কংগ্রেস শাসিত রাজ্যে কালেক্টরের পায়ে ধরে কৃষকের কাঁদার ভিডিও ভাইরাল

মধ্যপ্রদেশের শিবপুরি এলাকার এক কৃষক কালেক্টরের অফিসে গিয়ে সাহায্যের জন্য কাতর আবেদন করতে থাকল। ওই কৃষক নিজের কথা জেলার উচ্চ পদস্থ অফিসারের কাছে পৌঁছানর চেষ্টায় ছিলেন। আনুমানিক দুঘন্টা অপেক্ষা করার পর কালেক্টর ম্যাডাম বাড়ি যাওয়ার জন্য অফিস থেকে বেরালেই, কৃষক ওনার পায়ে পরে কাকুতি মিনতি করতে থাকেন।

সাহাজ্য চাওয়ার পর কালেক্টর ওই কৃষককে বলেন, ‘তুমি আপাতত এখানে বসে থাকো। আমি এক অফিসার পাঠিয়ে ঘটনার তদন্ত করছি” কৃষক জানান, সে প্রায় ৬ মাস আগে একটি ট্র্যান্সফারমার এর জন্য এলাকার সুপারভাইসরকে টাকা দিয়েছিল। কিন্তু এখনো তাঁর কাজ করে দেয়নি সে।

উনি আরও জানান, সে সাহায্যের জন্য অনেক জেলা আধিকারিক এর কাছেই গেছিলেন, কিন্তু কেউ ওনার সাহাজ্য করেনি। এই ঘটনা গত ২৮ ডিসেম্বরের। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আধিকারিকদের টনক নড়ে।



from News Express http://bit.ly/2GOrXJX
via BJP

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা