Posts

Showing posts from January, 2019

10 links of bangla news

http://100manie.com/exploring-the-new-york/ indiarag 9072 5944 4499605 200k https://indiarag.blogspot.com/ 24-01-2019 20:16 http://2backpackersonajourney.com/guatemala/ aajkaal 8170 8862 4499605 200k https://bangla-news.org/aajkal/ 25-01-2019 04:50 http://2throughafrica.com/portfolio/egypt/ 24 ghanta 11314 5615 4499605 200k https://bangla-news.org/24-ghanta-bengali-news-live/ 25-01-2019 03:39 http://5cvet.ru/index.php/latest-blog-post/item/18-shave Irving 82 8 4499605 200k http://bangla-news.org/ebela-news/ 19-01-2019 20:52 http://a-m-co.fr/galerie-photos/photo-ascoor3/ bangla news 22139 23199 4499605 200k https://bangla-news.org 22-01-2019 12:06 http://aaajudaica.com/hello-world/ eisamay 5316 7390 4499605 200k https://bangla-news.org/ei-samay/ 25-01-2019 05:35 / http://abnl.net/sample-page eisamay bengali news 10743 14489 4499605 200k https://bangla-news.org/ei-samay-bengali-news/ 25-01-2019 05:43 http://acutequalitystaffing.com/introducing-da

জিন্দ কেন্দ্রে জিতে মুখরক্ষা বিজেপির

Image
চন্ডীগড়: আপাতত ম্যাচের ফল ১-১৷ রামগড় বিধানসভা কেন্দ্রটি যদি কংগ্রেস ছিনিয়ে নেয় তাহলে জিন্দে জিতে মুখরক্ষা করেছে বিজেপি৷ নিট ফল- লোকসভা ভোটের আগে এই দুই কেন্দ্রের উপনির্বাচন অক্সিজেন জুগিয়েছে দুই যুযুধান শিবিরকেই৷ গণনার শুরু থেকেই হরিয়ানার জিন্দ কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি৷ কয়েক রাউন্ডের পর থেকেই বিরোধী প্রার্থীদের সঙ্গে ব্যবধান বাড়তে থাকে বিজেপি প্রার্থী কৃষ্ণা এল মিদ্দার৷ বিকাল হতেই তাঁকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন৷ বিজেপি প্রার্থী ১২ হাজার ৯৩৫ ভোটে জয়ী হন৷ তিনি মোট ৫০ হাজার ৫৬৬টি ভোট পান৷ নিকটতম প্রার্থী জেজেপি’র দিগ্বিজয় সিং চৌতালা পান ৩৭ হাজার ৬৩১টি ভোট৷ অপরদিকে কংগ্রেসের রণদীপ সিং সুরযেওয়ালা পান ২২ হাজার ৭৪০টি ভোট৷ এই জয়ের পর কৃষ্ণা এল মিদ্দা দল ও রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে ধন্যবাদ জানান৷ এই জয়কে দলের কর্মীদের উৎসর্গ করেন৷ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা জনমোহিনী ও সমাজকল্যাণমূলক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবেন তিনি৷ এদিকে বিজেপি প্রার্থীকে জয়ের শুভেচ্ছা জানান কংগ্রেসের হেভিওয়েট নেতা রণদীপ সিং সুরযেওয়ালা৷ জানান, মনোহর লা

নাইট শিফট করেন? শরীর ঠিক রাখতে মেনে চলুন এই ৫টা নিয়ম

Image
বেসরকারি যে কোনও অফিসে নাইট শিফট প্রায় বাধ্যতামূলক৷ সে ছেলে হোক বা মেয়ে, নাইট শিফটে কাজ করতে হয় আজকাল প্রায় সবাইকেই৷ আর স্বাভাবিকভাবেই রাতের ঘুম কাটিয়ে কাজ করে দিনের ঘুম সেই শূণ্যতা পূরণ করতে পারে না৷ ফলে তৈরি হয় নানা শারীরিক সমস্যা৷ তবে একটু সচেতন থাকলেই সেই সমস্যা বা অসুবিধা গুলো কাটিয়ে উঠতে পারবেন৷ নাইট শিফট হয়তো এড়াতে পারবেন না, কিন্তু এর জন্য শরীরের অসুস্থতাকে এড়ানো যায় খুব সহজেই৷ মাত্র পাঁচটা নিয়ম মানলেই আপনার শরীর সামলে নেবে দিনের পর দিন নাইট শিফটের ধাক্কা৷ ১. শিফট শুরু হওয়ার আগে ভাল মত ঘুমোন নাইট শিফটের জন্য রাতে জাগতে হয়৷ আর দিনে ঘুমোতে হয়৷ এর ফলে বায়োলজিক্যাল ক্লকের বারোটা বাজে৷ অপর্যাপ্ত হয় ঘুম৷ সেই ঘুমের ঘাটতি মিটিয়ে নিন শিফট শুরু হওয়ার অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে৷ যদি আপনার শিফট শুরু হয় সন্ধ্যে ৬টায়, তাহলে অফিস যাওয়ার আগে ৭-৮ ঘন্টা ঘুম বাঞ্ছনীয়৷ ঘুম থেকে উঠে একটু হেঁটে আসুন৷ তারপর তৈরি হন অফিসের জন্য৷ ২. নাইট শিফট থেকে ফিরেই ঘুম নয় মনে রাখতে হবে নাইট শিফটে কাজের ক্লান্তি, দিনের কর্মক্ষমতা কমায়৷ ফলে দিনে কাজের পরিশ্রম যতই হোক না কেন, নাইট

অভিষেকে বিরাটকে টপকালেন শুভমন

Image
হ্যামিলটন: ভবিষ্যতের তারকা মনে করা হচ্ছে তাঁকে৷ ইতিমধ্যেই নেটে তরুণ প্রতিভার ব্যাটিং দেখে কোহলি বলেছেন ১৯ বছর বয়সে এমন প্রতিভার দশ শতাংশও নাকি ছিল না বিরাটের৷ হ্যামিলটনে সেই প্রতিভারই আত্মপ্রকাশ হয়ে গেল এদিন৷ আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়ে গেল শুভমন গিলের৷ আরও পড়ুন- রোহিতের ডাবল সেঞ্চুরি ম্যাচে অভিষেক গিলের এই নিউজিল্যান্ডের মাটিতেই গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের প্রধান কাণ্ডারি ছিলেন শুভমন৷ কিউয়িভূমেই এবার আন্তর্জাতিক অভিষেক৷ বৃত্ত সম্পূর্ণ হল গিলের৷ বয়েজ ক্রিকেট থেকে এবার পা রাখলেন সিনিয়র ক্রিকেটে৷ হ্যামিলটনে এদিন ধোনির হাত থেকে অভিষেক ক্যাপ পেলেন শুভমন৷ কিউয়িদের বিরুদ্ধে অভিষেকটা অবশ্য সুখকর হল না শুভমনের৷ কোহলি বিশ্রামে থাকায় এদিন তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই(২১ বলে) বোল্টের শিকার হয়ে ডানহাতি প্রতিশ্রুতিমান ব্যাটসম্যানকে প্যাভিলিয়ন ফিরতে হয়৷ প্রাক্তনরা অবশ্য শুভমনকে নিয়ে আশাবাদী৷ ম্যাচ শেষে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর মেন ইন ব্লু’র সংসারের নবাগত ক্রিকেটারকে নিয়ে বলেন, ‘অভিষেকের দিনটা নার্ভাস থাকলেও ভবিষ্যতে ভারতীয়

BREAKING NEWS: ছবি কাণ্ডে মুখ্যমন্ত্রীর আপ্ত-সহায়কের বাড়িতে সিবিআই এর হানা, চরম চাপে তৃণমূল সুপ্রিমো

এবার ছবি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাড়ায় হানা দিলো গোয়েন্দা সংস্থা। ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে মুখ্যমন্ত্রীর আপ্ত-সহায়ক মানিক মজুমদারের বাড়িতে হানা দিলো সিবিআই ও ইডির কর্তারা। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনত চিট ফান্ডের মালিক এবং তাঁদের সাথে জড়িত ব্যাক্তিরা। তাই তাঁদের বিরুদ্ধে তৃণমূল কোন ব্যাবস্থা নেবেনা বলে জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গতকাল বীরভূম থেকে অমিত শাহ-কে হুমকির সুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেছিলেন, ছবি এঁকে টাকা নিয়েছি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেবো” আবার এদিকে মমতা ব্যানার্জী নিজের মুখেই বলেছিলেন যে তিনি ছবি আর বই বিক্রি করে দল চালান। এমনকি সারদা চিতফান্ড এর মালিক সুদিপ্ত সেন ওনার থেকে যে ছবি নিয়েছিল সেটাও সবার জানা। এবার সেই ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে মুখ্যমুন্ত্রির আপ্ত-সহায়কের বাড়িতে হানা দিলো গোয়েন্দা সংস্থা। from Express News http://bit.ly/2MGCVQU via BJP

৫২ বছর পর বাঙ্গারের মাটিতে পদ্ম ফুটিয়ে ইতিহাস গড়ল বিজেপি

পৌরসভা নির্বাচনের পর হরিয়ানার জিন্দ -এ বিজেপি ইতিহাস সৃষ্টি করল। ৫২ বছরে প্রথমবার বাঙ্গারের মাটিতে পদ্ম ফুটল। জিন্দ-এ বিজেপি ১২৯৩৫ ভোটে জয়লাভ করে। কংগ্রেসের রনদীপ সিং সুরজেওয়ালা এই আসনে লজ্জাজনক ভাবে হারেন। জননায়ক জনতা পার্টির প্রার্থী দিগ্বিজয় চৌটালা দ্বিতীয় হন। কংগ্রেসের প্রার্থী তৃতীয় স্থান দখল করেন। এই আসনে উপনির্বাচনে ২৮ জানুয়ারি ভোট দান হয়েছিল। মত ৭৭.৫৭ শতাংশ ভোটার নিজেদের ভোট দিয়েছিলেন। এই উপনির্বাচনে ২১ জন প্রার্থী তাঁদের ভাগ্যের পরীক্ষা দিয়েছেন। বিজেপি আর জেজেপির মধ্যে প্রথমে প্রথমে রেষারেষি থাকলেও, কয়েক রাউন্ড গণনার পর বিজেপি একছত্র ভাবে জয় হাসিল করে নেয়। আইএনএলডি এর বিধায়ক হরি চন্দ্র মিড্ডার মৃত্যুর পর এই আসনে উপ নির্বাচন হয়। প্রয়াত বিধায়কের পুত্র কৃষ্ণ মিড্ডা কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন। আর তারপর বিজেপির টিকিটে ভোটে দাঁড়ান। কংগ্রেস তাঁদের হেভিওয়েট নেতা সুরজেওয়ালাকে প্রার্থী করে। from Express News http://bit.ly/2B6GU4L via BJP

বিতর্কিত ‘সেক্স গুরু’-র সাধনসঙ্গিনীর চরিত্রে এ বার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, জানুন বিশদে!

টাকা দিয়েও সরকারি প্রকল্পে শৌচাগার না পাওয়ার অভিযোগ সিমলাপাল ব্লকের ৫০টি পরিবারের

১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন!

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সারমেয়কে হত্যার অভিযোগ৷ এবার উদ্ধার হল ১৪টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ৷ নির্মম এই ঘটনার সাক্ষী পুনে৷ কুকুর এবং বিড়ালগুলিকে বিষ দিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে৷ এই ঘটনা শিরোনামে আসার পর থেকে সমালোচনায় গর্জে উঠেছেন পশুপ্রেমীরা৷ [চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার] গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে পুনেতে একের পর এক সারমেয় এবং বিড়াল হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে৷ এই সময়ের মধ্যে মোট ১৪ টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ উদ্ধার হয়েছে৷ পশুপ্রেমীদের দাবি, যে ক’টি কুকুর এবং বিড়াল মারা গিয়েছে, তাদের প্রত্যেকের মৃত্যুই অস্বাভাবিক৷ বিষ খাইয়ে পরিকল্পনামাফিকই খুন করা হয়েছে ওই পশুদের৷ কুকুর এবং বিড়ালের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ দেহগুলি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ যদিও এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাননি তদন্তকারীরা৷ তবে কে বা কারা কুকুর এবং বিড়াল খুনের ঘটনায় সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি৷ [ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের] পশুপ্রেমীদের দাবি, শুধু চলতি বছরেই

অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টল করবেন অ্যালেক্সা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘হাই অ্যালেক্সা। প্লিজ ফেভার মি।’ যে কোনও প্রশ্ন করুন। উত্তর আসবে সঙ্গে সঙ্গে। গোটা বিশ্বে গ্রাহক সংখ্যা ১০ কোটি। তথ্য বলছে প্রস্তুতকারী সংস্থা আমাজন নিজেই। প্রথম কয়েকবছর অনেক ব্যর্থতা এলেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে। সংস্থাও পুরনো ভুল শুধরে আরও আপগ্রেড করেছে। তাই মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে অ্য়ালেক্সা। কিন্তু শুধু কিনলেই তো হল না। অধিকাংশ গ্রাহকদের কাছে বড় সমস্যা, কীভাবে সেট-আপ করে অ্য়ালেক্সা! নেটদুনিয়ায় খুঁজলে হাজার উত্তর পাবেন। কিন্তু কোনটা সঠিক, আর কোনটা নয়, তা বোঝা কঠিন। অ্যান্ড্রয়েড বা আইফোনে এই অ্যালেক্সা ব্যবহার করার পদ্ধতি ঠিক কেমন! ইকো ডট, ইকো প্লাস বা অন্য আমাজন ইকো ডিভাইসকে কীভাবে সংযোগ করবেন? আসুন অ্যালেক্সাকে প্রশ্ন করার আগে একবার এই সহজ পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। [এক সূত্রে বাঁধা পড়ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম!] আধুনিক যুগে প্রথম হ্যান্ড ফ্রি ডিভাইস আনার উদ্যোগ আনে আমাজন। তবে অনেক মানুষই সহজভাবে নিতে পারেনি। ঘরে আনার পরেও হাজার ঝামেলা। কীভাবে আপনার নির্দেশ শুনবে অ্যালেক্সা? একবার শিখতে পারলে ভবিষ্যতে আপনার

পোকার প্রেমে বুঁদ যুবক !

Image
  বাংলা hunt ডেস্ক: সবার জীবনে কখনও না কখনও প্রেম এসেছে ।তা কখনও পূর্নতা পেয়েছে আবার কখনও তা পাইনি।তবে এখন যার কথা বলবো তিন প্রেম করে সকলকে চমকে দিয়েছেন ! কারন তার সঙ্গী একটি আরশোলা। খুব সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন জনৈক বছর ২৫ এর যুবক ইয়ুয়ামা শিনোহারা।পেশায় “এ্যন্টামোফ‍্যাজিস্ট” অর্থাৎ যিনি পোকামাকড় খাওয়ার কথা প্রচার করেন এই জাপানি নাগরিক হইচই ফেলে দিয়েছে গোটা দুনিয়া জুড়ে। সম্প্রতি একটি বিখ‍্যাত দৈনিক কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ুমা জানান ” লিজা” নামের একটি আরশোলার প্রেমে পড়েছিলেন তিনি।এমনকি তাকে ঘিরে তৈরী হয়েছিল তার যৌন কল্পনা!জানিয়েছেন দুজন দুজনের প্রতি এতটাই আবেগী ছিলেন যে কখনও তারা একে অপরকে ছেড়ে থাকতে পারতেন না।ইয়ুমার মতে “লিজার” মতো যৌন আবেদনময়ী নারী আর কখনও দেখেননি।যদিও এত গাঢ় প্রেম হওয়ার পর হঠাৎ তাকে খেয়ে নিয়েছিল ইয়ুমা তার মৃত্যুর পর।কিন্তু কেন এমনটা করলেন তিনি ? এর জবাবে যুবকের বক্তব্য এই খাওয়ার মধ্যে দিয়ে তিনি আজীবন লিজাকে তার শরীরে বন্দী করেছেন! from BanglaHunt http://bit.ly/2D6hzZ1 via Bangla News

all links of India Rag

Mail Username: EdnaMarsh3@outlook.com     Mail Password: Facebook2017!     URL: https://bangla.indiarag.com/     Anchor Text: bengali News india rag 24 ghanta     Description India Rag is a Primary Source of News for Patriotic IndiansPosted: Dec 08, 2018 3:38 PM IST Authentic news for True Indians! West Bengal, India – India Rag is a Bengali web portal that actively supports “Narendra Modi” – Prime Minister of India. Through a network of channels, India Rag is committed to provide authentic and quality news to its viewers. India Rag takes pride in being Pronamo which means to be in complete support of Bharatiya Janata Party. Bengali News, Bangla News, 24 ghanta, Eisamay, Ebela are the streams that funnel news to the patriotic Indians. India Rag is concerned about who watches its content. It believes in transparency of news and has specifically announced on its website that it publishes its news for only pro Indians and not secula

মার্জার সরণিতে হোঁচট ইয়ামির, দেখুন ভাইরাল সেই ভিডিও

১০ বছর পরেও কি প্রাসঙ্গিক থাকবে বইমেলা?

এখনই বইকে ছাপিয়ে ই-বই। তা হলে ১০ বছর পর দু’মলাট ঘিরে জমজমাট মেলা বসবে কী করে? মতামত শুনল কফিহাউস । অক্ষরের প্রলোভন সুন্দরী রমণীর মতো   সঞ্জীব চট্টোপাধ্যায় (লেখক) ২০২৯-এও বইয়ের অস্তিত্ব থাকবেই থাকবে। কারণ বইয়ের একটা আলাদা চার্ম রয়েছে। এই তো ক’দিন আগে দিল্লির সাহিত্য আকাডেমি আর আরও বেশ কিছু বইয়ের দোকানে ঘুরে বেড়ালাম। একবার এয়ারপোর্টের বইয়ের দোকানেও ঢুঁ মারলাম। হার্ডকভার, সফ্টকভার, দামি, নামী কত কী যে দেখলাম বইয়ের চেহারায়! দেখতে না দেখতে পাঁচ-ছ’হাজার টাকার ক্যাশ মেমো তৈরি হয়ে গেল। শেষে নাতনি, সে সঙ্গে ছিল, সে-ই হাত ধরে টেনে বার না করলে কী যে হত কে জানে! ইলেকট্রনিক্সের বই হল বইয়ের ভূত। তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বুকে জড়ানো যায় না, বুকে ধরে শোয়া যায় না। পিঠে বালিশ লাগিয়ে শুয়ে পড়া যায় না। আর ছাপা বইয়ের অক্ষরের যে কী প্রলোভন। অক্ষরের প্রলোভন সুন্দরী রমণীর প্রলোভনের চেয়ে কিছু কম না! বরং আরও সাংঘাতিক। সহজেই মানুষকে চরিত্রহীন করে তোলে। ই-বই পড়তে হলে যে কাচের সামনে পিঠ সোজা করে টানটান হয়ে বসতে হবে, পাতা ওল্টানোর বদলে চেলে চেলে পড়তে হবে, হঠাৎ করে জ্বলজ্বল করে ফোটা পাত

বাঁকুড়ার বড়জোড়ায় পরিত্যক্ত কয়লা খনিতে ধস, মৃত ২

টিটুন মল্লিক, বাঁকুড়া:  বাঁকুড়ায় পরিত্যক্ত  খনিতে ধস। বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মারা গেলেন দু’জন। এখনও পর্যন্ত একজনের খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবারে ভোরে দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায়। [ ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ যুবক, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার ] বাঁকুড়ার বড়জোড়ায় গুটগড়িয়া পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি কয়লা খনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে ওই খনিতে খননকার্য চালাত একটি বেসরকারি সংস্থা। বছর তিনেক আগে টেন্ডারের মাধ্যমে খনিটির মালিকানা পেয়েছে রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা। কিন্তু, আগের সংস্থার বেনিয়মের কারণে এখনও খনিতে খনন কাজ শুরু করা যায়নি। তবে মালিকানা হস্তান্তরের পর থেকে খোলামুখ কয়লা খনিটি পাহারা দেয় কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাবাহিনী সিআইএসএফ। জানা গিয়েছে, বুধবার শেষরাতে বাঁকুড়ার বড়জোড়া ওই খোলমুখ খনিতে নেমে বেআইনিভাবে কয়লা তুলছিলেন তিনজন। আচমকাই খনিতে ধস নামে। ধসে চাপা পড়েন তিনজনই। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে খনিতে দু’জনের দেহ উদ্ধার করেন স্থানীয়রাই। তবে একজন মহিলা এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। এদিকে খনিতে ধসের খবর পেয়ে

মোবাইলে এই পাঁচটি অ্যাপ আপনাকে রাখতেই হবে

৫ অ্যাপ যা আপনাকে চমকে দেবে। খোঁজ দিল কফিহাউস৷ ফ্রন্টব্যাক: ফোন মে ক্যামেরা দো। মগর পিকচার এক হি। বহুত না-ইনসাফি হ্যায়। ফোনে ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা থাকা সত্ত্বেও ছবি ওঠে একটাই। ছবি যখন তুলছেন আপনার মুখের এক্সপ্রেশন চাক্ষুষ না করলে কী হয়! তাই ছবি তোলার সময় কেমন লাগছে নিজেকে, দেখতে ডাউনলোড করুন ফ্রন্টব্যাক অ্যাপ। ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা একসঙ্গে কাজ করবে। একটা ছবি নয়, উঠবে দু’টো ছবি। এক সূত্রে বাঁধা পড়ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম! ডিট্টি: একের পর এক মেসেজ টাইপ৷ কিংবা অডিও মেসেজ পাঠিয়ে দেওয়া এখন খুব বোরিং। ডাউনলোড করুন ডিট্টি অ্যাপ। এই অ্যাপ আপনার টাইপ করা মেসেজ পালটে ফেলবে একটা গানে! ব্যাকগ্রাউন্ডে বাজবে আপনার মুড অনুযায়ী মিউজিক। ২৫টি দেশে মিউজিক্যাল অ্যাপ চার্ট লিস্টে ‘ডিট্টি’ এক নম্বরে! মুডিজ ইমোশনস অ্যানালিটিকস: মন ভাল নেই। প্রিয়জনকে বোঝাতে পারছেন না মনের ভিতরে কী চলছে? সমাধানে ডাউনলোড করুন মুডিজ ইমোশনস অ্যানালিটিকস। মাত্র ২০ সেকেন্ড নিজের মনের কথা জানান অ্যাপে। আপনার কথা বলার ভঙ্গিমা, পিচ কিংবা টোনাল ভয়েস শুনে বুঝে ফেলবে আপনার মুড ঠিক কেমন।

উদ্বোধনের দিনেও অগোছালো কলকাতা আন্তর্জাতিক বইমেলা!

শুরু হল বাহুবলীর সেটে শুটিং, দেবের নতুন ছবির মুহূর্ত দেখেছেন কি?

হেভিওয়েট প্রার্থী দিয়েও জিন্দের উপনির্বাচনে তৃতীয় স্থানে কংগ্রেস!

ওয়েবডেস্ক: হরিয়ানার জিন্দ বিধানসভার উপনির্বাচনে জিতল বিজেপি। হেভিওয়েট প্রার্থী দিয়েও কোনো রকমে তৃতীয় স্থানেই থাকতে হল কংগ্রসকে। গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণের পর বৃহস্পতিবার ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণলাল মিদ্যা। তিনি প্রায় ১৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। দ্বিতীয় স্থান দখল করেন জননায়ক জনতা পার্টি (জেজেপি)। তারা কয়েক দিন আগেই সম্পর্ক ত্যাগ করে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের সঙ্গে। গত বছরের আগস্টে জিন্দের আইএনএলডি বিধায়ক হরিচাঁদ মিদ্যার মৃত্যু হয়। তার পর ছ’মাসের মাথায় এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ বারে নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে জিন্দে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার আগাম আভাস থাকলেও ফলাফলে পাল্লা ভারী বিজেপিরই। সর্বশেষ প্রাপ্ত ভোটের ফলাফল কৃষ্ণলাল মিদ্যা (বিজেপি): ৪৯,৯২৯টি ভোট দিগ্বিজয় সুরজেওয়ালা (জেজেপি): ৩৭,৬৮১টি ভোট রণদীপ সুরজেওয়ালা (কংগ্রেস): ২২,৫৪৭টি ভোট এক দিকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অন্য দিকে সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলের উপর ভর করে এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিয়েছিল কংগ্রেস। [ আরও পড়ুন: রামগড়ে জিতল কংগ্রেস ] কিন্তু নির্বাচন

অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে ধ্বসে চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলা সহ তিন জনের

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে ধ্বসে চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলা সহ তিন জনের। গুরুতর আহত আরও দু’জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার বাগুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বড়জোড়ার বাগুলিয়ার কয়লা খনি দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়। মাঝে মাঝেই ঐ খনি থেকে কয়লা তুলে বাজারে বিক্রি করত স্থানীয়রা। বুধবার রাতে কয়লা চুরি করতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বড়জোড়া থানার পুলিশ। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের উদ্যোগে ধ্বসের নিচে চাপা পড়ে থাকা তিন জনের মৃতদেহ ও গুরুতর আহত দু’জনকে উদ্ধার করা হয়। গুরুতর আহত দুই পুরুষ ও মহিলাকে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে কল্যাণ বাউরী বলেন, তার মেয়ে সুমিত্রা বাউরী কয়লা তুলতে গিয়ে আহত হয়েছেন। এই কাজে পুলিশ বাধা দেয়নি? এই প্রশ্নের উত্তরে কল্যাণ বাউরী বলেন, বাধা তো দেয়ই। কিন্তু পেটের দায়ে এই কাজ করা ছাড়া তাদের উ

বেআইনি ভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু একাধিক

Image
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে ধ্বসে চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলা সহ তিন জনের। গুরুতর আহত আরও দু’জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার বাগুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বড়জোড়ার বাগুলিয়ার কয়লা খনি দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়। মাঝে মাঝেই ঐ খনি থেকে কয়লা তুলে বাজারে বিক্রি করত স্থানীয়রা। বুধবার রাতে কয়লা চুরি করতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বড়জোড়া থানার পুলিশ। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের উদ্যোগে ধ্বসের নিচে চাপা পড়ে থাকা তিন জনের মৃতদেহ ও গুরুতর আহত দু’জনকে উদ্ধার করা হয়। গুরুতর আহত দুই পুরুষ ও মহিলাকে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে কল্যাণ বাউরী বলেন, তার মেয়ে সুমিত্রা বাউরী কয়লা তুলতে গিয়ে আহত হয়েছেন। এই কাজে পুলিশ বাধা দেয়নি? এই প্রশ্নের উত্তরে কল্যাণ বাউরী বলেন, বাধা তো দেয়ই। কিন্তু পেটের দায়ে এই কাজ করা ছাড়া তাদের

কেন্দ্রে ও রাজ্যে ঠান্ডা যুদ্ধে মিলছে না শৌচাগার,বঞ্চিত গ্রামের মানুষ

Image
ইন্দ্রানী সেন,বাঁকুড়া: সরকারী প্রকল্পে টাকা দিয়ে ও মিলছে না শৌচাগার অভিযোগ গ্রামবাসীদের। দেশ জুড়ে যখন স্বচ্ছ ভারত আর মিশন নির্মল বাংলা নিয়ে কেন্দ্রে ও রাজ্যে ঠান্ডা যুদ্ধের আবহাওয়া ঠিক তখনই এই রাজ্যেই বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের শুক্লাবাইদ গ্রামের মানুষ আজও বঞ্চিত হচ্ছেন এই প্রকল্পের সুবিধা থেকে।এমনটাই অভিযোগ করছেন এখানকার পঞ্চাশটি পরিবার। গ্রামবাসীদের অভিযোগ,দেড় বছর আগে এই গ্রামের প্রতিটি পরিবার ‘নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পে’ শৌচাগার তৈরীর জন্য 900 টাকা করে জমা করেছিলেন। তারপর এতো গুলো দিন কেটে গেলেও কোন বাড়িতেই শৌচাগার তৈরী হয়নি বলে অভিযোগ।এই অবস্থায় গ্রামের মানুষের ভরসা খোলা মাঠ।জেলাজুড়ে যখন নির্মল বাংলার প্রচার ও প্রসারে যখন বিভিন্ন সরকারি কর্মসূচী গৃহীত হচ্ছে তখন জঙ্গল মহলের এই আদিবাসী গ্রামের মানুষ বঞ্চিত হচ্ছেন সরকারি সুবিধা থেকে।পেশায় কেউ দিন মজুর আবার কেউ বাবুই ঘাস থেকে দড়ি তৈরী করে জীবন যাপন করা এই গ্রামের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, কতোদিন অপেক্ষা করলে শৌচাগার তৈরী হবে। গ্রামবাসী বাদলী কিস্কু, সুরেশ সরেন সহ অন্যান্য গ্রামবাসীদের অভিযোগ, প্রা

মিথ্যা হলে আমার গর্দান কেটে নিতে বলবেন: মমতা ব্যানার্জী

Image
বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির একে অপরকে কাদা ছোড়াছুড়িও বেড়ে যাচ্ছে সমানভাবে। এবার বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রামপুরহাটের সভাতে মুখ্যমন্ত্রী বলেন, ” কৃষকদের বীমার টাকা দেয় রাজ্য সরকার। এটা মিথ্যে হলে আমার গর্দান কেটে নিতে বলবেন।” তিনি আরও বলেন, ” কৃষকদের সবাইকে বছরে ৫০০০ টাকা করে দেওয়া হয়।১৭ থেকে ৬০ বছরের মধ্যে কৃষকদের স্বাভাবিক মৃত্যু হলে পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়াও জমির খাজনা সব বিষয় কৃষকের পাশে থাকে রাজ্য সরকার। গতকাল সভা থেকে, রামপুরহাট ২নং ব্লকের সভাপতি সুকুমার মুখ্যার্জীকে মুখ্যমন্ত্রী বলেন, ” কাল আমি তাঁরাপীঠ যাব, কেমন উন্নয়ন হয়েছে দেখতে ও মা কে পূজো দিতে।” আজ ঠিক ১.১০ নাগাদ তারাপীঠ মন্দিরে পূজো দিতে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূজো দেওয়ার পর, একটু মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। তারপর প্রায় ১.৪০ নাগাদ বেরিয়ে যান কলকাতার উদ্দেশে। মমতা ব্যানার্জীকে দেখবার জন্য তাঁরাপীঠবাসী ও তার দলের কর্মীদের উপচ্ছে পড়ে ভীর তারাপীঠ চত্বরে। from BanglaHunt http://bit.ly/2Gct9Vo via Bangla News

শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত ডিএ জন্য অনশন

Image
বাংলাHunt ঃ কলেজস্ট্রিট আই.আই.এস.ডাব্লু.বি.এম -র মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রথম বধিত মাহিনা সাথে না পাওয়ার জন্য শিক্ষক – অশিক্ষক – আধিকারিক সহ সমস্ত স্তরের কর্মচারী যৌথ ভাবে সমস্ত অধিকর্তা কে ঘেরাও করেন। ১৯৮৫ সালে থেকে বিওজি যে সিদ্ধান্তক্রমে এতদিন যে পদ্ধতিতে বেতন দেওয়া হতো হঠাৎই তার পরিবর্তন কেন হলো? তা নিয়ে আন্দোলন করেন কর্মচারীরা। ফলে ইতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের কাজে ব্যাহত হয়৷ কর্মচারিরা দাবী করেন তাদের ডিএ যদি না বাড়ানো না হয় তা হলে আরে বড়ো আন্দোলনের নামতে চলেছে। কেন তাদের বর্ধিত বাড়ানো হয়ছে না তা নিয়ে আই.আই.এস.ডব্লু.বি.এমের কতৃপক্ষের পক্ষ থেকে কেন ইতিবাচক উত্তর পাওয়া যাইনি। প্রায় সব বিভাগের ১৫০বেশি কর্মচারী আমরণ অনশনে বসতে চলেছে ফলে তাদের দাবী যদি না মানা হয় তা হলে অবস্থান বিক্ষোপ করা হয়৷ আই.আই.এস.ডব্লু.বি.এমের ডিরেক্টর ডাঃ রাজা গোপাল ধর চক্রবর্তী কোন রকম উত্তর পাওয়া যাইনি। কিন্তু লিখিও অভিযোগ গ্রহন করা হয়। এখন কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকে তাকিয়ে কর্মচারীরা৷ from BanglaHunt http://bit.ly/2CUSvUI via Bangla News

বাগরিকাণ্ডে জমা পড়ল চার্জশিট, নাম রয়েছে মালিক-সহ তিনজনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চারমাসের মাথায় বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় জমা পড়ল চার্জশিট৷ ভস্মীভূত ওই মার্কেটের মালিক রাধা বাগরি, তাঁর ছেলে বরুণ রাজ বাগরি এবং ম্যানেজার কৃষ্ণকুমার কোঠারির চার্জশিটে নাম রয়েছে৷ আপাতত পলাতক তিনজনেই৷ বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ১১ বি, ১১ সি এবং ১১ জে ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এছাড়াও ওই চার্জশিটে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাতেও৷ আদালতে ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে বড়বাজার থানার পুলিশ৷ নর্দমা থেকে উদ্ধার দু’বছরের শিশুকন্যার দেহ, চাঞ্চল্য বাবুঘাটে ১৬ সেপ্টেম্বর গভীররাতে আগুন লাগে বড়বাজারের বাগরি মার্কেটে৷ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ মুহূর্তের মধ্যেই ওই মার্কেটের একাংশে আগুন ছড়িয়ে পড়ে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকলের ৩০টি ইঞ্জিন৷ ঘিঞ্জি এলাকার ওই মার্কেটের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে৷ কার্যত জতুগৃহে পরিণত হয় ১৯৫৫ সালে তৈরি হওয়া এই মার্কেটটি৷ দমকল কর্মীদের ত

চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ বছর পর দেশের বেকারত্বের হার সব থেকে বেশি বিজেপি সরকারের আমলেই। ২০১৭-১৮ বর্ষকালে রেকর্ড গড়ল বেকারত্বের হার। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের পিরিয়ডিক লেবার ফোর্স সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। প্রথমবার সরকারি এজেন্সির মাধ্যমে দেশের বেকারত্ব নিয়ে গোটা দেশে একটি সমীক্ষা করে সরকার। এই সমীক্ষার ফলাফল কয়েকদিনের মধ্যেই দেশের মানুষের সামনে আসবে। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর নোটবন্দি ঘোষণার পর থেকে এই সমীক্ষা শুরু করে দুটি বেসরকারি সংস্থা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে  ১৯৭২-৭৩ সালে দেশে বেকারত্বের হার ছিল সবথেকে বেশি। ২০১৭-১৮ বর্ষকাল সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল। ১৯৭২-৭৩ বর্ষকালের থেকে ২০১৭-১৮-এ বেকারত্বের হার বেড়েছে ৬.১ শতাংশ। [শুরু বাজেট অধিবেশন, রাফালে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি] এই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে শহরে ও গ্রামের হিসেবে বেকারত্বের হারের পার্থক্য আছে। শহরাঞ্চলে বেকারত্বের হার ৭.৮ শতাংশ। গ্রামীণ এলাকায় যেই হার ৫.৩ শতাংশ। তরুণ প্রজন্মের বেকারত্বের হার আরও অনেক বেশি। ২০১৭-১৮ বর্ষকালে এর হার সর্বোচ্চ, নয়া রেকর্ড তৈরি করেছে। সমীক্ষায় বলা হয়েছে, “২০০৪-০৫

বাধা নয় পরিকাঠামো, পিত্তনালিতে বিরল অস্ত্রোপচার বাঁকুড়া মেডিক্যালে

টিটুন মল্লিক, বাঁকুড়া: ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ নামে সুপারহিট হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটিতে দেখা যায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ জন ছাত্র নানা সময় নানা কাণ্ড ঘটিয়ে বসে। ওই সিনেমারই শেষ অংশে ওই তিন ছাত্র ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলে চিকিৎসাবিদ্যার যন্ত্রাংশের বদলে ‘ভ্যাকুয়াম টিউবের’ সাহায্যে বিশ্ববিদ্যালয়ের ডিনের মেয়ের সন্তান প্রসব করান। এবার বাস্তবেও ঠিক একই কায়দায় সংশ্লিষ্ট যন্ত্রাংশ না থাকা সত্ত্বেও হাতের কাছে থাকা দু’টি সাধারণ যন্ত্রাংশ দিয়ে জটিল অস্ত্রোপচার করলেন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। রোগীর পিত্তনালি থেকে বের করা হল পাথর। উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও ফের জটিল অস্ত্রোপচারে বড় সাফল্য পেল এই হাসপাতাল। আরও বড় সাফল্য এই যে, ওপেন সার্জারি নয়, স্রেফ পেটে একটি মাত্র ফুটো করেই রোগীকে বিপদ মুক্ত করেছেন এই চিকিৎসকরা। চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় এই অস্ত্রোপচারের পোশাকি নাম হল ‘ল্যাপ্রোস্কপিক কোলোসিসটেকটমি কোলেডোক লিথটার্ম’। ঝুঁকিপূ্র্ণ এই অস্ত্রোপচার এর আগে পরীক্ষামূলকভাবে অন্য জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে কোথাও কোথাও হয়

ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   স্কুলে একই বেঞ্চে বসে পড়াশোনা করে তারা৷ একে অপরের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক৷ স্কুল শেষে দুই বন্ধুর সঙ্গে কথা বলেছিল৷ এটাই ছিল তাদের ‘অপরাধ’৷ প্রথমে হাত-পা বেঁধে লোহা দিয়ে ছেঁকা, তারপর  মল ও মূত্র খাওয়ানো হল দুই নাবালিকাকে। তারা আবার সম্পর্কে দুই বোন৷ যোগীর রাজ্যে ঘটা এহেন ঘটনা প্রকাশ্যে আসার পরই উঠেছে সমালোচনার ঝড়৷ [শুরু বাজেট অধিবেশন, রাফালে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি ] উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ওই দুই নাবালিকা৷ একই স্কুলে পড়ে দুই বোন৷ অভিযোগ, তাদের ক্লাসেরই দু’জন ছেলের সঙ্গে কথা বলেছিল ওই দুই বোন৷ তা দেখে ফেলেন পরিজনেরা৷ দেখেন এলাকার মাতব্বররাও৷ স্থানীয়দের দাবি, মেয়ে হয়ে ছেলের সঙ্গে কথা বলাও  নাকি ‘অপরাধ’!  গ্রামে সালিশি সভা বসে৷ মাতব্বরদের নিদান মেনে বেঁধে রাখা হয় দু’জনকে৷ এরপর গরম লোহা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছেঁকাও দেওয়া হয়। পরিবারের লোকের কোনও আপত্তিতে কান না দিয়ে ‘ভুল’ কাজ করার জন্য রীতিমতো মলমূত্রও খাওয়ানো হয় দু’জনকে৷ এমনকী, গ্রামের মাতব্বররা ওই দুই নাবালিকাকে এলাকা ছাড়া করে দেওয়ারও নিদান দিয়েছে বলে অভিযোগ৷ বাধ্য

অখিলেশের পর ইডির নজরে মায়াবতী, চলল ৭টি জায়গায় তল্লাশি

সৃজিত মুখোপাধ্যায়ের টুইট, সোহিনী সরকার আর অনির্বাণ ভট্টাচার্যর সম্পর্কের ইঙ্গিত?

বিজেপির উপর আস্থা গিয়েছে, তৃণমূলকে সমর্থনের সিদ্ধান্ত অসমের প্রভাবশালী ছাত্র সংগঠনের

ওয়েবডেস্ক: নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো করতে অসমের প্রভাবশালী ছাত্র সংগঠন অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) সমর্থন চাইল তৃণমূলের। সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল নিয়ে অসমের শাসক দল বিজেপিকে কোণঠাসা করতেই আসু পশ্চিমবঙ্গের শাসক দলের কাছে সমর্থন চেয়েছে বলে জানা গিয়েছে। গুয়াহাটিতে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছেন, নিজেদের আন্দোলনে সমর্থন চেয়ে তাঁরা ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানান, তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়ান ও সৌগত রায়ের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করছেন। তাঁরা যে বাঙালিদের বিরুদ্ধে নন, এ কথাও জানিয়েছেন। বেআইনি ভাবে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের রোখার পক্ষে তাঁরাও। কিন্তু শুধুমাত্র অসমকেই অনুপ্রবেশকারীদের বাসস্থান হিসাবে চিহ্নিতকরণের বিপক্ষে। দেশের সর্বত্রই বাঙালির বাস।পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। ফলে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে সবারই উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করে আসু। এ ব্যাপারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার কথাও জানিয়েছেন সমুজ্জ্বল। কারণ তৃণমূলের দাবি বেশ স্বচ্ছ। সাংসদ সৌগত রায় সংসদেও এ ব্যাপারে

ডুয়ার্সের হান্টাপাড়া চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ, আতঙ্কিত শ্রমিকরা

Image
রাজকুমার, আলিপুরদুয়ার : ডুয়ার্সের চা বাগানে ফের ধরা পড়ল চিতাবাঘ। হান্টাপাড়া চা বাগানে খাঁচা পেতেছে বনদপ্তর। শুক্রবার সকালে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। আতঙ্কিত চা বাগানের শ্রমিকরা। খাঁচাবন্দি চিতাবাঘটি ‘নরখাদক’ কিনা, তা খতিয়ে দেখছে বনদপ্তর। এদিকে আবার আলিপুরদুয়ারের ফালাকাটার রাইচাঙ্গা গ্রামেও একটি চিতাবাঘ ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে। [ ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ যুবক, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার ] ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের উপদ্রবে ঘুম উড়েছে বন দপ্তরের আধিকারিকদের। এদিকে আবার ‘নরখাদক’ চিতাবাঘের সন্ধান মেলায় উদ্বেগ আরও বেড়েছে৷ যা এ রাজ্যে নজিরবিহীন। বিশেষজ্ঞদের মতে, চিতাবাঘ সাধারণত মানুষ খায় না৷ বনদপ্তরের সিদ্ধান্ত, ওই চিতাবাঘটিকে যদি ধরা যায়, তাহলে ভাল। আর তা সম্ভব না হলে, প্রয়োজনে বাঘটিকে মেরে ফেলা হবে। প্রায় মাস দেড়েক ধরে ডুয়ার্সের ধুমচিপাড়া, গ্যারগেন্ডা, রামঝোরা-সহ বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হামলায় মারা গিয়েছে ২টি শিশু ও একজন কিশোর। গত শুক্রবারও আলিপুরদুয়ারের তুলসীপাড়া চা বাগানে চিতাবাঘের হামলার জখম হয় এক কিশোর। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপা

ধর্মগুরুর চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পরই দর্শকদের সুখবর দিলেন প্রিয়াঙ্কা৷ ভাবছেন তো পারিবারিক জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি৷ মানে বাড়িতে নতুন অতিথি আসার খবর দিয়েছেন প্রিয়াঙ্কা৷ কিন্তু না, এখনও এই চিন্তার সময় আসেনি৷ তার চেয়ে বরং খোলসা করেই বলা যাক৷ বেশ কয়েকদিন সিনে দুনিয়া থেকে দূরে থাকলেও আবারও ছবির জগতে ফিরছেন তিনি৷ অস্কারজয়ী ব্যারি লেভিনসনের পরিচালনায় ধর্মগুরু মা আনন্দ শীলার ভূমিকায় অভিনয় করবেন পিগি চপস৷ ‘মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কঙ্গনা’, অভিযোগ তুললেন ‘মণিকর্ণিকা’-র অভিনেত্রী এ দেশের মেয়ে হলেও বর্তমানে বিদেশের বউ তিনি৷ বিয়ের হওয়ার আগেই যদিও হলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা৷ ‘কোয়ান্টিকো’ দিয়ে অভিষেক হয় তাঁর৷ এরই মাঝে সলমন খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে অভিনয়ের কথা ছিল পিগির৷ কিন্তু শুটিং শুরুর আগেই এই ছবি থেকে সরে আসেন প্রিয়াঙ্কা৷ বলিউডি ছবি ‘বেওয়াচ’-এ শেষবার দেখা গিয়েছিল তাঁকে৷ বি-টাউন থেকে সরে একটু একটু করে হলিউডে নিজের জায়গা তৈরি করেন প্রিয়াঙ্কা৷ একের পর এক ছবিও করেছেন তিনি৷ এরই মাঝে দিনকয়েক ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছিলেন নিক ঘরনি৷ কিছু সমস্যায় সে ছব

তৃণমূলের ‘এরিয়া ডমিনেশন’ রুখতে একমাস আগেই কেন্দ্রীয় বাহিনী চাইছে কংগ্রেস

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত হয়েছে বাংলা৷ লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে তাই ভোটের একমাস আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাল প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই দাবি করেছে তারা৷ আজ, বৃহস্পতিবার সকালে সাড়ে ন’টা থেকে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। প্রায় প্রতিটা বিরোধী রাজনৈতিক দলই এই বৈঠকে গত পঞ্চায়েত নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয়ী হওয়ার বিষয়টি তুলে ধরেছে৷ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এদিন দলের দুই সহ সভাপতি দেবব্রত বসু ও ডঃ মায়া ঘোষ কমিশনে বলেছেন, একমাস আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলে বিরোধীরা নির্বাচনী প্রচার করতে পারবে না৷একমাস আগে সমস্ত দুষ্কৃতীদের গ্রেফাতারের দাবি জানিয়েছেন তারা৷ এছাড়া প্রতি বুথে সিসিটিভি বসানোর দাবি জানানো হয়েছে৷ এদিন নির্বাচন কমিশনে প্রদেশ কংগ্রেস তথ্য দিয়ে জানিয়েছে তৃণমূলের

দরিদ্র বিজেপি বিধায়কের জন্য ঘর তৈরির উদ্যোগ এলাকাবাসীর

BREAKING: বাঁকুড়ায় কয়লাখনি ধসে মৃত ৩

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: বাঁকুড়ার বড়জোড়ায় কয়লা খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে তিন জনের৷ গুরুতর আহত হয়েছেন আরও দুজন৷ বিস্তারিত আসছে… The post BREAKING: বাঁকুড়ায় কয়লাখনি ধসে মৃত ৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Kolkata News

জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে সিআরপিএফ সহ আহত সাত

শ্রীনগর: জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে কমপক্ষে সাতজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে সিআরপিএফ জওয়ান ও মহিলাও রয়েছেন৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি কাশ্মীরের অনন্তনাগ জেলার৷ জানা গিয়েছে, সেই সময় অনন্তনাগের শেরবাগে জওয়ানরা টহল দিচ্ছিল৷ তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ এখনও অবধি কোনও মৃত্যুর খবর না মিললেও দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন৷ এছাড়া আহতদের মধ্যে তিন মহিলাও আছেন৷ তাদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, সকলের অবস্থা স্থিতিশীল৷ J&K: A terrorist lobbed grenade at CRPF & J&K police pesonnel near Shairbagh police station in Anantnag, today. 2 CRPF personnel and 3 civilans suffered splinter injuries, shifted to civil hospital in Janglat Mandi, their condition is stable. https://t.co/ziK3wOaXTW — ANI (@ANI) January 31, 2019 এই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান৷ উল্লেখ্য গত দুই দিনে এই নিয়ে দ্বিতীয় গ্রেনেড হামলা হল নিরাপত্তা বাহিনীর উপর৷ বুধবার কুলগাম জেলায় জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে তিন কাশ্মীরি আহত হন৷ কোনও