মমতাকে টাইট দিতে নির্বাচনি প্রচারে আসছেন বিজেপির তাবড় তাবড় নেতারা

আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্য বিজেপির প্রচারে আসছেন কেন্দ্র থেকে বড়বড় নেতারা। সেই নেতাদের নাম ইতিমধ্যে পৌঁছে গেছে মুরলিধর সেন লেনে। রাজ্য নেতাদের দাবি, সেই লিস্ট দেখলেই রাতের ঘুম উড়ে যাবে তৃণমূলের।

কেন্দ্র থেকে আসা এই নেতারা যাতে দ্রুত সভাস্থলে পৌঁছাতে পারেন, তাঁর জন্য সঠিক ব্যাবস্থাও রাখা হয়েছে বলে জানা যায়। লোকসভা ভোটের আগে ৪২টি লোকসভা কেন্দ্রে ৪২টি বড় সভা, এবং রাজ্য জুড়ে শতাধিক ছোট বড় সভা রাখার প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

রথযাত্রা থেকে শুরু করে লোকসভা ভোটের প্রচার পর্যন্ত এরাজ্যে আসছেন, যোগী আদিত্যনাথ, আমিত শাহ, অরুন জেটলি, পিয়ুশ গোয়েল, নিতিন গডকরি, বিপ্লব কুমার দেব, সর্বানন্দ সোনওয়াল, রমন সিং, নির্মলা সীতারমন এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও বেশ কিছু অভিনেতা, অভিনেত্রীদের ও আনতে পারে বিজেপি।



from News Express https://ift.tt/2SmyNqH
via BJP

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা