জয়ের জন্য বাংলার টার্গেট ২১৬

চেন্নাই: তামিলনাড়ুকে প্রথম ইনিংসে ২৬৩ রানে আটকে রেখেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ থেকে হারিয়ে যেতে বেসেছিল বাংলা৷ রঞ্জির গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে বাংলাকে পুনরায় ম্যাচে ফেরালেন বোলাররা৷ বিশেষ করে স্পিনার ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের পাঁচ উইকেটের বোলিং গড় বাবা ইন্দ্রজিৎদের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা তৈরি করে মনোজদের৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তামিলনাড়ুন প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে যায়৷ অনবদ্য শতনার করেন বাবা অপরাজিত (১০৩)৷ হাফসেঞ্চুরি করেন ওপেনার কৌশিক গান্ধী (৫১)৷ ইশান পোড়েল প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেন৷ ৮২ রানে ৩ উইকেট দখল করেন প্রদীপ্ত প্রামানিক৷

আরও পড়ুন: তামিলনাড়ুন বিরুদ্ধে রঞ্জির প্রথম দিনের রাশ বাংলার হাতে

পাল্টা ব্যাট করতে নেমে বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৯ রানে৷ অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ওপেনার অভিষেক রামন৷ তিনি ৯৮ রান করে সাজঘে ফেরেন৷ বাকিরা কেউ বলার মতো রান পাননি৷ রাহিল শাহ ৪৬ রানে ৫ উইকেট ও এম মহম্মদ ৩৯ রানে ৪ উইকেট দখল করেন৷

প্রথম ইনিংসের নিরিখে ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা তামিলনাড়ুন গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে৷ অর্থাৎ প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে বাংলার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৬ রানের৷

আরও পড়ুন: তামিলনাড়ুর বিরুদ্ধে লিড নিতে ব্যর্থ বাংলা

দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুন হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন উইকেটকিপার জগদীশান৷ বাবা অপরাজিত ২১ ও এম মহম্মদ ২৩ রানের যোগদান রাখেন৷ বাকিরা ব্যর্থ৷ ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২২ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন৷ আমির গনি নিয়েছেন ৩১ রানে ২ উইকেট৷ একটি করে উইকেট নিয়েছেন অশোক দিন্দা, ইশান পোড়েল ও প্রদীপ্ত প্রামানিক৷ জয়ের লক্ষ্য আহামরি কিছু না হলেও চিপকের এই পিচে দু’শোর বেশি রান তাড়া করে জয় তুলে নেওয়া খুব সহজ কাজ নয়৷ অন্তত বাংলা ব্যাটসম্যানদের ফর্মের দিকে তাকালে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সমর্থকদের৷

The post জয়ের জন্য বাংলার টার্গেট ২১৬ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag