কালনায় নতুন ব্রিজ হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ

কালনার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।কালনায় নতুন ব্রিজ হবে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার পূর্ব-বর্ধমানের কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সরকারি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন
কালনায় গঙ্গার উপর নতুন ব্রিজ নির্মাণ হবে।
।খরচ হবে একহাজার কোটি টাকা।জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।জোর করে জমি নেওয়া হবে না।ক্ষতিপূরণ দিয়ে জমি নেবে সরকার।এই সভামঞ্চ থেকে।এদিন মুখ্যমন্ত্রী ১৪ টি প্রকল্পের শিলান্যাস ও ১৪টি প্রকল্পের উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী কৃষকদের আয় নিয়ে কেন্দ্রেকে কটাক্ষ করেন।কেন্দ্র বলছে কৃষকদের আয় দ্বিগুণ করবে।আমরা এরমধ্যে কৃষকদের আয় তিনগুণ বাড়িয়েছি।

বর্ধমান জেলা কৃষিপ্রধান জেলা।মুখ্যমন্ত্রী বলেন,কৃষিপ্রধান বর্ধমান চাষীদের স্বার্থে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।বর্ধমান জেলায় আছে মাটি তীর্থ।২৭৬৮কোটি টাকায় তৈরি হবে নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা। প্রকল্প হলে সেচের চিন্তা দূর হবে।আগামী ২-৩বছরে পরিকল্পনার ফল মিলবে।কৃষকদের সব খাজনা মকুব করা হয়েছে।এটা জানাতে প্রচার চালাতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সাত বছরে ৪৩০টি প্রশাসনিক বৈঠক করেছি।তিনি বলেন,১০০দিনের কাজে এবারও বর্ধমান জেলা প্রথম হয়েছে।

তিনি আরও বলেন,মেদিনীপুর থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছে। যার খরচ ৩২০০কোটি টাকা।
তিনি বলেন,কেন্দ্র ছাড়পত্র দিলেই পাঁচামি খনির কাজ শুরু হবে।১২হাজার কোটি টাকা ব্যয়ে।লক্ষাধিক মানুষের কাজ হবে।
সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর।মানুষকে নিয়ে ছেলেখেলা বন্ধ করুন।শুধু দিতে হবে করে আন্দোলন।

এদিনের মুখ্যমন্ত্রীর সরকারি সভায় ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস,মন্ত্রী স্বপন দেবনাথ,সাংসদ, বিধায়করা সহ প্রশাসনের আধিকারিকরা।

The post কালনায় নতুন ব্রিজ হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on BanglaHunt.



from BanglaHunt https://ift.tt/2zy9sDr
via Bangla News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag