২০১৯ স্পোর্টস: কপিলের বিশ্বজয়ের মাঠে বিরাট হাতছানি

স্বাগত নতুন বছর৷ ইংরাজি নববর্ষে শুভেচ্ছা৷ বর্ষবরণে মিশে থাকে আগামীর পথ চলার ভাবনা৷ এই লক্ষ্যে Kolkata 24×7 নতুন করে ভাবছে৷ এতে মিশে আছে ভবিষ্যৎ দেখার ইচ্ছে৷ আমরা এগিয়ে চলেছি, তাই পিছন ফিরে দেখা নয়, আগামীকেই স্বাগত জানাচ্ছি৷ ২০১৯ সালের সম্ভাব্য কিছু ঘটনা তুলে ধরছি৷ বাংলা সংবাদমাধ্যমে এ এক ব্যতিক্রমী প্রচেষ্টা৷ দেশ থেকে বিদেশ, খেলা থেকে মেলা সমস্ত বিষয়ের সব খবর এক ক্লিকে৷ এই প্রতিবেদনে খেলার দশদিক…

বিলেতে ক্রিকেট বিশ্বকাপ: বিশ সাল বাদ! ২০১৯-এ ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসছে বিশ্বকাপের আসর৷ ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হবে দ্য ওভালে ৩০ মে৷ ফাইনাল ১৪ জুলাই ক্রিকেট মক্কা লর্ডসে৷ ১০ দলের বিশ্বসেরার লড়াইয়ে হবে মোট ৪৮টি ম্যাচ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা৷ ইংল্যান্ডের মাটিতে শেষবার ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল ১৯৯৯-এ৷ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া৷

বিশ্বকাপে বিরাটের ভারত: কোনও অঘটন না-ঘটলে বিশ্বকাপে প্রথমবার ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে বিরাট কোহলিকে৷ ২০১৭ জানুয়ারিতে সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন ধোনি হাত থেকে বিরাটের হাতে গেলেও এখনও পর্যন্ত কোনও বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেননি বিরাট৷ ভারতের ম্যাচ ৫ জুন টাইটানিকের শহর সাউদাম্পটনে৷ দু’বারের চ্যাম্পিয়ন ‘মেন ইন ব্লু’-র প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷

টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধন: আইসিসি-র কাঙ্খিত টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে ২০১৯-এ৷ আইসিসি ব়্যাংকিংয়ে প্রথম ৯টি দল নিয়ে টেস্টের বিশ্বসেরার লড়াই শুরু হবে আগামী বছর জুলাইয়ে৷ তিন বছর ধরে লড়াইয়ের পর ফাইনাল হবে ২০২১-এ৷ তবে এ সময়ে পাকিস্তানের সঙ্গে কোনও টেস্ট খেলবে না ভারত৷

ক্রিকেটকে গুডবাই জানাতে পারেন ধোনি: ২০১৯-এর শুরুতে ভারতীয় দলের জার্সিতে দেখা গেলেও বছরের মাঝামাঝি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি৷ ২০১৯-এর মে- থেকে জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে ওয়ান ডে বিশ্বকাপের আসর৷ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাতে পারেন দু-দু’টি বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক৷ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই এবার সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন মাহি৷

ভারতের ক্যারিবিয়ান সফর: বিশ্বকাপের পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল৷ দু’টি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷ ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর৷ ২০১৬ বিরাট কোহলির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতেছিল ভারত৷

মার্কিন মুলুকে ক্রিকেট খেলবে ভারত: ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচ খেলবে কোহলি অ্যান্ড কোং৷ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ৷ তিন ম্যাচের টি-২০ সিরিজে সম্ভবত দু’টি ম্যাচে হবে ফ্লোরিডায়৷ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী ২০২২ পর্যন্ত উত্তর আমেরিকায় প্রতি বছর দু’টি করে টি-২০ ম্যাচ খেলবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ৷

মহিলা ফুটবল বিশ্বকাপ: ৭ জুন, ২০১৯৷ ফ্রান্সের মাটিতে বসতে চলেছে মহিলা ফুটবল বিশ্বকাপের আসর। ২৪টি দেশকে নিয়ে বছরের মাঝামাঝি ফুটবল যজ্ঞ হবে আইফেল টাওয়ারের দেশে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

এএফসি এশিয়ান কাপ: এশিয়ার শক্তিধর ২৪টি ফুটবল খেলিয়ে দেশকে নিয়ে ২০১৯ শুরুতেই বসতে চলেছে এএফসি এশিয়ান কাপের আসর। প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে ভারতও। ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া সেরা এই টুর্নামেন্ট।

কোপা আমেরিকা: সাম্বার দেশে ফের ফুটবলের আসর। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতা কোপা আমেরিকা কাপ। নতুন ফর্ম্যাটে ১২টি দল নিয়ে এই টুর্নামেন্টে চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই।

অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ: অলিম্পিক তথা বিশ্বের প্রথম সারির অ্যাথলিটদের নিয়ে ২০১৯-এ কাতারের রাজধানী দোহায় বসছে ১৭তম অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর৷ চলবে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর৷ অংশ নেবে ভারতীয় অ্যাথলিটরাও৷

The post ২০১৯ স্পোর্টস: কপিলের বিশ্বজয়ের মাঠে বিরাট হাতছানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag