বছরের শুরুতে নিজেকে বদলে ফেলুন…

নতুন বছরে নিজেকে পালটে ফেলুন৷ অভ্যাস করুন নতুন কিছুর৷ বদলে ফেলুন নিজেকে৷ বছরের শুরুতেই যদি নিজের কিছু অভ্যাস গুলি বদলে নিতে পারেন৷ তাহলে দেখবেন বছরটা শুরু থেকে শেষ ভালো যাবে৷

প্রতিদিন মেডিটেশনের অভ্যাস করুন৷ এতে সারাটা দিন অনেক সতেজ থাকতে পারবেন৷

রাতে ঘুমানোর আগে গোটা দিনের সফলতা ও ব্যর্থতাকে গ্রহণ করে নিন৷ পরেরদিনের জন্যে প্রস্তুত হয়ে যান৷

যেকোনো পরিস্থিতিতে মানুষের প্রতি প্রতিক্রিয়া দেখানোর আগে ৫ সেকেন্ডের জন্যে ভেবে নিন৷

উদ্দেশ্য এবং জীবনের পছন্দের বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিন৷

জীবনের নানা বিষয়ের প্রতি নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন৷

প্রতিদিন কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটিয়ে আসুন৷

নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করুন৷ এবং যে কোনও পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে প্রস্তুত থাকুন৷

নিজের শিক্ষা ও জ্ঞানকে অন্যের মাঝে ছড়িয়ে দিন৷

শর্তহীনভাবে নিজেকে ভালোবাসুন৷ আপনি যেমনই হন না কেন, মনে আক্ষেপ রাখবেন না৷

নিজের পছন্দ ও ভালোবাসার বিষয়গুলো কি কি তা লিখে রাখুন৷

অতীতের বিষয়ে নিজেকে এবং অন্যদের ক্ষমা করতে শিখুন৷

কোনও কথা বিশ্বাস করার আগে প্রশ্ন করে যাচাই করে নিন৷

প্রতিদিন ভালোবাসা ও দয়াশীলতা প্রদর্শন করুন৷

লেনদেনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করুন৷

নিয়ন্ত্রণের বাইরে যেন কিছু না যায় তার প্রতি খেয়াল রাখুন৷ গুরুত্বপূর্ণ বিষয়ের জন্যে শক্তি সঞ্চয় করে রাখুন৷

ভালোবাসা ও আনন্দের মধ্যে জীবনের সিদ্ধান্ত নিন৷

এগিয়ে যাওয়ার চেষ্টা করুন৷ নিখুঁত হতে নয়৷

নিজের জীবনকে উপভোগ করতে সচেষ্ট থাকুন৷ কারণ এটা আপনারই জীবন৷

প্রতিদিন ডাইরি লেখার অভ্যাস গড়ে তুলুন৷ লেখার মধ্যে দিয়ে নিজেকে নিজে আবিষ্কারের চেষ্টা করুন৷

যে কোনও ছোট ছোট বিষয়গুলি উপভোগ করুন৷

নিজের মধ্যে গুণগুলো খুঁজে বের করতে চেষ্টা করুন৷

সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন৷

পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন৷

সমস্যার থেকে সমাধানের দিকে বেশি নজর দিন৷

যেটুকু আছে সেইটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করুন৷ কোনও কিছুতে আক্ষেপ করবেন না৷

সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন৷ তারপর ঠিক করে ফেলুন সারা দিনটা কী করে কাটাবেন৷

সঙ্গী, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান৷ কারণ এরা জীবনের অনেকটা জায়গা জুড়ে থাকে৷

নিজের সফলতাকে নতুনভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করুন৷

ভয় দূর করতে ভয়ের মুখোমুখি হোন৷

লক্ষ্য স্থির করুন এবং সফলতার দিকে এগিয়ে যান।

ভালোভাবে বেঁচে থাকার চিন্তা করুন। কাজ, খাওয়া, ঘুম, খেলা, ভালোবাসা, সৃষ্টিশীলতা ইত্যাদিকে গুরুত্ব দিন।

আরও বেশি উদার, এবং সহজ হওয়ার চেষ্টা করুন৷ অন্যের কাছে নিজেকে মেলে ধরুন৷ তারা যেন আপনার সঙ্গ উপভোগ করেন৷

The post বছরের শুরুতে নিজেকে বদলে ফেলুন… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag