২০১৮তে কাশ্মীরে খতম ৩১১ জঙ্গি, জানাল সেনা

শ্রীনগর: চলতি বছর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে সবথেকে বেশি সংখ্যাক জঙ্গি মারা গিয়েছে৷ উপত্যকাকে জঙ্গি মুক্ত করতে কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনাকে ‘ফ্রিহ্যান্ড’ দেওয়ায় মিলেছে সাফল্য৷

প্রতি বছর কাশ্মীরে গড়ে ২০০র বেশি জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে মারা যায়৷ এবার সংখ্যাটা অনেকটাই বেশি৷ সোমবার লিউটেন্যান্ট জেনারেল অনিল ভট্ট জানান, সেনা, কাশ্মীর পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের সম্মিলিত শক্তি জঙ্গি নিধন অভিযানে আরো গতি এনেছে৷ তাছাড়া কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে কেন্দ্রীয় সরকার সেনাকে কাজ করার স্বাধীনতা দিয়েছে৷ তার উপর ভর করেই এসেছে সাফল্য৷

প্রসঙ্গত এদিনই ভারতের কায়দায় কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা করে পাকিস্তান৷ কিন্তু পাক সেনার সেই ছক বানচাল করে দেয় ভারতীয় জওয়ানরা৷ পাকিস্তানের দুই ব্যাট সেনা মারা গিয়েছে৷ সেই ঘটনার কথা উল্লেখ করে জেনারেল ভট্ট জানান, সোমবার সকাল পর্যন্ত জঙ্গি মৃত্যুর সংখ্যা ৩১১৷ এর মধ্যে অনেক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাও আছে৷

এছাড়া ৫৮ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ পাঁচজন আত্মসমর্পণ করেছে৷ চলতি বছর রমজান মাস জুড়ে শর্তসাপেক্ষে জঙ্গি নিধন অভিযান বন্ধ রাখে ভারতীয় সেনা৷ তখনও জঙ্গিদের তরফে কম হামলা হয়নি৷ রমজান মাস শেষ হতেই আগের থেকে আক্রমণাত্মক মেজাজে ময়দানে নামে সেনা৷ একের পর এক অপারেশনে জঙ্গিদের খতম করে৷

The post ২০১৮তে কাশ্মীরে খতম ৩১১ জঙ্গি, জানাল সেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag