নোটবন্দির নিষ্ঠুর ধাক্কার কথা মোদী জমানার আর্থিক উপদেষ্টার বইতে

নয়াদিল্লি: মোদী জমানায় প্রায় চার বছর ধরে তিনিই ছিলেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব৷ এমনকি নোটবন্দির সময় তিনিই ছিলেন এই পদে সেই অরবিন্দ সুব্রহ্মণ্যম গত জুন মাসে পারিবারিক দায়বদ্ধতার কারণ দেখিয়ে পদ ছেড়েছিলেন৷ আর পদ ছাড়ার কয়েক মাসের মধ্যেই এই মোদী সরকারকে সরকারকে নোটবন্দির জন্য কাঠগড়ায় তুললেন৷ তাঁর নতুন বই ‘অফ কাউন্সেল, দ্য চ্যালেঞ্জেস অফ দ্য মোদী-জেটলি ইকোনমি’ আনুষ্ঠানিক প্রকাশিত হবে ৫ ডিসেম্বর৷ কিন্তু তার আগেই সেই বইয়ের কিছুটা অংশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ আর সেখানে নোটবন্দির সমালোচনার কথা বলা হয়েছে৷

কিছুদিন আগেও এই অরবিন্দের ঢালাও প্রশংসা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বোধহয় আশা করেননি, এই প্রাক্তন এই আমলাই ‘নোটবন্দি’কে দেশের অর্থনীতির উপর ‘বিপুল ও সাঙ্ঘাতিক কঠোর অর্থনৈতিক আঘাত’ বলে অ্যাখ্যা দিয়ে বর্তমান সরকারকেই কাঠগড়ায় তুলবেন। সংবাদসংস্থার খবর, ওই বইটিতে একটি গোটা চ্যাপ্টার রয়েছে ‘নোটবন্দির’ উপর। যেখানে নাকি অরবিন্দ নানা যুক্তি দিয়ে দেখিয়েছেন, রাতারাতি দেশের অর্থব্যবস্থার ৮৬ শতাংশকে তুলে নেওয়ায় তার সরাসরি প্রভাব ফেলেছে দেশের মোট জাতীয় উৎপাদনে (জিডিপি)। নোটবন্দির আগে থেকেই জিডিপি-র বৃদ্ধির হার কমতে শুরু করলেও এর জেরে পতনের হার আরও ত্বরান্বিত হয়েছে।

সংবাদসংস্থার অনুসারে ওই বইতে অরবিন্দ জানিয়েছেন, নোটবন্দির প্রভাব সবার আগে আঘাত করেছিল দেশের বিশাল অসংগঠিত ক্ষেত্রকে। তাছা্ড়া সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার আগে মুখ্য আলোচ্য বিষয় হওয়া উচিত এটা নয়, যে বিমুদ্রাকরণের ফলেই বৃদ্ধিতে হ্রাস হয়েছিল কি না। বরং এটা হওয়া উচিত, তার কতটা বিরূপ প্রভাব পড়েছিল অর্থনীতিতে।

অরবিন্দের বইতে যা উঠে আসছে সেই অভিযোগ তো বারবার তুলেছেন মনমোহন সিংহ, পি চিদম্বরমের মতো প্রাক্তন অর্থমন্ত্রীরাও। কিন্তু এ বার একেবারে ঘরের লোকের তোলা এমন অভিযোগ অবশ্যই অস্বস্তিতে ফেলতে পারে বর্তমান কেন্দ্রীয় সরকারকে। তবে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন তিনি কেন কোনও প্রতিবাদ করেননি বা আগে পদত্যাগ করেননি তা নিয়ে রাহুল গাঁধী থেকে অমিত শাহও উভয়ই প্রশ্ন তুলেছেন।

The post নোটবন্দির নিষ্ঠুর ধাক্কার কথা মোদী জমানার আর্থিক উপদেষ্টার বইতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag