Posts

Showing posts from January, 2022

বাহুবলির রেকর্ড ভেঙে দিল পুষ্পা! বক্সঅফিসে সত্যি সত্যি ফায়ার প্রমাণিত হলো এই সিনেমা

Image
বিশ্বের সর্বোচ্চ আয়কারি সিনেমা বললেই আমাদের মাথায় আসতো প্রভাস অভিনীত বাহুবলী। কিন্তু সম্প্রতি এই রেকর্ড ও ভেঙে গেলো। আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa The Rise) এই রেকর্ড ভেঙে দিল। 17 ই ডিসেম্বর তামিল ও হিন্দি পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এটিকে তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় ডাবিং করা হয়। এই সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তির সপ্তম সপ্তাহে বক্স অফিসে 100 কোটি টাকা আয় করে সুকমার দ্বারা পরিচালিত এই সিনেমাটি ইতিহাস তৈরী করেছে। বক্স অফিসে মুক্তিপ্রাপক এটি প্রথম ছবি যার প্রথম দিনের আয় ছিলো তিন কোটি টাকা কিন্তু ধীরে ধীরে এটি 100 কোটি টাকার গণ্ডি পার করে। এই ছবিটির বিশেষত্ব হলো ও টি টি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে উপলব্ধ হওয়া সত্বেও দর্শক এটিকে পেক্ষাগৃহে দেখতে বেশি পছন্দ করছে। এর আগে এস এস রাজামৌলির ‘বাহুবলী দ্য বিগিনিং’ ছবিটিও হিন্দি সংস্করনে শুরু হয়ে 100 কোটির গণ্ডি পার করেছিল। এই ছবিটিও প্রথমদিন পাঁচ কোটি পনেরো লাখ আয় দিয়ে শুরু করে ধীরে ধীরে 100 কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। বাহুবালীর হিন্দি সংস্করণটি মোট 117 কোটি টাকা আয় করেছিল। শুধু যে সবাই ছবিটিকেই পছন্দ করেছেন তাই নয় এ

কেমন হবে নেতাজির মূর্তি! স্থাপত্যকারদের বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Image
নেতাজীর (Netaji Subhas Chandra Bos)e পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু নেতাজীর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কাছে কিছু দাবী দাওয়া রেখেছিলেন। যার মধ্যে অন্যতম হলো নেতাজীর একটা মূর্তি ইন্ডিয়া গেটের সামনে স্থাপন করতে হবে। নেতাজির জন্মশতবার্ষিকীতে মোদিজি মূর্তিটির একটা একটা হলোগ্রাম স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান করেছেন এবং বলেছেন যে আসল মূর্তিটি না তৈরি হওয়া পর্যন্ত এই হলোগ্রামটিই ঐখানে থাকবে। প্রধানমন্ত্রী মোদীর এই ঘোষণায় সারা দেশ মোদীজির প্রশংসায় পঞ্চমুখ। আর এসবের মধ্যে নেতাজীর মূর্তির স্থপতিকারের কাছে থেকে নেতাজীর মূর্তি কেমন হতে চলেছে তার বিবরণ পাওয়া গেছে। নেতাজীর মূর্তিটির স্থপতিকার অদ্বৈত গদায়ানাক বলেছেন যে পুরীর জগনাথ দেবের মূর্তির মতোই নেতাজীর মূর্তি হবে জেট কালো রঙের গ্রানাইট দিয়ে তৈরি। স্থাপত্যকার অদ্বৈত গদায়ানাক বলেছেন যে মূর্তিটি 28 ফুট লম্বা এবং 8×8 গ্রানাইট পাথরে খোদাই করা হবে। তিনি তিনটে জায়গা – মহীশূর, বেঙ্গালুরু ও তেলেঙ্গানা থেকে তিনি নিজে গিয়ে গ্রানাইট বেছে নেবেন। তিনি আরও বলেছেন যে নেতাজীর মত তিনিও উড়িষ্যার বাসিন্দা। নেতাজীর মত মহান ব্যাক্ত

সোশ্যাল মিডিয়ায় নবীকে অপমান করায় হিন্দু যুবককে গুলি করে খুন! গ্রেফতার দুই মৌলবি

নয়া দিল্লিঃ  গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) রাজ্যের ধুন্ধুকা শহরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দিল্লি থেকে একজন মৌলবিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ফেসবুকে একটি আপত্তিকর পোস্টের কারণে গুজরাটের ধুন্ধুকা শহরে কিষাণ ভারওয়াদ নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ২৫ জানুয়ারি ধুন্ধুকার মোধওয়াদা এলাকায় দুই আততায়ীর গুলিতে কিষাণ ভারওয়াদ নিহত হয়। এ সময় কিষাণ ভারওয়াদ তার ভাইয়ের গাড়ির পেছনে বসে ছিলেন। জানা গিয়েছে যে, ৬ জানুয়ারী ভারওয়াদর একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। যার পরে মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে অভিযোগ দায়ের করেছিল। ATS আধিকারিকরা জানিয়েছেন যে, মৌলবি কমর গনি উসমানিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় শুক্রবার আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ আইয়ুব জাভরাওয়ালাকে। এই মামলায় ধুন্ধুকার বাসিন্দা শাব্বির চোপড়া (২৫) ও ইমতিয়াজ পাঠান (২৭)কেও গ্রেফতার করা হয়েছে। এটিএস-র এসপি ইমতিয়াজ শেখ জানিয়েছেন, শাব্বির চোপড়া কিষাণ ভারওয়াদকে গুলি করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্ট

৩০ কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস গ্রহণ, আধ্যাত্মিক পথে চলার সিদ্ধান্ত ব্যবসায়ী পরিবারের

Image
রাজনন্দগাঁওঃ  ছত্তিশগড়ের অন্যতম বড় ব্যবসায়ী পরিবার ডাকলিয়া পরিবার আজকাল শিরোনামে উঠে এসেছে। শিরোনামে থাকার কারণ ব্যবসার সাথে সম্পর্কিত নয়, তার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত। প্রকৃতপক্ষে এই পরিবার পার্থিব জগৎ থেকে সন্ন্যাস গ্রহণ করে সাধু ও সাধ্বীর দীক্ষা নিয়েছে। পরিবারটি দীক্ষা নেওয়ার আগে প্রায় 30 কোটি টাকার সম্পদ দান করেছে। পরিবার বলছে যে, সকলেই নিজেদের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন 5 জন দীক্ষা নিয়েছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে বসবাস করেন ডাকলিয়া পরিবারে 6 জন। গত দিনে দীক্ষা নেন ৫ জন। যারা দীক্ষা নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভূপেন্দ্র ডাকলিয়া, তাঁর স্ত্রী স্বপ্না, ছেলে দেবেন্দ্র ও হর্ষিত ছাড়াও দুই মেয়ে মহিমা ও মুক্তা। তাদের এক মেয়ে রাজিমে দীক্ষা নেবেন ৫ ফেব্রুয়ারি। সকলেই পীযূষ সাগর মহারাজের উপস্থিতিতে দীক্ষা গ্রহণ করেন। জৈন ধর্মের অনেক বড় মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবাই নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন, দীক্ষা নেওয়ার আগে নিজের কোটি টাকার সম্পত্তি দান করেছেন বলে জানিয়েছেন পরিবারের প্রধান ভূপেন্দ্র ডাকলিয়া। জমি, দোকান, ব

বুকে, হাতে গুলি! এরপরেও বন্দুক উঠিয়ে চার জঙ্গিকে নিকেশ করলেন ভারতীয় জওয়ান

নয়া দিল্লিঃ ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে গরুড় স্পেশাল ফোর্সের () জওয়ানরা শনিবার পুলওয়ামায় একটি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেখানে চার সন্ত্রাসী নিহত হয়েছিল। পুলওয়ামা এনকাউন্টারের সময় স্পেশাল ফোর্সের অফিসারের শরীরে দুটি গুলি লেগেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্ত্রাসীদের ছাড়েন নি। সংবাদ সংস্থা ANI এই তথ্য দিয়েছে। গরুড় কমান্ডোরা চার বছর আগে একটি বড় অপারেশনের জন্য লাইমলাইটে এসেছিল। ২০১৭ সালে ভারতীয় বিমান বাহিনীর এই জওয়ানরা দুটি বড় অপারেশনে আট সন্ত্রাসীকে নিকেশ করেছিল। সূত্র থেকে জানা যায় যে, শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ, পুলওয়ামায় একটি অপারেশনের জন্য সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশ সহ নিরাপত্তা বাহিনী নাইরা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করে। কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির ভেতরে সন্ত্রাসীদের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয় সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনী অবিলম্বে সেই বাড়ির আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষদের সরিয়ে নেয় এবং নিশ্চিত করে যে তাদের নিরাপদ দূরত্বে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী বাড়িটি ঘিরে

BJP ছাড়া অন্য কোনো পার্টি রাম মন্দির নির্মাণ নিয়ে উৎসাহ দেখায়নি: মন্দিরের মুখ্য পূজারী

Image
উত্তরপ্রদেশ নির্বাচনের আগে রাম মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্যানাথ ও প্রধানমন্ত্রী মোদির প্রসংশা করেছেন। প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেছেন প্রত্যেক দল রামমন্দির নিয়ে কোনোদিন উৎসাহ দেখায়নি তারা অবজ্ঞা করেছে। তারা উন্নয়নের কথা বলছে কিন্তু বাস্তব কোনো রূপান্তরিত হয়নি। দ্য নিউ ইন্ডিয়ান-এর একটি বিশেষ প্রতিবেদনে, তিনি বলেন যে পূর্ববর্তী সরকার কেবল অযোধ্যার উন্নয়ন এবং রাম জন্মভূমিতে ন্যায়বিচার দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কখনই তা কার্যকর করেনি। সবকিছু প্রশাসনের উপর রয়ে গেছে, বাস্তবে তা হয়নি। যারা বড় বড় কথা বলে তারা কখনও ভগবান রামের জন্মস্থানে যাননি এবং শুধু রাজনীতি করেছে। মহারাজ সত্যেন্দ্র দাস যোগী আদিত্যনাথের প্রসংশা তে বলেন একমাত্র প্রধানমন্ত্রী যোগী যে ভারতবাসীর স্বপ্ন রামমন্দির কে বাস্তবায়ন করেছেন। গত 5 বছরে তিনি 40 বার অযোধ্যা আসছেন। রামমন্দির পরিদর্শন করেছেন রামমন্দির নিয়ে পর্যালোচনা করেছেন।এর আগে কোনো মুখমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী রামমন্দির আসেননি।প্রধানমন্ত্রী তো নিজে মন্দিরের ভিত্তি স্থাপন করেছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী ভব্য রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্

ভারতীয় রেল শুধুমাত্র হিন্দুত্ববাদী এজেন্টদের চাকরিতে নিয়োগ করছে: আখাতরুল ইমান, AMIM নেতা

Image
ভারতীয় রেল (Indian Railway) কে নিয়ে নতুন বিতর্ক শুরু করলেন AIMIM নেতা আখতারুল ইমান। বিহারে আরআরবি-এনটিপিসি নিয়ে ছাত্রদের বিক্ষোভ কে বিভিন্ন দল তাদের রাজনৈতিক রঙ দেবার চেষ্টা করছে। নিছক একটা ছাত্র আন্দোলন কে নিজেদের সুবিধার জন্য ব্যাবহার করা খুবই লজ্জার ব্যাপার। এরই মাঝে বিহারের পূর্ণিয়ার আমৌর বিধানসভা আসন থেকে এআইএমআইএম বিধায়ক আখতারুল ইমান এই ঘটনাটিকে হিন্দু মুসলমান রং দেবার চেষ্টা করেছে।কেন্দ্রীয় সরকারের নামে তোপ দেগে বলেছেন মোদি সরকার রেলওয়ে তে হিন্দুত্ব এজেন্ট দের শুধু নিয়োগ করছে। তার অভিনয়, রেলওয়ে বোর্ড কে গেরুয়া মেরুকরনের কাজ শুরু হয়ে গেছে। এই সেই এআইএমআইএম নেতা যিনি ঘোর দেশবিরোধী কার্যকলাপ ও হিন্দু বিরোধী কথা বলার জন্য বারবার শিরোনাম এ উঠে আসছে। তার এই আন্দোলন নিয়ে বক্তব্য এটি কেন্দ্র সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র। শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায় কে চাকরি দিচ্ছে মোদি সরকার। বাকিদের কথা ভাবা হয়না। দেশ তা পুরো ফ্যাসিবাদের হাতে চলে গেছে। আখতারুল ঈমান আরো বলেন, এই ষড়যন্ত্রের আমি তীব্র নিন্দা করছি। তিনি এরকম সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য তাদের আন্দোলনের সমর্থন এর কথাও বলেছেন। ক

ইসরায়েলের সঙ্গে হাত মেলাল ভারত, উন্নত প্রযুক্তির সাহায্যে শুরু করল নয়া মিশন

Image
নয়া দিল্লিঃ  কেন্দ্রীয় ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তায় ১২টি রাজ্যের ১৫০টি গ্রামকে ‘উৎকর্ষের গ্রামে’ রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েল ইতিমধ্যেই ভারতের ১২টি রাজ্যে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ প্রতিষ্ঠা করেছে, যেগুলি ২৫ মিলিয়নেরও বেশি গাছপালা উৎপাদন করছে। এর পাশাপাশি তারা প্রতি বছর ১.২ লক্ষেরও বেশি কৃষককে ৩ লক্ষ ৮৭ হাজারটিরও বেশি মানসম্পন্ন ফল এবং গাছপালা উৎপাদনের প্রশিক্ষণ দিতে পারে। এখন সেন্টার অফ এক্সিলেন্সের আশেপাশে অবস্থিত ১৫০টি গ্রামকে ‘উৎকর্ষের গ্রামে’ রূপান্তরিত করা হবে। যার মধ্যে ৭৫টি গ্রাম ভারতের স্বাধীনতার ৭৫তম বছর স্মরণে পালিত আজাদি মহোৎসবের প্রথম বছরে নেওয়া হচ্ছে, যেখানে ভারত এবং ইসরায়েল একসঙ্গে কাজ করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ২৭ জানুয়ারি ভারতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত নাওর গিলোনের সাথে দেখা করার পরে এই ঘোষণা করেছিলেন। একটি সরকারী বিবৃতি অনুযায়ী, কৃষিমন্ত্রী ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে, সরকার ২৯ তম সেন্টার অফ এক্সিলেন্সের কাজকর্মে স

দুর্নীতির র‌্যাঙ্কিং এ কোন দেশ এগিয়ে! সামনে এল ভারত সহ বাকি দেশগুলির চাঞ্চল্যকর রিপোর্ট

Image
কোনো দেশের সরকারকে মূলত তিনটি বিশেষত্ব দিয়ে বিচার করা হয়। এক- নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম,দুই – দুর্নীতি, তিন – ব্যাবস্থাপনা। সম্প্রতি বার্লিন ভিত্তিক সংস্থা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্ব দুর্নীতি সূচক প্রকাশিত হয়েছে। অন্য সব সূচকের তুলনায় এই সূচকটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বিগত দশ বছরে অনেক দেশে দুর্নীতি অনেক সরকার পরিবর্তনে বাধ্য করেছে। এই রিপোর্টে বিভিন্ন দেশের র‌্যাঙ্কিং বিশ্বের নজর কেড়েছে। যেখানে পাকিস্থান অনেক নিচে নেমে গেছে , ভারত (India) এর রাঙ্কিং ও খুব লক্ষণীয়। যাতে 180 টি দেশের মধ্যে ভারতের স্থান হলো 85 তম। কিন্তু পাকিস্থানের অব্যবস্থা খুবই খারাপ, বিশেষত ইমরান খানের সময়ে তা আরও খারাপ অবস্থাতে পৌঁছে গেছে। কিন্তু নতুন রিপোর্ট এতটাই চমকে দেওয়ার মতো যাতে পাকিস্থানের শাসনব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। পাকিস্থানের রিপোর্ট সামনে আশা মাত্রই পাকিস্থানের জনগন সোশ্যাল মিডিয়াতে খোলা খুলি ইমরান খানকে দুর্নীতির রাজা বলেছেন। এই সূচক পাকিস্থানের আগত নির্বাচনেও 2023 যে প্রভাব ফেলবে তা বোঝায় যাচ্ছে। এক সময় ভারতে 2012/13 সালে দুর্নীতির বি

ভারতের এই আটটি বিশেষ শক্তি, যার সামনে শত্রুরা নতজানু হয় এক নিমিষেই

Image
নয়া দিল্লিঃ  ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম সেরা এবং শক্তিশালী সেনাবাহিনী। আপনি জানেন যে দেশে তিনটি সেনাবাহিনী রয়েছে যেমন বিমানবাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী। তবে এগুলি ছাড়াও দেশে কিছু বিশেষ কমান্ডো বাহিনী রয়েছে, যারা জনগণকে রক্ষা করতে তাদের জীবন উৎসর্গ করে দেয়। এই বিশেষ কমান্ডো বাহিনী জরুরী পরিস্থিতিতে কাজ করা এবং সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকে। আজ আমরা দেশের সবচেয়ে মারাত্মক, মেধাবী এবং বুদ্ধিমান কমান্ডো বাহিনীর কথা বলতে যাচ্ছি। এই বাহিনীর সামনে শত্রুরা এক নিমিষেই নতজানু হয়ে যায়। এই সমস্ত শক্তিই ভারতের গর্ব ও গৌরব। এই তালিকায় এক নম্বরে উঠে আসে কোবরা কমান্ডোর নাম। COBRA-র পুরো নাম কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলুট অ্যাকশন। বলে দিই যে, এটি CRPF-র একটি বিশেষ ইউনিট। কোবরা কমান্ডোরা গেরিলা যুদ্ধ এবং জঙ্গলের বিপজ্জনক পরিবেশে বেঁচে থাকার জন্য পরিচিত। এরা নকশালদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। শুধু তাই নয়, কোবরা কমান্ডোদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে আসে বিভিন্ন দেশের সেনা কর্মীরা। ফোর্স ওয়ান কমান্ডোরা মহারাষ্ট্র সরকারের হয়ে কাজ করে। ২০১০ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর

টাটা ফ্যামিলির ওপর তৈরি হবে সিনেমা, এভাবে দেখানো হবে ২০০ বছরের পুরনো ইতিহাস

নয়া দিল্লিঃ টাটা গ্রুপ বর্তমানে ভারতের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠীগুলির মধ্যে একটি। আমরা সবাই রতন টাটাকে দেখছি, তবে অনার অনেক আগেই জামসেটজি টাটা ‘টাটা গ্রুপ” শুরু করেছিলেন। কয়েক লক্ষ কোটি টাকার টার্নওভারের এই সংস্থার ইতিহাস প্রায় ২০০ বছরের এবং সেই কাহিনীই এখন একটি ওয়েব সিরিজে দেখানো হবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অলমাইটি মোশন পিকচার এই ওয়েব সিরিজটি তৈরি করবে। প্রতিবেদনে বলা হয়েছে, এর তিনটি সিজন থাকবে এবং আগামী ৬-৭ মাস পর শুটিং শুরু করা যাবে। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, যার ওপর গবেষণা চলছে। সঠিক গবেষণা ছাড়া এত বড় গল্প দেখানো অন্যায় হবে বলে জানিয়েছে সূত্রটি। রিপোর্ট অনুযায়ী, ওয়েব সিরিজে এখনও পর্যন্তের ইতিহাসে ফোকাস থাকবে শুধু রতন টাটার উপর নয়। যেহেতু এই সময়ে রতন টাটা বিখ্যাত, মানুষ বুঝবে এটা তার গল্প, কিন্তু পুরো টাটা গ্রুপের যাত্রা এতে দেখানো হবে। রতন টাটা সহ অন্যান্য চরিত্রগুলির সন্ধানও শুরু হবে, তবে তার আগে স্ক্রিপ্টটি সম্পূর্ণ করতে চান নির্মাতারা।   View this post on Instagram   A post shared by Ratan Tata

“এই পার্টি মেয়েদের জন্য নয়”- কংগ্রেসের উপর গুরুতর অভিযোগ তুলে দল ছাড়লেন ফারাহ নাঈম

কংগ্রেস দলের উপর বড় অভিযোগ করে দল ছাড়ল কংগ্রেস মহিলা প্রার্থী ফারাহ নাঈম। ওই মহিলা প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী উপর অভিযোগ তুলে বলেছেন যে তিনি নারী শক্তি উপর ভিত্তি করে আন্দোলন করেছেন।নারীদের পাশে থেকেছেন কিন্তু আজ তিনি মনে করেন কংগ্রেস দল নারীদের জন্য সুরক্ষিত নয়। বুদাউন জেলার শেখুপুর বিধানসভা কেন্দ্র থেকে ফারাহ নাঈমকে প্রার্থী করেছিল কংগ্রেস। নাঈম বৃহস্পতিবার27 জানুয়ারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে দলের সদস্যপদ থেকেও পদত্যাগ করেন। তিনি বলেন তার নিয়ে পার্টিতে বিভিন্ন রকম কুৎসা করা হচ্ছে তিনি নাকি নোংরা মহিলা তার টিকিট পাওয়ার কোনো যোগ্যতা নেই।তাই তিনি মনে করেন জাতীয় স্তর থেকে শুরু করে জেলা স্তরে মহিলাদের সন্মান দেয় না কংগ্রেস পার্টি। তিনি বলেছেন কংগ্রেস সংগঠনে মহিলারা নিরাপদ নয়। টিকিটের জন্য দাবি করেছি, লড়াই করেছি। ওঙ্কার সিং কংগ্রেসের জেলা সভাপতি আমার চরিত্রে কাদা ছুঁড়েছেন, আমাকে থামানোর জন্য মহিলাদের চরিত্রে কাদা ছুঁড়েছেন। তারা বলে যে মুসলিম মহিলাদের টিকিট দেওয়া উচিত নয়,আপনারই বলুন মুসলিম মহিলাদের কেন এইভাবে নিচু দেখানো হচ্ছে।এই অভিযোগগুলো আমাকে অনেক কষ্ট দি

সাংবাদিককে গালাগাল দেওয়ার ভাইরাল ভিডিও, প্রথমবার প্রতিক্রিয়া দিলেন গায়ক কবীর সুমন

কলকাতাঃ  শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বাংলার স্বনামধন্য গায়ক কবীর সুমনকে অকথ্য ভাষায় এক সাংবাদিককে গালিগালাজ করতে শোনা যায়। কবীর সুমনের সাক্ষাৎকার নেওয়ার জন্য ফোন করা সাংবাদিককে ‘মা-বাবা” তুলেও গালাগালি দেন গায়ক। পাশাপাশি সাংবাদিকে চরম অপমানও করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হওয়র পর চারিদিকে নিন্দার ঝড় বয়ে যায়। বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এমন একজন বিশিষ্ট ব্যক্তি যে এতটা খারাপ ভাষা ব্যবহার করতে পারেন, সেটা হয়ত কারও জানা ছিল না। আর এই কারণে চারিদিকে ওনাকে নিয়ে তুমুল সমালোচনা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে, হয়ত নিজের সম্মান রক্ষার্থে তিনি ক্ষমা চাইবেন। কিন্তু না ! কবীর সুমন কোনও ক্ষমা না চেয়ে পাল্টা বলে দিলেন যে, ‘যা করেছি, দরকার হলে আবারও করব”। ওনার এই বয়ানে এটুকু স্পষ্ট যে তিনি কোনভাবেই অনুতপ্ত নন। গায়ক নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফোনে, হোয়াটস্যাপে স্বাভাবিক ভাবেই আমি আক্রান্ত। এটাই হওয়ার কথা। আরও হবে। আমার যায়-আসে না। যা করেছি তা, দরকার হলেই, আবার করব।’ জানা গিয়েছে যে, কবীর সুমনের সেই অডিও ভাইরাল হওয়ার পর কেউ বা কারা সুমনের নম্বর সোশ্যাল মিডিয়ায় ছ

ভারতকে গৌরবময় ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সুপার প্ল্যান, স্বর্ণাক্ষরে লেখা হবে ইতিহাসের পাতায়

Image
নয়া দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হয়ে রয়েছেন এবং এই কারণে তাঁর এজেন্ডা অনুসারে দেশে অনেক কিছুই চলছে। ছোটখাটো অনেক কিছুর পরিবর্তনের পাশাপাশি অনেক বড়সড় পরিবর্তনও ঘটেছে দেশে। এই মুহুর্তে মোদী সরকারের সবথেকে বড় এজেন্ডা হল ভুলে যাওয়া ভারতের আসল নায়কদের জনগণের মধ্যে ফিরিয়ে আনা। সর্দার প্যাটেলের সম্মানে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা, নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মরণে ইন্ডিয়া গেটে তাঁর মূর্তি স্থাপন করা, এসব দেখলেই আপনি মোদী সরকারের সেই এজেন্ডা বুঝতে পারবেন। এছাড়াও দেশের বীর শহীদ জওয়ানদের স্মরণে নির্মাণ করা জাতীয় ওয়ার মেমোরিয়ালও দেশের মানুষের নজর কেড়েছে। দেশে মহাত্মা গান্ধীকে একমাত্র নায়ক আখ্যায়িত করে কাজ শেষ করার প্রথা ভাঙার চেষ্টা করা হয়েছে এবং এর ফলে সেই বীররাও তাদের প্রাপ্য সম্মান পাচ্ছেন, যারা এর দাবিবার। মোদী সরকারের কাজের ফলে এটা সম্ভব যে, ভারতের আগামী প্রজন্ম গান্ধীজিকে যেমন চোখে দেখে আর সম্মান করে, তেমনই  শ্রদ্ধার চোখে অন্য নায়কদের দেখবে এবং সম্মান করবে। আপাতত, অনেক জায়গায় নাম পরিবর্তন করেও ভারতীয় সংস্কৃতিকে নতুন করে জ

২ হাজার কোটি টাকার ঋণ নিয়েও মিটল না সংকট, পেনশন বন্ধ করে দিল কলকাতা পুরসভা

Image
কলকাতাঃ প্রকট হয়েছে চরম আর্থিক সংকট, আর এই কারণেই বন্ধ হয় গেল কলকাতা পুরসভার পেনশন। প্রজাতন্ত্র দিবসের পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয় যে আর্থিক সংকটের কারণেই পেনশন বন্ধ করা হচ্ছে। আচমকাই নেওয়া এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন পুরসভার অবসপ্রাপ্ত কর্মীরা। বিগত ৮-৯ মাস ধরে প্রাপ্য বকেয়া না মেলার পর পেনশনও বন্ধ হয়ে যাওয়ায় জীবন দুর্বিষহ হয়ে পড়েছে তাদের। যদিও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে ওঠার আশা যুগিয়েছেন। তবে মেয়র আশ্বস্ত করার পরেও কবে পেনশন পাবেন সেই নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে পুরসভার অবসপ্রাপ্ত কর্মীদের মধ্যে। একেতেই করোনার ভ্রুকুটি, তারমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি! এমতবস্থায় তাদের সংসার কীভাবে চলবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিপুল জনসমর্থন পেয়ে কলকাতা পুরসভায় ফের জয়ী হয় শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর দ্বিতীয়বারের জন্য মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম।  দ্বিতীয়বার মেয়র পদে শপথ নেওয়ার দিনই ফিরহাদ হাকিম বলেছিলেন, বিপুল ঋণ মাথায় নিয়ে তিনি ফের মেয়রের চেয়ারে বসছেন। এই আর

সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আজব মন্তব্য জাভেদ আখতারের, ধুয়ে দিল নেটিজেনরা

Image
নয়া দিল্লিঃ  গীতিকার জাভেদ আখতার সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং প্রায়শই দেশে এবং বিদেশে চলমান ইস্যুতে নিজের মতামত দেন। সম্প্রতি, টুইট করে তিনি স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুকে প্রণাম করে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি নিয়ে নিজের মতামত দিয়েছেন। জাভেদ আখতার মনে করেন, কেন্দ্রের ধারণা ঠিক, কিন্তু মূর্তি করা ঠিক নয়। গীতিকারের এই টুইট এখন ভাইরাল হচ্ছে। জাভেদ আখতার একটি টুইট করেছেন, যেখানে তিনি ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘নেতাজির মূর্তি নিয়ে ধারণা ভালো, কিন্তু মূর্তি নিয়ে পছন্দ ঠিক নয়। দিনভর এই মূর্তিকে ঘিরে যান চলাচল অব্যাহত থাকবে এবং প্রতিমাটি স্যালুট করার ভঙ্গিতেঁ দাঁড়িয়ে। এটা তার খ্যাতি অনুযায়ী নয়। তাকে হয় মূর্তির কাছে বসে থাকতে হবে অথবা বাতাসে হাত নাড়তে হবে যেন কেউ স্লোগান দিচ্ছে।” জাভেদ আখতারের এই টুইটে নেটিজেনরা প্রচুর মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘জাভেদ স্যার, অনুগ্রহ করে একবার এটাও বলুন যে দিনে পাঁচবার নামাজ পড়ার চিন্তাটা ঠিক কিন্তু লাউডস্পিকার ব্যবহার করা ঠিক নয়। নামাজ একটি ব্যক্তিগত মুহূর্

দেশে অসহিষ্ণুতা বাড়ছে, মোদী আমলে সংখ্যালঘুরা ভারতে বিপদে: হামিদ আনসারী, প্রাক্তন উপরাষ্ট্রপতি

Image
কিছু ব্যাক্তি থাকেন যারা ভারত (India)দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বিশ্ববাসী কে জানিয়ে দেশের মান ও সম্মান কে বিশ্ব দরবারে প্রতিস্থাপন করে। কিছু এমনও মানুষ আছেন দেশ কথা না ভেবে ভুল মন্তব্য করে দেশবাসীর মাথা বিশ্ব দরবারে নত করতে বাধ্য করে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারী (Hamid Ansari)। উনার মন্তব্য দেশজুড়ে বিতর্ক তৈরী করেছে প্রজাতন্ত্র দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যত ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতে অসহিষ্ণুতা বেড়েছে। তার দাবি মুসলিমরা সুরক্ষিত নয়। তিনি বলেন, ভারত তার সাংবিধানিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। ইন্ডিয়ান-আমেরিকান মুসলিম কাউন্সিল (আইএএমসি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন হামিদ আনসারি। IAMC মূলত ভারত বিরোধী হিসেবেই পরিচিত। হামিদ আনসারি বলেছেন যে সাম্প্রতিক বছরগুলিতে এমন যাচ্ছে যা প্রতিষ্ঠিত নাগরিক জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিরুদ্ধে ।জাতীয়তাবাদ কে ব্যাবহার করে হিংসা তৈরি করার চেষ্টা চালানো যাচ্ছে। ভারত সরকার চাই নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতাকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ হিসেবে উপস্থাপন করে এবং রাজনৈতিক ক্ষমতাকে একচ

গোয়ায় তৃণমূলের টিকিটে লড়বেন না, প্রার্থীপদ প্রত্যাহার করে বড় ঘোষণা লুইজিনহো ফেলেইরোর

পানাজিঃ নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থীদের নামও। আর এরই মধ্যে গোয়ায় তৃণমূলের সবথেকে হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ লুইজিনহো ফেলেইরো তৃণমূলের প্রার্থী তালিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। প্রাক্তন কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর কাঁধে ভর করেই গোয়ায় বৈতরণী পার করার চেষ্টায় ছিল তৃণমূল কংগ্রেস। ঘুঁটিও সাজানো হয়ে গিয়েছিল ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। কিন্তু বিগত কয়েকদিন ধরেই সৈকত রাজ্যে ব্যাকফুটে চলে যাচ্ছে তৃণমূল। একের পর এক নেতা বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল ছাড়ছেন। আর এরই মধ্যে লুইজিনহো ফেলেইরোর এই সিদ্ধান্তে ফের জল্পনা উঠেছে। উল্লেখ্য, কয়েকমাস আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন লুইজিনহো ফেলেইরোর। তৃণমূলের পক্ষ থেকেও তাঁকে যোগ্য সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। লুইজিনহো ফেলেইরোর নেতৃত্বেই গোয়ায় এগিয়ে চলছিল তৃণমূল। এমনকি শিবসেনা, এনসিপি আর মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির সঙ্গে জোটও করেছে তৃণমূল। গোয়ায় বিজেপিকে উৎখাত করাই যে তৃণমূলের প্রধান লক্ষ্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন

ঘরের মধ্যে রেখে দিন এই কয়েকটি জিনিস, কোনদিনও হবে না টাকার অভাব! দূর হবে সব সমস্যা

Image
কলকাতাঃ বর্তমান সময়ে ভালোভাবে জীবনধারণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল টাকাপয়সা। যেটা ছাড়া টিকে থাকা তো দূর, হবে না খাদ্যের সংস্থানও। যেই কারণে প্রত্যেকেই অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করতে থাকেন। কিছু মানুষের স্বল্প প্রচেষ্টাতেই মা লক্ষ্মী সদয় হন আবার কেউ কেউ যতই পরিশ্রম করুন না কেন টাকা তাঁদের কাছে থাকতেই চায় না। জ্যোতিষ শাস্ত্রের মতে, বাড়ির বাস্তুদোষের কারণে মা লক্ষ্মী রুষ্ট হন। যার ফলেই ঘটতে থাকে অর্থসংকট। তবে, খুব সহজেই সমাধান করা যায় এই বাস্তুদোষের। চারটি প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে রাখলেই কেটে যায় এই দোষ। পাশাপাশি, বাড়িতে অর্থাগমও ঘটে। বর্তমান প্রতিবেদনে জেনে নিন সেই সম্পর্কে। ১. ঘোড়ার নাল: ঘোড়ার নালে লেবু-লঙ্কা সুতো দিয়ে ঝুলিয়ে ঘরের দরজার মাঝখানে রেখে দিতে হবে। এতে বাড়িতে কারুর নজর পড়েনা। পাশাপাশি, এটা বাড়িকে সুরক্ষিত রাখে এবং সর্বদা সুখ-শান্তি বজায় রাখতেও সাহায্য করে। এছাড়াও, এটি বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে দেয়। ২. উইন্ড চাইম: ঘরে উইন্ড চাইম বসানো থাকলে তা ইতিবাচক শক্তির যোগাযোগ বাড়ায়, যা সরাসরি আমাদের ভাগ্যকে প্রভাবিত করে। উইন্ড চাইমের আওয়াজ ঘরের বাস্তু দোষ দূর করে

‘ভগবান ব্রায়ের সাইজ মাপেন” বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বলিউড তারকা

Image
ভোপালঃ  মধ্যপ্রদেশের ভোপালের এক টিভি অভিনেত্রী বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন। একটি ওয়েব সিরিজের প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে গিয়ে শ্বেতা তিওয়ারি বলেছেন যে, ঈশ্বর ব্রা’য়ের সাইজ মাপছেন। তিনি মজার ভঙ্গিতে একথা বললেও, সেই বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র ভোপাল কমিশনার মকরন্দ দেউসকরকে এই বিষয়ে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মনীশ হরিশঙ্করের ওয়েব সিরিজ শো-টপার্সের শুটিং চলছে মধ্যপ্রদেশে। আর এই কারণে রোহিত রাই, কানওয়ালজিৎ, সুরভরাজ জৈনের সঙ্গে ভোপালে রয়েছেন শ্বেতা তিওয়ারি। প্রচার অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করেন শ্বেতা তিওয়ারি। এই নিয়ে তোলপাড় শুরু হতেই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন যে আমি সেই ভিডিও দেখেছি। শুনেওছি। আমি এই বক্তব্যের নিন্দা জানাই। আমি ভোপাল পুলিশ কমিশনারকে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে ভোপালের পুলিশ কমিশনার মকরন্দ দেউসকর বলেছেন যে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছি। বিষয়টি আমাদের নজরেও এসেছে। কী

চীনকে দ্বিগুণ গতিতে পিছনে ঠেলছে ভারত, এই দুই দেশে করে দেখাল বড়সড় কামাল

Image
নয়া দিল্লিঃ  ভারত আজ এশিয়ায় একটি খুব বড় এবং শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং আমরা এটি খুব ভাল করেই জানি যে, কোনও দেশ যদি সত্যিই চীনকে চ্যালেঞ্জ করার মতো থাকে, তবে সেটা একমাত্র ভারত। এই কারণে ভারত ও চীন উভয়ই এশিয়ার বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। বিগত কয়েক বছরে চীনের পাল্লা ভারী হচ্ছিল, কিন্তু বদলে যাওয়া সময়ের সঙ্গে বিভিন্ন দিক থেকে এগিয়ে যাচ্ছে ভারত। অতি সম্প্রতি অনেক নেপালি কর্মকর্তা এবং সেখানকার মিডিয়া রিপোর্টে দাবি করেছে যে, ভারত অনানুষ্ঠানিকভাবে নেপালকে বলেছে যে, জলবিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে নেপালে যে বিদ্যুত উৎপাদিত হয় তা ভারত তখনই কিনবে, যখন সেটি শুধুমাত্র নেপালের বা অ-চীনা বিনিয়োগে তৈরি হবে। আর সেই ভয়েই এখন নেপাল ধীরে ধীরে চীনকে তার বিদ্যুৎ খাত থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। প্রকৃতপক্ষে, নেপাল একটি বিশেষ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে, তাঁরা প্রবাহিত বিভিন্ন নদী থেকে কয়েক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ভারত ও ভুটানে রপ্তানি করে কয়েক বিলিয়ন ডলার আয় করা করবে। নেপালের এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বিনিময়ে ভারত তাঁদের চীনা বিনিয়োগ থ

মাসে মিলবে ১ লাখ টাকার পেনশন, অবসর জীবনের চিন্তা হবে দূর করবে কেন্দ্রের এই স্কিম

Image
নয়া দিল্লিঃ প্রবীণ নাগরিকদের জন্য এবার বিরাট সুখবর। বার্ধক্যের সময়ে যাতে অর্থনৈতিক ভাবে কোনো দুর্বলতা না থাকে সেই কারণে এবার নতুন একটি যোজনা শুরু করছে সরকার। বর্তমানে ৬০ বছরের বেশি বয়সীদের জন্য “PradhanMantri Vaya Vandana Yojana” শুরু করা হয়েছে। এর যোজনার অধীনে, বার্ষিক ১,১১,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে। এর আগে এই পেনশন যোজনার মেয়াদ ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকলেও পরবর্তীকালে তা ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। এই স্কিমে যোগদানের সর্বনিম্ন বয়স হল ৬০ বছর৷ অর্থাৎ ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এতে বিনিয়োগ করতে পারবেন। এই যোজনায় বিনিয়োগের অধীনে কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই। এই স্কিমে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। সমগ্র স্কিমটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় জীবন বীমা নিগমের (LICI) ওপর। এই যোজনায় পেনশন পেতে গেলে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পরেই গ্রাহকেরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক পদ্ধতিতে পেনশন বেছে নিতে পারেন। এই স্কিমের অধীনে, প্রতি মাসে ১০০০ টাকার পেনশনের জন্য ১,৬২,১৬২ টাকা বি

মাত্র ৮ হাজার টাকা বিনিয়োগে পেয়ে যান ৭ লক্ষ টাকা, দুরন্ত অফার দিচ্ছে পোস্ট অফিস

Image
নয়া দিল্লিঃ  বর্তমান সময়ে বাজারে বিনিয়োগকারীদের জন্য অনেক বিকল্প রয়েছে। বিভিন্ন সব আকর্ষণীয় স্কিমের দৌলতে অনেক সময় গ্রাহকেরা বুঝতে পারেন না সঠিক বিনিয়োগের মাধ্যমটিকে। তাই, মাঝে মাঝেই বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির একটা ব্যাপার থেকেই যায়। যেই কারণে অনেক বিনিয়োগকারী কম রিটার্ন সহ নিরাপদ বিনিয়োগ স্কিম পছন্দ করেন। কারণ সেক্ষেত্রে ঝুঁকি কম থাকে। তবে, আমাদের দেশে পোস্ট অফিস প্রথম থেকেই বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় থাকে। পাশাপাশি, এই প্রতিষ্ঠান ভরসাযোগ্যও। ইতিমধ্যেই পোস্ট অফিস বিভিন্ন যুগোপযোগী স্কিমও নিয়ে আসছে সব বয়সের গ্রাহকদের জন্য। যে কারণে বিভিন্ন বিকল্পের মাঝেও পোস্ট অফিসের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং পাশাপাশি তা ভালো রিটার্নও দেয়। এই স্কিমটি সরকারের গ্যারান্টি স্কিমের সাথে আসে। এখানে কোনো সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই। যে কারণে বিনিয়োগকারীরা তাঁদের প্রয়োজন মত বিনিয়োগ এখানে করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ পাঁচ বছরের জন্য করা গেলেও পরে তা আরও ৩ বছরের জন্য বাড়ানো যেতে পারে। রেকারিং ডিপোজিট স্কিমে ৭.৪%

ভারতের প্রথম জাতীয় সঙ্গীত শেয়ার করলেন কঙ্গনা রানাওয়াত, ভাইরাল ভিডিও দেখে চটল নেটিজেনরা

মুম্বইঃ  বলিউড ইন্ডাস্ট্রির ‘পাঙ্গা গার্ল’ অর্থাৎ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত চলচ্চিত্রের চেয়ে তার বক্তব্যের কারণেই বেশি আলোচনায় থাকেন। তিনি প্রায়শই এরকম কিছু বলেন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যার কারণে তিনি ট্রোলারের নিশানায় আসেন। আবারও একই ঘটনা ঘটল কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে, কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় একটি অদেখা ভিডিও শেয়ার করেছেন, যা স্বাধীনতার সাথে সম্পর্কিত। এই ভিডিওটিকে দেশের প্রথম জাতীয় সঙ্গীত বলে বর্ণনা করেছেন কঙ্গনা। একটি কালো এবং সাদা ভিডিও কঙ্গনা রানাওয়াত তার অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ভিডিওটি মোট 3 মিনিট 16 সেকেন্ডের, যা একটি লাল পতাকা দিয়ে শুরু হয়। এর পর অনেক ভিজ্যুয়ালসহ ভিডিওতে গানটি শোনা যাচ্ছে। এই ভিডিওটির সাথে কঙ্গনা রানাওয়াতের লেখা ক্যাপশন দেখে সবাই হতবাক। এই ভিডিওটির সাথে কঙ্গনা রানাওয়াত ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রথম জাতীয় সঙ্গীত। আমাদের সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অগ্রিম শুভেচ্ছা।” কঙ্গনা রানাওয়াতের এই পোস্টে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ক্রমাগত তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে কঙ্গনার প্রশংস

‘খাকি পরে দাগ নেব না” মমতার চোখে চোখ রেখে বলেছিলেন IPS নগেন্দ্র, পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

Image
কলকাতাঃ  নন্দীগ্রামের একাধিক কেন্দ্রে এদিন তৃণমূল পোলিং এজেন্ট দিতে না পারার অভিযোগ নিয়ে সরব হয়েছিল। এমনকি সেদিন নন্দীগ্রামের বয়ালের বুথের বাইরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা IPS অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে বলেছিলেন ‘তোমাকেও অনেকবার বলা হয়েছে।’ তার জবাবে তিনি বলেন, ‘আমি সাকালে ব্যক্তিগত ভাবে দেখে গিয়েছি, তেমন কিছু ছিল না।’ তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই থেমে না থেকে বলেন, ‘কিচ্ছু লাভ নেই। ওসব তোমরা শিখিয়ে দাও।’ মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে তাঁকে দায়ী করতেই নগেন্দ্র ত্রিপাঠি, উর্দির কলার ছুঁয়ে বলেন, ‘ম্যাডাম এই খাকি পরে এই দাগ নেই না।’ এরপর তিনি মুখ্যমন্ত্রীকে সেখানে শান্তিপূর্ণ ভোট হওয়ার আশ্বাস দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। একজন মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে এহেন মন্তব্য করার জেরে IPS নগেন্দ্র ত্রিপাঠী বাহবা কুড়িয়েছিলেন। রাতারাতি তিনি সবার চোখে নায়কও হয়ে গিয়েছিলেন। সেদিন তিনি বুঝিয়েছিলেন যে, কোনও নেতা, মন্ত্রীর আগে গণতন্ত্রকে রক্ষা করাই পুলিশের আসল কাজ এবং উদেশ্য। এই ঘটনার প্রায় একবছর হতে চলল। আর এবার সেই দাপুটে IPS নগেন্দ্র ত্রিপাঠীকে বড় সম্মান দিতে চলেছেন রাষ্ট্র

আমেরিকার ৫০ লক্ষ টাকার চাকরি ছেড়ে ভারতে এসেছিলেন সন্তোষ, IPS হয়ে দাঁড়াচ্ছেন গরিবদের পাশে

Image
নয়া দিল্লিঃ  সরকারী পোস্টে চাকরি পাওয়াটা যে একটা ভালো জীবনযাপনের উপায় সেটাই জরুরী নয়, তবে ভারতে এমন অনেক যুবক আছেন যারা সিভিল সার্ভিসের জন্য প্রস্তুত হচ্ছেন তবে ভালো জীবনযাপনের জন্য নয় বরং দেশের সেবা করার জন্য। এই কারণেই আমাদের দেশে সন্তোষ মিশ্রের মতো আইপিএস অফিসাররা কাজ করছেন, যিনি আমেরিকায় লাখ টাকার প্যাকেজ ছেড়ে দেশের সেবা করার জন্য সিভিল সার্ভিসে যোগ দিয়েছেন। আইপিএস সন্তোষ মিশ্রের বাবা, যিনি বিহারের পাটনা জেলার বাসিন্দা, তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন, বর্তমানে তিনি অবসর নিয়েছেন। বাবার কারণেই ছোটবেলা থেকেই সন্তোষের মনে দেশসেবার বোধ গড়ে উঠেছিল, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃঢ় হতে থাকে। দ্বাদশ শ্রেণী পাশ করার পর সন্তোষ মিশ্র পুনে ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেন এবং তারপর একটি ইউরোপীয় কোম্পানিতে কাজ শুরু করেন। সন্তোষ 4 বছর ইউরোপে কাজ করেছিলেন, তারপরে তিনি আমেরিকায় চলে যান। সন্তোষ মিশ্র মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি সফ্টওয়্যার কোম্পানিতে প্রায় 7 বছর কাজ করেছিলেন, যেখানে তার বেতন ছিল 50 লাখ। কিন্তু সন্তোষ সেই চাকরি চালিয়ে যে

ভারতের প্রথম স্বয়ংক্রিয় মেশিন, এক ঘণ্টায় তৈরি হয় ১২ হাজার ইট! বিদেশেও বাড়ছে চাহিদা

নয়া দিল্লিঃ  যে কোনও বাড়ি বা বহুতল ভবন তৈরি করতে প্রচুর ইট প্রয়োজন। আর এই ইটের কারণেই একটি শক্তিশালী আশ্রয় প্রস্তুত করা হয়। কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্যমান বিভিন্ন ভাটায় ইট তৈরি একটি দীর্ঘ প্রক্রিয়া, যার কারণে সারা দেশে বাড়ি তৈরিতে ইট ব্যবহার সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু হরিয়ানায় এসএনপিসি নামের একটি স্টার্টআপ কোম্পানির মালিক এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন এবং একটি স্বয়ংক্রিয় ইট তৈরির মেশিন তৈরি করেছেন। এই কোম্পানির মালিক সতীশ চিকারা, যিনি 1 ঘন্টায় 12 হাজার ইট তৈরির একটি স্বয়ংক্রিয় মেশিন আবিষ্কার করেছেন। হরিয়ানার বাওয়ানায় বসবাসকারী সতীশ চিকারা একটি স্বয়ংক্রিয় ইট তৈরির মেশিন আবিষ্কার করেছেন, যার ক্ষমতা 1 ঘন্টায় 12 হাজার ইট প্রস্তুত করার। প্রকৃতপক্ষে, সতীশ 2007 সালে অংশীদারিত্বে ইট ভাটার কাজ শুরু করলেও দীর্ঘদিন ইট তৈরি কম হওয়ায় এবং বৃষ্টিতে ইট নষ্ট হয়ে যাওয়ায় তাকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এমতাবস্থায়, সতীশ বুঝতে পারলেন যে কারিগরদের সাহায্যে ইট প্রস্তুত করতে আরও সময় এবং অর্থ লাগে, তাই তিনি একটি ইট তৈরির মেশিন বানানোর করার সিদ্ধান্ত নেন। এই কাজের জন্য, সতীশ ত

সাউথের সিনেমা দেখে বলিউডের কিছু শেখা উচিত: কঙ্গনা রানাউত

Image
আল্লু অর্জুন এর নতুন সিনেমা পুস্পা সুপারহিট হয়েছে। চারিদিকে শুধু আল্লু অর্জুন এর অভিনয় প্রশংসা হচ্ছে।এই সিনেমা নিয়ে মন্তব্য করলেন মানিকার্নিকা খ্যাত কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। শুধু তাই নয় এর পাশাপাশি বলিউড সুপারস্টার দের দিলেন পরার্মশ। কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরি তে আল্লু সিনেমা পুস্পা ও চ্যাপ্টার 2′-এর লুকের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি সামান্থা রুথ প্রভুর আইটেম গান ‘ও আন্তাভা’ এর তেলেগু ভার্সন ও দক্ষিণের সিনেমার বিষয়বস্তু এবং সুপারস্টারদের প্রশংসা করেছেন। এই পোস্টে, কঙ্গনা আল্লু অর্জুন এবং যশের প্রশংসা করেছেন এবং ব্যাখ্যা করেছেন কেন দক্ষিণের সিনেমার টপিক এবং সেখানকার অভিনেতাদের এত পছন্দ তার। প্রথম কারণ হিসেবে তিনি লিখেছেন, দক্ষিণের নির্মাতারা তাদের ভারতীয় সভ্যতার সাথে সম্পূর্ণভাবে যুক্ত।ভারতের সংস্কৃতি কে তার সন্মান করে। দ্বিতীয় তারা তাদের পরিবারকে ভালোবাসে এবং খুব ঐতিহ্যবাহী, এবং তারা পশ্চিমা সভ্যতা দ্বারা আধিপত্য বিস্তার করেনি। আর তারা পেশাদারিত্ব এবং ভারত প্রেমিক। দক্ষিণভারতেও সিনেমার প্রশংসা করার পর অভিনেত্রী বলিউড সিনেমার পরিবারতন্ত্র রাজনীতি ও বলিউড সিনেম

ইমরান খানকে ঘাড় ধরে সরানোর প্রস্তুতি নিল পাকিস্তান, তৈরি হল বিশাল ঐক্য

Image
নয়া দিল্লিঃ  ‘যখন সময় খারাপ যায়, তখন উটে বসা মানুষকেও কুকুরে কামড় দেয়”। এই প্রবাদবাক্যটি অনেক কিছু ঘটার সম্ভাবনা থাকে। পাকিস্তানের কথাই ধরুন। ইমরান খান হল সেই ঢোল যাকে যে কেউ, যে কোনও সময় বাজাচ্ছে। দেশের বাইরে বিশেষ করে ভারতের ক্ষেত্রে এটা একবার বোধগম্য, তবে পাকিস্তানের জনগণই ইমরান খানকে বিপর্যস্ত করে চলেছে, যার জেরে ইমরান খান নিজেও আশঙ্কা প্রকাশ করেছেন। ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার অবস্থানের জন্য কম এবং তার নির্বোধ, শিশুসুলভ ও ভিত্তিহীন মন্তব্যের জন্য বেশি পরিচিত! পাকিস্তানের বিরোধী দলগুলো জাল নির্বাচন পরিচালনা করে এবং একজন “পুতুল” প্রধানমন্ত্রী বসানোর কারণে ইমরান খান ও সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি জোট গঠন করেছে। প্রকৃতপক্ষে, মূল্যস্ফীতির বিশাল বৃদ্ধি এবং মৌলিক পণ্যের অনুপলব্ধতার কারণে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে। ইমরান খানের সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের সুযোগ নিয়ে বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর দ্রুত বরখাস্ত নিশ্চিত করতে চায়, যার মেয়াদ এখনও দেড় বছর বাকি। ইমরান খানকে অক্ষম ও অ