২০১৮-য় সব থেকে বেশি বিক্রি হওয়া সস্তা ৫টি বাইক

ওয়েবডেস্ক: বছর শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টা বাকি। তার পরেই নতুন বছরের নতুন দিন। এই অবসরে দেখে নেওয়া যেতেই পারে ২০১৮-তে সব চেয়ে কম সস্তা অথচ বেশি বিক্রি হওয়া জনপ্রিয় বাইকগুলিকে।

ডিসেম্বর মাস না শেষ হওয়া পর্যন্ত কোন বাইক ঠিক কত সংখ্যক বাজারে বিক্রি হয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া সম্ভব নয়। তবুও বছরের বাকি ১১ মাসে বিক্রির নিরিখে যে বাইকগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমের আলোচনায় উঠে এসেছে, দেখে নেওয়া যেতে পারে সেগুলির বিবরণ। মনে রাখা প্রয়োজন, এই তালিকা মোট বিক্রির ক্রমতালিকাকে নির্দেশ করে না।

ক্রম. মডেলের নাম দাম শুরু (অন-রোড)
হিরো স্পেলন্ডর ৫৩,০০০ টাকা
বাজাজ সিটি ১০০বি ৩৬,০০০ টাকা
হিরো এইচএফ ডিলাক্স ৪৭,০০০ টাকা
হোন্ডা সিডি ১১০ ড্রিম ৫৪,০০০ টাকা
বাজাজ পালসার ১৫০ ৭০,০০০ টাকা
আরও পড়ুন:

আজই শেষ দিন, মিলিয়ে দেখে নিন এই ৫টা কাজ করেছেন কি না!

এই পরিবর্তনশীল মূল্য নির্ধারণ করা হয়েছে চলতি ডিসেম্বর মাসে কলকাতায় বিক্রি হওয়া গড় দরের উপর ভিত্তি করে। একটু-আধটু হেরফের হলেও আনুমানিক এই দামেই বিকিয়েছে বাইকগুলি।


খবর

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag