পড়ুন: টানা তৃতীয়বার জয়ের পরে শেখ হাসিনার সামনে নতুন চ্যালেঞ্জ মমতা বলেন, রাজ্যের সামনে বৃহদাকার আর্থিক সমস্যা। তা সত্ত্বেও কৃষকদের সমস্যা সমাধানে রাজ্য সরকার সব রকমের পদক্ষেপ নিতে প্রস্তুত। খবর

সারা বছরে একবারও পারলেন না মেসি, অবাক দুনিয়া

ওয়েবডেস্ক: ২০১৮ ভালোই কেটেছে লিও মেসির। আর্জেন্তিনার হয়ে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে তেমন সাফল্য না পেলেও, বার্সেলোনা জার্সিতে তাঁর সাফল্য অব্যাহত। লা লিগা জিতেছেন, স্প্যানিশ কাপ জিতেছেন। শুধু তাই নয় সব ম্যাচ মিলিয়ে ইউরোপের শীর্ষ গোলদাতা হয়েছেন (৫১)। একইসঙ্গে গোলও করিয়েছেন সর্বোচ্চ (২৬)। রয়েছে আরও অনেক কৃতিত্ব। তবে সব কিছু করলেও একটি জিনিস করতে পারেননি তিনি। আর তা হল হেডে গোল। ২০১৮-য়ে দেশ এবং ক্লাবের জার্সি মিলিয়ে।   0 – Lionel Messi has failed to score with the head in 2018 for Barcelona & Argentina in all competitions being the first year without scoring since 2007. Bold pic.twitter.com/El0UaGzIm3 — OptaJose (@OptaJose) December 30, 2018 ২০০৭-র পর যা প্রথম। তাই নিয়েই চতুর্দিকে আলোড়ন। খবর

মোদীর রাজ্যে বেশ বদলালো হনুমান

গান্ধীনগর : ২০১৮র শেষের দিকে হনুমানের জাত-ধর্ম-বর্ণ নিয়ে কম বিতর্ক হয়নি৷ কেউ কেউ রামভক্ত হনুমানকে দলিত, মুসলিম, জৈন, জাঠ ও কুস্তিগীর বানিয়েছেন৷ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বর্ণনায় নিত্য নতুন পরিচয়ে ধরা দিয়েছেন৷ তবে অতীতের সব বর্ণনাকে ছাপিয়ে গিয়েছে গুজরাতের ঘটনা৷ সেখানে তো হিন্দু পোশাক ছেড়ে নতুন বেশে ধরা দিলেন তিনি৷ গুজরাতের একটি হনুমান মন্দিরে পবনপুত্রকে দেখা গেল সান্তা রূপে৷ সরঙ্গপুর এলাকার একটি মন্দিরে হনুমানের মূর্তিকে সান্তার মতো লাল ও সাদা পোশাক এবং টুপি দিয়ে সাজানো হয়েছে৷ এই পোশাক পরিবর্তনটুকু ছাড়া বাকি সব একই আছে৷ গায়ে গয়না, গলায় ফুলের মালা৷ মূর্তির সামনে কলস, প্রসাদের থালা৷ এই মন্দিরে হনুমানকে কষ্টভঞ্জন দেব রূপে পূজা করা হয়৷ জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর কয়েকজন হিন্দু ভক্ত  মিলে হনুমানকে সান্তা রূপে সাজান৷ হনুমানের নয়া রূপ নিয়ে যথারীতি শুরু হয়েছে বিতর্ক৷ বাকি ভক্তরা হনুমানের বেশ বদল নিয়ে আপত্তি জানিয়েছেন৷ মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে জানতে চেয়েছেন কেন এই কাজ করার অনুমতি দেওয়া হল? সাফাই হিসাবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এক প্রবাসী ভক্ত ত

এক বছরের ছেলের কাছে হার তারকা ফুটবলারের

Image
লন্ডন: সন্তানের ছোটবেলার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে কোন বাবা-মাই না ভালোবাসেন৷ সন্তানের প্রথম হাঁটতে শেখা, কথা বলা, মিস্টি হাসি সবকিছুই ক্যামেরার এক ক্লিকে তোলা থাকে৷ আমার আপনার মতো খেলোয়াড়রাও সময় পেলে তাঁদের সন্তানের ছবি-ভিডিও ফ্রেমবন্দি করে রাখতে পছন্দ করেন৷ এমন এক ভিডিও’ই বছর শেষে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ছেলে এক বছরে পা রাখতে মজার এক ভিডিও শ্যুট করেছেন ইংল্যান্ডের ফুটবলার রহিম স্টার্লিং৷ সেই ভিডিওতে ফুটবলের প্রতি জুনিয়র স্টার্লিংয়ের ভালোবাসা প্রকাশ পেয়েছে৷ ছেলে থিয়াগোর সঙ্গে খেলায় মেতেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার৷ ছেলে থিয়াগোর দিকে বল গড়িয়ে দিতেই বলে লাথি মারে খুদে৷ পরের অংশ না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না৷ দুরন্ত শটে বাবাকে পরাস্ত করে গোল এক বছরের খুদের৷ গোল করে সেকী সেলিব্রেশন! হাঁটু মুড়ে মাটিতে শুয়ে চলল গোলের সেলিব্রেশন৷ টিভির পর্দায় বাবাকে গোল করতে দেখেই নকল করতে শিকেছে ছোট্ট স্টার্লিং৷ বাবার বিরুদ্ধে গোল করে এবার মজার ছলে সেই সেলিব্রেশেন স্টাইলকেই কপি পেস্ট করে নিল খুদে৷ এক রত্তির ছেলের গোল সেলিব্রেশনে কিন্তু তাক লা

২০১৯ স্পোর্টস: কপিলের বিশ্বজয়ের মাঠে বিরাট হাতছানি

স্বাগত নতুন বছর৷ ইংরাজি নববর্ষে শুভেচ্ছা৷ বর্ষবরণে মিশে থাকে আগামীর পথ চলার ভাবনা৷ এই লক্ষ্যে Kolkata 24×7 নতুন করে ভাবছে৷ এতে মিশে আছে ভবিষ্যৎ দেখার ইচ্ছে৷ আমরা এগিয়ে চলেছি, তাই পিছন ফিরে দেখা নয়, আগামীকেই স্বাগত জানাচ্ছি৷ ২০১৯ সালের সম্ভাব্য কিছু ঘটনা তুলে ধরছি৷ বাংলা সংবাদমাধ্যমে এ এক ব্যতিক্রমী প্রচেষ্টা৷ দেশ থেকে বিদেশ, খেলা থেকে মেলা সমস্ত বিষয়ের সব খবর এক ক্লিকে৷ এই প্রতিবেদনে খেলার দশদিক… বিলেতে ক্রিকেট বিশ্বকাপ: বিশ সাল বাদ! ২০১৯-এ ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসছে বিশ্বকাপের আসর৷ ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হবে দ্য ওভালে ৩০ মে৷ ফাইনাল ১৪ জুলাই ক্রিকেট মক্কা লর্ডসে৷ ১০ দলের বিশ্বসেরার লড়াইয়ে হবে মোট ৪৮টি ম্যাচ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা৷ ইংল্যান্ডের মাটিতে শেষবার ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল ১৯৯৯-এ৷ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া৷ বিশ্বকাপে বিরাটের ভারত: কোনও অঘটন না-ঘটলে বিশ্বকাপে প্রথমবার ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে বিরাট কোহলিকে৷ ২০১৭ জানুয়ারিতে সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন ধোনি হা

আইসিসি’র বর্ষসেরা মন্ধনা

Image
দুবাই: ২০১৮ ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার। আইসিসি’র বর্ষসেরা মহিলা ক্রিকেটার মনোনীত হলেন স্মৃতি মন্ধনা। পাশাপাশি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হিসেবেও এই ভারতীয় ওপেনারকে বেছে নিল আইসিসি। একইসঙ্গে বছরের টি-টোয়েন্টি একাদশের দলনায়িকা নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কৌর। ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল অভিযানে মন্ধনার অবদান ছিল উল্লেখযোগ্য। ১২৫.৩৫ স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে এসেছিল ১৭৮ রান। ২০১৮ ক্যালেন্ডার বর্ষে ১২টি ওয়ান ডে ম্যাচে মন্ধনার সংগৃহীত রান ৬৬৯। পাশাপাশি ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬২২ রান। বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেয়ে উচ্ছ্বসিত মন্ধনা জানান, ‘এই সম্মান আমার কাছে ভীষণই স্পেশাল। সারা বছর ধরে দলের জয়ে ভূমিকা নেওয়ার পর যখন এমন একটা পুরষ্কার পাওয়া যায়, তখন আগামীতে ভালো খেলার ইচ্ছে বেড়ে যায়।’ উল্লেখ্য, বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার আলিসা হিলি। অন্যদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়িকা হিসেবে মনোনীত হলেন হরমনপ্রীত কর। ক্যালিপসোর দেশে টি-টোয়েন্

‘এইবার ৩০০ পার” জঙ্গি দমনে দশ বছরের রেকর্ড ভাঙল ভারতীয় সেনা, বিগত ২১ দিনেই খতম করেছে …

জানেন, বর্ষবরণের রাতটা কীভাবে কাটাবেন বিরুষ্কা?

দশম শ্রেণির গণ্ডি না টপকেই পাইলট! প্রকাশ্যে পাক বিমান পরিষেবার দুরবস্থা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাক কাণ্ড! দশম শ্রেণির গণ্ডি না টপকেই এতদিন বিমান চালাচ্ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পাঁচ চালক৷ পাক সুপ্রিম কোর্টে পেশ করা পিআইএ-এর এই তথ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে৷ দেশের বিমান পরিষেবার এই দুর্দশা দেখে অবাক শীর্ষ আদালতের বিচারপতিরাও৷ তাঁরা জানালেন, দশম শ্রেণির গণ্ডি না পেড়িয়ে কেউ বাস পর্যন্ত চালাতে পারে না। আর এত মানুষের জীবন বিপন্ন করে এরা বিমান চালাচ্ছে৷ [ ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার ] সেদেশের অসামরিক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা পিআইএ-র বিমানচালক ও কর্মীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে পাক সুপ্রিম কোর্টে৷ সম্প্রতি সেই মামলারই শুনানি হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শাকিব নিসারের নেতৃত্বাধীন বেঞ্চে। সেখানে একাধিক অভিযোগ করে পিআইএ৷ কর্তৃপক্ষ জানায়, পাক এডুকেশনাল বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলি বিমানচালকদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের বিষয়ে তাদের সঙ্গে যথাযথ সহযোগিতা করছে না। কোনওক্রমে সাতজন বিমানচালকের শিক্ষাগত যোগ্যতার নথি জোগাড় করতে পের

ঘন কুয়াশার জেরে খাদে পড়ল গাড়ি, আহত ড্রাইভার

অরূপ বসাক, মালবাজার: সেবকে খাদে পড়ে গেল একটি মাহিন্দ্রা গাড়ি। আহত গাড়ির চালক। আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার রাত ১১টা নাগাদ সেবকের গনেশঝোরার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ ফুট খাদে পড়ে যায় গাড়িটি। [ঈশ্বরের বেশে রক্তদান, সম্প্রীতির অভিনব ভাবনা কুলটিতে] জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি থেকে ওদলাবাড়ির দিকে যাচ্ছিল এই গাড়িটি। ঘন কুয়াশায় পথ বুঝতে পারেনি ড্রাইভার। গনেশঝোরার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। আহত চালক মালবাজার হাসপাতালে ভর্তি। গাড়ির মালিক বিক্রম ছেত্রী (২৭) নিখোঁজ। স্থানীয় লোকজন তাঁর খোঁজ চালাচ্ছেন। জানা গিয়েছে, আহত বিক্রম ছেত্রীর বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায়। ১১ বছর পর দার্জিলিংয়ে বরফ পড়েছে। তা সত্ত্বেও পর্যটকদের ভিড় বাড়তে থাকে উত্তরবঙ্গে। সিকিমে প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। প্রবল শীতে এলাকায় ঘন কুয়াশা। তাই পাহাড়ে পথেঘাটে গাড়ি চালানো এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। রবিবার রাতে কোনও একটি কাজে ওদলাবাড়ির দিকে যাচ্ছিল গাড়িটি। সেবকের কাছে এসে দুর্ঘটনাটি ঘটে। ৮০ ফুট নিচে পড়ে যায় ওই গ

কেমন যাবে নতুন বছর? কী বলছে ভাগ্য?

Image
২০১৮ শেষের মুখে। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি সবাই। কেমন কাটবে এই নতুন বছর? চকুরীজীবী না ব্যবসায়ী, কাদের জন্য বছরটি শুভ? কোন পথে চলবে কেরিয়ার? প্রেমজীবনই বা কেমন কাটবে? আর দাম্পত্য জীবন? নতুন বছর শুরু হওয়ার আগে জেনে নিন কী বলছে আপনার রাশিফল। খোঁজখবরে সংবাদ প্রতিদিন ডিজিটাল।   এরিস (২১ মার্চ – ১৯ এপ্রিল): ২০১৯ সালটা আপনার মিশ্রভাবে কাটবে। চড়াই উতরাই সেভাবে থাকবে না। বছরের গোড়ার দিকে সমস্যা থাকতে পারে। পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। তাই আশেপাশে যা ঘটছে,তা নিয়ে সতর্ক থাকুন। আর্থিক দিকে নজর দিন। কাছের মানুষের সঙ্গে যোগাযোগ ঘটতে পারে। ভ্রমণের যোগ রয়েছে।     টরাস (২০ এপ্রিল – ২০ মে): এই বছরটি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য খুব ভাল। চাকরি ও ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্যও বছরটি ভাল। বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। পারিবারিক ও প্রেম জীবন সুখের। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পত্তির লেনদেনের জন্যও বছরটি ভাল।   জেমিনি (২১ মে – ২০ জুন): এই রাশির জাতকরা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। আপনার জীবনে অনেক ইতিবাচক ও নেতিবাচক পরিবর্তন অপেক্ষা করছে। এই বছর আপনাকে অ

ভরদুুপুরে বাড়ির সামনে যুবককে কুপিয়ে খুন, উত্তেজনা ট্যাংরায়

অর্ণব আইচ : ভরদুপুরে বাড়ির কাছেই যুবককে কুপিয়ে খুন। বর্ষবরণের দিনে উত্তেজনা ছড়াল ট্যাংরায়। ট্যাংরার পাগলাডাঙা এলাকা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এলাকা এখনও যথেষ্ট থমথমে, মোতায়েন প্রচুর পুলিশ। মৃতের নাম তারক মণ্ডল। বাড়ি, ট্যাংরার পাগলাডাঙা এলাকায়। খাটালের কাজ করার সুবাদে এলাকায় ‘খাটাল তারক’ নামে পরিচিত ছিলেন ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে বাইকে চেপে তারকের বাড়ির সামনে আসে কয়েকজন দুষ্কৃতীরা। ওই যুবককে বাড়ি থেকে বের করে আনে তারা। বাড়ির সামনে রাস্তার ফেলে তারককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে শুরু করে দুষ্কৃতীরা। দিনেদুপুরে এমন ঘটনায় হতবাক হয়ে যান আশেপাশের লোকজন ও পথচলতি মানুষ। শেষপর্যন্ত যখন তাঁদের হুঁশ ফেরে, ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়েছে। রক্তাক্ত অবস্থায় তারক মণ্ডলকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। তারককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে খবর পেয়ে ট্যাংরার পাগলাডাঙা পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। [ মেডিক্যালের

বছরের শুরুতে নিজেকে বদলে ফেলুন…

Image
নতুন বছরে নিজেকে পালটে ফেলুন৷ অভ্যাস করুন নতুন কিছুর৷ বদলে ফেলুন নিজেকে৷ বছরের শুরুতেই যদি নিজের কিছু অভ্যাস গুলি বদলে নিতে পারেন৷ তাহলে দেখবেন বছরটা শুরু থেকে শেষ ভালো যাবে৷ প্রতিদিন মেডিটেশনের অভ্যাস করুন৷ এতে সারাটা দিন অনেক সতেজ থাকতে পারবেন৷ রাতে ঘুমানোর আগে গোটা দিনের সফলতা ও ব্যর্থতাকে গ্রহণ করে নিন৷ পরেরদিনের জন্যে প্রস্তুত হয়ে যান৷ যেকোনো পরিস্থিতিতে মানুষের প্রতি প্রতিক্রিয়া দেখানোর আগে ৫ সেকেন্ডের জন্যে ভেবে নিন৷ উদ্দেশ্য এবং জীবনের পছন্দের বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিন৷ জীবনের নানা বিষয়ের প্রতি নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন৷ প্রতিদিন কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটিয়ে আসুন৷ নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করুন৷ এবং যে কোনও পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে প্রস্তুত থাকুন৷ নিজের শিক্ষা ও জ্ঞানকে অন্যের মাঝে ছড়িয়ে দিন৷ শর্তহীনভাবে নিজেকে ভালোবাসুন৷ আপনি যেমনই হন না কেন, মনে আক্ষেপ রাখবেন না৷ নিজের পছন্দ ও ভালোবাসার বিষয়গুলো কি কি তা লিখে রাখুন৷ অতীতের বিষয়ে নিজেকে এবং অন্যদের ক্ষমা করতে শিখুন৷ কোনও কথা বিশ্বাস করার আগে প্রশ্ন করে যাচাই করে নিন৷ প্রতিদিন ভালোবাসা ও দয়াশীলতা প্

কংগ্রেস শাসিত রাজ্যে কালেক্টরের পায়ে ধরে কৃষকের কাঁদার ভিডিও ভাইরাল

মধ্যপ্রদেশের শিবপুরি এলাকার এক কৃষক কালেক্টরের অফিসে গিয়ে সাহায্যের জন্য কাতর আবেদন করতে থাকল। ওই কৃষক নিজের কথা জেলার উচ্চ পদস্থ অফিসারের কাছে পৌঁছানর চেষ্টায় ছিলেন। আনুমানিক দুঘন্টা অপেক্ষা করার পর কালেক্টর ম্যাডাম বাড়ি যাওয়ার জন্য অফিস থেকে বেরালেই, কৃষক ওনার পায়ে পরে কাকুতি মিনতি করতে থাকেন। शिवपुरी- कलेक्टर के पैरों गिरकर रोता रहा किसान.. कलेक्टर गाड़ी में बैठकर चलती वनीं @CMMadhyaPradesh @OfficeOfKNath @INCMP @BJP4MP @ChouhanShivraj pic.twitter.com/LaUlw61Ef4 — shivkant (@shiv_shivkant) December 29, 2018 সাহাজ্য চাওয়ার পর কালেক্টর ওই কৃষককে বলেন, ‘তুমি আপাতত এখানে বসে থাকো। আমি এক অফিসার পাঠিয়ে ঘটনার তদন্ত করছি” কৃষক জানান, সে প্রায় ৬ মাস আগে একটি ট্র্যান্সফারমার এর জন্য এলাকার সুপারভাইসরকে টাকা দিয়েছিল। কিন্তু এখনো তাঁর কাজ করে দেয়নি সে। উনি আরও জানান, সে সাহায্যের জন্য অনেক জেলা আধিকারিক এর কাছেই গেছিলেন, কিন্তু কেউ ওনার সাহাজ্য করেনি। এই ঘটনা গত ২৮ ডিসেম্বরের। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আধিকারিকদের টনক নড়ে। from News Express http://bit.ly/2GOrXJX via BJP

জঙ্গলে উদ্ধার মা-মেয়ের দেহ, আত্মহত্যা অনুমান পুলিশের

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: জঙ্গল থেকে উদ্ধার হল মা-মেয়ের মৃতদেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের ধরাঘোরী অঞ্চল্যের খাস জঙ্গলে৷ সাঁকরাইল থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ পারিবারিক বিবাদে আত্মহত্যা নাকি দু’জনের মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ৷ [মানিকচকে গৃহবধূর রহস্যমৃত্যু, পলাতক স্বামী ] মৃতেরা হল প্রমীলা মাহাতো এবং চঞ্চলা মাহাতো৷ ঝাড়গ্রামে ধরাঘোরী অঞ্চলে দীর্ঘদিনের বাস মা ও মেয়ের৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, মা ও মেয়ের সঙ্গে পরিবারের অন্যান্যদের প্রায়ই বিবাদ লেগেই থাকত৷ রবিবার রাতেও অশান্তি হয় তাঁদের৷ ঝগড়াঝাটির পর প্রায় ৩০ বছর বয়সি মেয়ে চঞ্চলাকে নিয়ে বাড়ি ছেড়ে বেড়িয়ে যান মা প্রমীলা৷ রাতে পরিবারের অন্যান্যরা তাঁদের খোঁজাখুঁজি করেন৷ তবে পাওয়া যায়নি দু’জনকে৷ এদিকে, ভোরের দিকে বৃদ্ধার বাড়ির কাছে খাস জঙ্গলের দিকে কাঠ কুড়োতে যাচ্ছিলেন স্থানীয়রা৷ আচমকাই তাঁরা দেখেন জঙ্গলে পড়ে রয়েছে মা ও মেয়ের দেহ৷ চিৎকার চেঁচামেচি শুরু করেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ দু’জনের

সরকারি কাগজ থেকে দীনদয়ালের লোগো সরানোর নির্দেশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কাগজ থেকে দীনদয়াল উপাধ্যায়ের প্রিন্টেড লোগো ও নাম সরানোর সিদ্ধান্ত নিল ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের সরকার। ভারতীয় জনসংঘের-সহ প্রতিষ্ঠাতা ছিলেন দীনদয়াল উপাধ্যায়। সব সরকারি নথিতে দীনদয়াল উপাধ্যায়ের লোগো সরানোর তড়িঘড়ি নির্দেশ দিলেন তিনি। ২০১৬-এ দীনদয়াল উপাধ্যায়ের শতবার্ষিকী উপলক্ষে সরকারি নথিপত্রে এই লোগো প্রিন্ট করে বিজেপি সরকার। সেটি এবার সরিয়ে ফেলার নির্দেশ দিল কংগ্রেস সরকার। [ফের অভিযান এনআইএ-র, জালে ৫ সন্দেহভাজন আইএস জঙ্গি] ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং সরকারি নথি থেকে তাঁর লোগো সরিয়ে নেওয়ার প্রসঙ্গে বলেন, “রাজ্য সরকার তাঁকে উপেক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এগনোর কথা ভাবতেন। তিনি আমাদের অনুপ্রেরণা। সরকারের লোগো সরিয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক।” এই ঘটনা নিয়ে নিজেও মন্তব্য করেছেন কংগ্রেসের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, “শতবর্ষ তো হয়ে গিয়েছে। এখন লোগো রেখে আর কোনও লাভ নেই।” [সীমান্তে যুদ্ধের প্রস্তুতি পাক সেনার, ভারতীয় জওয়ানের গুলিতে নিকেশ ২] দীনদয়াল উপাধ্যায়ের লোগো সরক

ঐতিহাসিক জয়ের পর মোদির শুভেচ্ছা বার্তায় আপ্লুত হাসিনা

সুকুমার সরকার, ঢাকা: রবিবার বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামি লিগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার সকালেই অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর আগে সোমবার সকালে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানান। তবে এবারের নির্বাচনে তাৎপর্য দিকটি সংখ্যালঘু হিন্দুদের উপর কোনও হিংসার খবর এখনও পর্যন্ত মেলেনি। সপ্তাহ খানেক আগে ফরিদপুর ও ঠাকুরগাঁওয়ে হিন্দুদের ঘর-বাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। যেন আওয়ামি লিগের শতভাগ ভোটব্যাংক হিসেবে নিশ্চিত সংখ্যালঘু হিন্দুরা ভোটকেন্দ্রে যেতে ভয় পায়। কিন্তু শেখ হাসিনার প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করায় নির্বাচনের প্রাকমুহূর্ত বা অব্যবহিত পরে কোনও হিংসার খবর পাওয়া যায়নি। এতে সংখ্যালঘু হিন্দুরা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তেমনই প্রশাসন তথা হাসিনা নিজের ভাবমূর্তি বজায় রেখেছেন। এরশাদের সামরিক ও স্বৈরশাসন অবসানের পর গণতান্ত

১ জানুয়ারি থেকে এই সব ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

Image
নতুন বছরের প্রথম দিন থেকে বেশ কিছু ফোনে কাজ করবে না জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ৷  পরের ফেব্রুয়ারি মাস যুক্ত হবে আরও কিছু ফোন৷ হোয়াটস অ্যাপ জানিয়েছে, ২০১৮ সালের  ৩১ ডিসেম্বর নোকিয়া এস৪০ মোবাইলে পরিষেবা দেওয়া হবে৷ কিন্তু ১ জানুয়ারি থেকে এই ফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়া যাবে না৷ এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম(ওএস) ২.৩.৭ ও তার পুরানো ওএস এবং আইওএস ৭ ফোনগুলিতে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ৷ আইফোন ৪, ৪এস, ৫ ও ৫সি ফোনগুলি চলে আইওএস ভার্সন ৭ এ৷ প্রযুক্তিগত কারণে পাঁচ বছরের বেশি পুরানো এই মডেলের ফোনগুলি এই অপারেটিং সিস্টেমে আর কাজ করতে পারে না৷ হোয়াটসঅ্যাপ আগেই জানিয়েছিল, এই মডেলের ফোনগুলিতে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তাতে হোয়াটস অ্যাপের নতুন ফিচারগুলি সাপোর্ট করে না৷ তাই কারোর ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ভার্সন ৭ বা তার পুরানো হয় তাহলে গ্রাহকরা নতুন অ্যান্ড্রয়েড রানিং ওএস ৪.০+ অথবা আইফোন রানিং আইওএস ৭+ অথবা উইনডোস ফোন ৮.১+ ব্যবহার করুন৷ যেসব প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ আর সাপোর্ট করে না: অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৩ উইনডোস ফোন

পরিবেশ আদালতের নির্দেশকে অমান্য করে পৌষ মেলা

Image
স্টাফ রিপোর্টার, সিউড়ি: পরিবেশ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পৌষ মেলার মাঠে চলছে ভাঙা মেলা৷ পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল পৌষ মেলা ছয় দিন হবে৷ এবং সাত দিনের দিন মেলা প্রাঙ্গণ খালি করে দিতে হবে৷ অর্থাৎ মেলার মাঠে স্টল উঠিয়ে দেবে পুলিশ প্রশাসন৷ কিন্তু রবিবার ও সোমবার সকালে দেখা গেল মেলা প্রাঙ্গণ মাঠেই এখনও বেশ কিছু স্টল রয়েছে৷ উপাচার্য শান্তিনিকেতন ছেড়ে যেতেই এবং নজরদারি উঠতেই মেলার মাঠ দখল নিয়েছে কিছু দালাল এবং অসাধু ব্যবসায়ীরা৷ মেলায় ঢোকার সব লক গেট খুলে দেয়া হয়েছে৷ বিনা বাধায় হাজার হাজার মানুষ ঢুকছে মেলা মাঠে৷ দিব্যি চলছে ভাঙা মেলাতে বেচাকেনা৷ মেলার স্টলগুলিকে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলেও কেউ কেউ ব্যাটারি দ্বারা আলো জ্বালিয়ে চালাচ্ছে ব্যবসা৷ মেলা মাঠের চারদিকে পড়ে রয়েছে আবর্জনার স্তুপ৷ যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে৷ ছড়াচ্ছে দূষণ৷ বিশ্ব ভারতী সূত্রে জানা গিয়েছে, পরিবেশ আদালতের নির্দেশ ছিল ছয় দিনে মেলা শেষ করতে হবে৷ সাত দিনের দিন মেলা প্রাঙ্গণ ফাঁকা করে দিতে হবে৷ কিন্তু আট দিনের দিনেও দেখা গেল মেলায় বিকিকিনি চলছে৷ মেলাতে এখনও বেশ কিছু খাবারের স্টল, কিছু সাল পট

তিল তালাক ইস্যুতে বিরোধীদের হট্টগোলে ফের মুলতবি রাজ্যসভা

নয়াদিল্লি: রাজ্যসভায় তিন তালাক বিল আটকাতে তৎপর বিরোধীরা৷ সোমবারসকালে অধিবেশন শুরু হতেই বিরোধীদের হইহট্টগোলে অধিবেশন মুলতবি হয়ে যায়। পরে দুপুর দু’টোয় ফের শুরু হয় অধিবেশণ৷ কিন্তু প্রস্তাবিত তিন তালাক সংশোধনী বিল আলোচনার দাবিতে একযোগে বিরোধীতা শুরু করে বিরোধীরা৷ ফলে ১৫ মিনিয়ের জন্য মুলতবি হয়ে যায় অধিবেশন৷ এর আগে বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের ঘরে বৈঠক । রাজ্যসভায় তিন তালাক বিল নিয়ে কোন পথে কেন্দ্রকে আক্রমণ করা হবে তারই খসড়া তৈরি হয় সেই বৈঠকে৷সূক্রের খবর, প্রথমে বিলটিকে আরও আলোচনার জন্য যৌথ সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব রাখা হবে। যদি কেন্দ্র সায় না দেয়, তাহলে আলোচনায় অংশগ্রহণ করবেন বিরোধীরা। রাজ্যসভায় ভোটাভুটিতে কেন্দ্রীয় শাসক শিবিরের পরাজয় নিশ্চিত বলে মনে করছেন বিরোধীরা। The post তিল তালাক ইস্যুতে বিরোধীদের হট্টগোলে ফের মুলতবি রাজ্যসভা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Kolkata News

মাঠ জুড়ে লোহার পাইপ! খেলার জায়গা এখন ডাম্পিং গ্রাউন্ড

Image
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: শহরের ঘন জনবসতির মাঝে এক টুকরো সবুজ মাঠ। সেখানেই গাদাগাদি করে রাখা রয়েছে অসংখ্য বড় বড় লোহার পাইপ। এই ছবি দেখে যদি মনে হয় কোন ঠিকাদারি সংস্থার ডাম্পিং গ্রাউণ্ড, তবে ভুল হবে৷ এটা কোনও ঠিকাদারি সংস্থার জমি নয়৷ বাঁকুড়া পুরসভার তত্ত্বাবধানে থাকা ছোট ছোট ছেলেমেয়ের খেলার মাঠ। বাঁকুড়া শহরের ফুসফুস হিসেবে পরিচিত ৯ নম্বর ওয়ার্ডের পাঠক পাড়া এলাকায় এই একটিই খেলার মাঠ রয়েছে৷ যেখানে ছোটদের পায়ে পায়ে গোল করা, বা ব্যাট হাতে চার ছয় মারার কথা৷ সেখানেই গত দু’বছর ধরে জবরদখল করে আছে একটি বেসরকারি ঠিকাদারি সংস্থা। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাজ্য সরকার যেখানে প্রতি বছর ধারাবাহিক ক্লাব গুলির ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য অর্থ সাহায্য করছেন৷ তখন বাঁকুড়া শহরের বুকে একটি খেলার মাঠ সংশ্লিষ্ট বেসরকারি ঠিকাদার সংস্থার তরফে জবর দখল করে রাখার ঘটনা অবাক করে বইকি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে। আর সেই কাজে ব্যবহৃত পাইপ বরাত পাওয়া ঠিকাদার সংস্থাটি মাঠে এনে জমা করে রেখেছেন। ফলে যে মাঠে খেলাধুলা করার কথা ছোটো ছোটো শিশুদের৷ তা আজ গত দু’