নরমুণ্ড সহ নগ্ন কৃষক মিছিল ঘিরে দিল্লি উত্তপ্ত

নয়াদিল্লি:  পরিস্থিতি বেগতিক হল৷ পূর্ব ঘোষণা মতো সারা ভারত কৃষক সভা সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে বৃহত্তম মিছিল সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেছে৷ লক্ষাধিক কৃষকের দাবি সরকারি কৃষি নীতির পরিবর্তন চাই৷ ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, কৃষক আত্মহত্যার মতো একাধিক কেন্দ্রীয় সরকার বিরোধী ইস্যু রয়েছে তাঁদের সামনে। যা কেন্দ্রের সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট৷

এদিকে নিরাপত্তার খাতিরে সংসদ ভবন ঘেরাও রুখতে তৎপর প্রশাসন৷ নিরাপত্তারক্ষীতে ছয়লাপ এলাকা৷ জানা গিয়েছে, বিক্ষোভকারী কৃষকরা রাস্তার উপরকেই ক্ষোভে ফেটে পড়েছেন৷ মুখে তাঁদের মোদী ও বিজেপি বিরোধী স্লোগান চলছে৷ বিক্ষোভকারী কৃষকরা আগেই জানিয়েছিলেন তাঁদের মিছিল আটকে দেওয়া হলে নগ্ন হয়ে রাস্তায় শুয়ে পড়বেন৷ কার্যত সেটাই করলেন তাঁরা৷ এই প্রতিবাদের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে৷ এতে শুরু হয়েছে সরকার বিরোধী সমালোচনার ঝড়৷ দক্ষিণভারতের কৃষকরা নরমুণ্ড নিয়ে মিছিল করে অভিনব প্রতিবাদ করছেন৷

সংসদ ভবনের আগেই আটকে দেওয়া হয়েছে মিছিল৷ এবার যন্তর মন্তরের বিরাট কৃষক সমাবেশে যোগ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ থাকছেন বাম নেতৃত্ব৷ এতবড় কিষাণ মিছিল শেষ কবে দেশ প্রত্যক্ষ করেছে, তা বলা মুশকিল৷ অল ইণ্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি বা এআইকেএসসিসির নেতৃত্বে ২০৭টি কৃষক সংগঠন মিছিল করছে৷ যা নিয়ে নয়াদিল্লি সরগরম এখন৷ প্রায় ১ লক্ষ কৃষক হাঁটছেন এই মিছিলে৷ শুক্রবার সংসদ অভিযানের ডাক দিয়েছেন তাঁরা৷৷

অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু, গুজরাত, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ থেকে দিল্লি পৌঁছেছেন এই সব কৃষকরা৷ মুখে শ্লোগান ‘অযোধ্যা নেহি, করজি মাফ চাহিয়ে’ (অযোধ্যা চাই না, ঋণ মকুব করুন)৷

কয়েক মাস আগে মহারাষ্ট্রে কৃষকদের ‘লং মার্চ’ গোটা দেশে সাড়া ফেলেছিল৷ এবার ফের পথে কৃষকরা৷ দাবি বেশ কয়েকটা৷ শেষ মেশ এই কর্মসূচির প্রচারে কোনওরকম খামতি রাখতে চাইছে না সিপিএম৷ বিশেষত রাজধানীতে জনসমাগম করে শাসক দল বিজেপিকে হুঁশিয়ারি দিতে চাইছে সিপিএম।

The post নরমুণ্ড সহ নগ্ন কৃষক মিছিল ঘিরে দিল্লি উত্তপ্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag