কাদের খান মৃত নয় জীবিত রয়েছেন সে!

বাংলা হান্ট ডেস্ক : এক সময় বলিউডের বিখ্যাত কমেডি স্টার কাদের খান অসুস্থ বেশ কিছুদিন ধরে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোরাফেরা করছে বহুদিন ধরে।

সম্প্রতি, গুজব রটেছে কাদের নাকি মৃত! সবাই তার আত্মার শান্তির কামনা সোশ্যাল সাইটে ‘ RIP ‘ কথাটি লিখছেন। কিন্তু এইসব দেখে বেজায় ক্ষিপ্ত কাদের খানের ছেলে।

কাদের খানের খবর তার ছেলেকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে।’ বাবা মারা যায়নি! এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।শ্বাসকষ্টের কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

তবে সংকটজনক অবস্থায় রয়েছে কাদের খান। তবে হৃদস্পন্দন এখনো চলছে তার! বন্ধ হয়ে যায়নি।কে বা কারা এই গুজব রটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

The post কাদের খান মৃত নয় জীবিত রয়েছেন সে! appeared first on BanglaHunt.



from BanglaHunt http://bit.ly/2LJ61yo
via Bangla News

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা