প্রথম চুমুতেই অধিকারবোধ, জয়া অন্য কিছুতে মজলে রেগে যাচ্ছেন আবির!

ওয়েবডেস্ক: টলিউড দাবি করছে- ব্যাপারটা এতটাও স্বাভাবিক নয়, যতটা বলা এবং কওয়া হচ্ছে!

তা, ইন্ডাস্ট্রির নায়িকা এবং নায়কদের জড়িয়ে কম গুজব তো আর তৈরি করে না টলিউড! সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার খেলাতেই কি এ বার নাম যোগ হল জয়া আহসান আর আবির চট্টোপাধ্যায়ের?

আরও পড়ুন: কাঁটাতার পেরিয়ে ভালোবাসা আর বন্ধুত্বের গল্প বলেই যাব, ‘বিসর্জন’-‘বিজয়া’ পেরিয়ে সিরিজ না কি?

টলিউডের অন্দরমহল ফিসফিস করে দাবি তুলছে- এতটা হালকা ভাবে না কি এই কেসটা নেওয়া যাবে না! ভুলে গেলে চলবে না- জয়াই সেই প্রথম অভিনেত্রী, যাঁর সঙ্গে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে প্রথম ধরা দিয়েছেন আবির। জয়াই সেই প্রথম নায়িকা, যাঁর সঙ্গে অন-স্ক্রিন নিবিড় চুমুর অভিজ্ঞতা হয়েছে আবিরের!

তা, সেখান থেকেই কি জন্ম নিয়েছে অধিকারবোধ?

টলিউড বলছে, উড়ো কথায় কান দেওয়ার দরকার নেই! বরং, চোখ রাখা যাক আবিরের টুইটার প্রোফাইলে। দেখা যাচ্ছে, সম্প্রতি সেখানে ‘বিজয়া’ ছবির সাংবাদিক বৈঠকে জয়ার আইসক্রিম নিয়ে মেতে থাকার ছবি দিয়ে বিষয়টা নিয়ে খুনসুটি করছেন নায়ক! রীতিমতো মনঃক্ষুণ্ণ হয়েছেন তিনি জয়ার তাঁকে পাত্তা না দেওয়ায়! আপনিও তো দেখছেন ছবিটা, পড়ছেন সঙ্গের শিরোনামও- কী মনে হচ্ছে?


খবর

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা