‘মোনালিসার হাসির মতোই ব্যাটিংয়ে নিখুঁত বিরাট’

সিডনি: বল গড়ানোর বাকি আর মাত্র পাঁচ দিন৷ তার আগে ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্টের মহারণ নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল৷ নেই ওয়ার্নার, নেই স্মিথ৷ অজিদের ডেরায় এটাই তাই ভারতের টেস্ট সিরিজ জয়ের সেরা সুযোগ মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স৷ সেই সঙ্গে বল বিকৃতি কাণ্ডের ছায়া এখনও তাড়া করে বেড়াচ্ছে অজিদের৷ ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে অজিরা৷ এমন পরিস্থিতি কোহলিদের সামনে প্রথম বারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের আশা দেখছেন প্রাক্তন অজি ব্যাটসম্যান৷ ‘এবার না হলে আর কোনও দিনই অজিদের ডেরায় ভারত সিরিজ জিতে ফিরতে পারবে না বলে মত জোন্সের৷

সেই সঙ্গে কোহলিকে চটাতে না করছেন অজি প্রাক্তন৷ শেষবার ২০১৪ সালে অজি সফরের টেস্ট সিরিজে ৮ ইনিংসে চারটি শতরান হাঁকিয়েছিলেন বিরাট৷ সব মিলিয়ে চার টেস্টে ৬৯২ রান হাঁকিয়ে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ছিলেন কোহলি৷ প্রথম স্থানে ছিলেন স্টিভ স্মিথ৷ এখানেই না থেমে জোন্স আরও বলেন, ‘মোনালিসার হাসির মতোই ব্যাটিংয়ে নিখুঁত বিরাট’৷

অজি বোলারদের সেজন্য বিরাটের ব্যাটিংয়ে খুঁত ধরতে নামা করছেন জোন্স৷ স্টার্ক-হ্যাজেলউডদের জন্য জোন্সের পরামর্শ ‘কোহলির ড্রাইভ আটকে দাওয়ার চেষ্টা কর৷’ উল্লেখ্য ইতালির বিখ্যাত চিত্রকর লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয়৷ সেই ছবি যেমন নিঁখুত বিরাটের ব্যাটিংকেও ঠিক তেমনি নিঁখুত মানছেন জোন্স৷

অন্যদিকে মাঠের বাইরে চাপের খেলা শুরু করে দিয়েছে অজিরা৷ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের ভবিষ্যতবাণী ভারত ১-২ সিরিজ খোয়াবে৷ সেই সঙ্গে তিনি আরও বলেছেন বিরাটকে ছাপিয়ে যাবে অস্ট্রেলিয় ওপেনার উসমান খোয়াজা৷ ঘরের মাঠে খোয়াজার ব্যাটিং রেকর্ড ভালো৷ তাই পন্টিংয়ে মন্তব্য ভারতীয় বোলারদের রাতের ঘুম কাড়তে চলেছেন খোয়াজা৷ সিরিজ সেরার পুরস্কারও খোয়াজার মাথায় দেখছেন রিকি৷

The post ‘মোনালিসার হাসির মতোই ব্যাটিংয়ে নিখুঁত বিরাট’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag