‘মমতা যতদিন মুখ্যমন্ত্রী আছেন তসলিমার কলকাতা ফেরা স্বপ্নই থেকে যাবে’

স্টাফ রিপোর্টার, কলকাতা: ‘‘তসলিমা নাসরিন একজন চরিত্রহীনা মহিলা৷ উনি কোনও সাহিত্যিক নন৷ ইসলামের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা লিখতেন বলে ওনাকে পুরস্কার দিয়ে সাহিত্যিক বানানো হয়েছে৷ ধর্মপ্রাণ মুসলিমরা নবীর নামে অসত্য বরদাস্ত করে না৷ তসলিমাকে কলকাতায় ফেরানো চেষ্টা হলে বিরোধ করবেন পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ৷’’ এমনটাই দাবি বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ ইদ্রিশ আলির৷

সম্প্রতি কলকাতা২৪x৭ এর তরফে ইদ্রিশ আলির কাছে প্রশ্ন করা হয়েছিল- তসলিমার কলকাতা ছাড়া হওয়ার পেছনে আপনার অবদান সবচেয়ে বড় বলে বিরোধীদের দাবি৷ যার উত্তরে বসিরহাটের তৃণমূল সাংসদ বলেন, ‘‘অশান্তি, সাম্প্রদায়িক দাঙ্গা এসব সংবাদ মাধ্যমের দেওয়া নাম৷ ওখানে সেদিন সাধারণ মুসলিমরা আন্দোলনে নেমেছিল৷ যে কোনও আন্দোলন হলেই গাড়ি আটকানো হয়৷ এমনটাতো নয় যে ওখানে হিন্দুদের গাড়িগুলোকে বেছে বেছে আটক করা হয়েছিল আর মুসলিমদের যেতে দেওয়া হয়েছিল৷ আসলে ওটা হিন্দু-মুসলিমের বিষয় ছিলই না৷ ওখানে কোনও মানুষ মারা যাননি৷ কিন্তু একটা বিশেষ টিভি চ্যানেল বারবার ওই ঘটনার ছবি দেখিয়ে প্রমাণ করতে চেয়েছিল, ‘দেখো একটি জাতি কত হিংস্র৷’ নন্দীগ্রাম-সিঙ্গুর ইস্যু থেকে মানুষের নজর ঘোরানোর জন্য সিপিএম পার্ক সার্কাসের ঘটনাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে লাগল৷’’

ইদ্রিশ আলি আরও বলেন, ‘‘উনি(তসলিমা) হজরত মহম্মদের জীবন সম্পর্কে কিছু জানেন? অথচ দ্বিখণ্ডিত বইতে আমাদের শ্রদ্ধেয় নবীকে নিয়ে যা নয় তাই লিখেছেন৷ ব্যাটা পয়গম্বর বলে ওনাকে সম্বোধন করেছেন৷ দ্বিখণ্ডিত বইটির ৪৯-৫০ নম্বর পৃষ্ঠায় উনি যা সব লিখেছেন তা শুধু মুসলিমদেরই নয় যে কোন ধর্মপ্রাণ মানুষের রাগের কারণ হবে৷ এই বই লেখার পর মুসলিম সমাজ থেকে প্রতিবাদ করা হয়৷ এমনকি অনেক সেকুলার হিন্দুও সামিল হয়েছিলেন ওই প্রতিবাদে৷ ওঁকে বারবার বলা হয়েছিল এই সব অপমানজনক লেখা বন্ধ করার জন্য৷ যেটা উনি শোনেননি৷ যার ফলে ওই আন্দোলন হয়েছিল৷’’

তসলিমা যদি এখন কলকাতায় ফিরতে চান কিংবা কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে তাঁকে ফেরানোর ব্যবস্থা করা হয় তাহলে কী আপনারা বিরোধিতা করবেন? উত্তরে তৃণমূল সাংসদ সোজাসুজি বলেন, ‘‘যারা ভাবছে তসলিমাকে কলকাতায় ফেরাবে, তাদের এই স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সংহতির প্রতীক৷ উনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক৷ উনি সলমন রুশদিকেও আসতে দেননি, তসলিমাকেও আসতে দেবেন না৷ রুশদি-তসলিমা এদের কাজই হল হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা৷ ওঁরা অনেকবার চেষ্টা করেছিলেন কলকাতায় আসার৷ বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন ওঁদেরও স্বপ্ন পূরণ হবে না৷’’

The post ‘মমতা যতদিন মুখ্যমন্ত্রী আছেন তসলিমার কলকাতা ফেরা স্বপ্নই থেকে যাবে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag