সারা বছরে একবারও পারলেন না মেসি, অবাক দুনিয়া

ওয়েবডেস্ক: ২০১৮ ভালোই কেটেছে লিও মেসির। আর্জেন্তিনার হয়ে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে তেমন সাফল্য না পেলেও, বার্সেলোনা জার্সিতে তাঁর সাফল্য অব্যাহত। লা লিগা জিতেছেন, স্প্যানিশ কাপ জিতেছেন।

শুধু তাই নয় সব ম্যাচ মিলিয়ে ইউরোপের শীর্ষ গোলদাতা হয়েছেন (৫১)। একইসঙ্গে গোলও করিয়েছেন সর্বোচ্চ (২৬)। রয়েছে আরও অনেক কৃতিত্ব। তবে সব কিছু করলেও একটি জিনিস করতে পারেননি তিনি। আর তা হল হেডে গোল। ২০১৮-য়ে দেশ এবং ক্লাবের জার্সি মিলিয়ে।

 

২০০৭-র পর যা প্রথম। তাই নিয়েই চতুর্দিকে আলোড়ন।


খবর

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা