হেভিওয়েট প্রার্থী দিয়েও জিন্দের উপনির্বাচনে তৃতীয় স্থানে কংগ্রেস!

ওয়েবডেস্ক: হরিয়ানার জিন্দ বিধানসভার উপনির্বাচনে জিতল বিজেপি। হেভিওয়েট প্রার্থী দিয়েও কোনো রকমে তৃতীয় স্থানেই থাকতে হল কংগ্রসকে।

গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণের পর বৃহস্পতিবার ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণলাল মিদ্যা। তিনি প্রায় ১৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।

দ্বিতীয় স্থান দখল করেন জননায়ক জনতা পার্টি (জেজেপি)। তারা কয়েক দিন আগেই সম্পর্ক ত্যাগ করে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের সঙ্গে।

গত বছরের আগস্টে জিন্দের আইএনএলডি বিধায়ক হরিচাঁদ মিদ্যার মৃত্যু হয়। তার পর ছ’মাসের মাথায় এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বারে নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে জিন্দে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার আগাম আভাস থাকলেও ফলাফলে পাল্লা ভারী বিজেপিরই।

সর্বশেষ প্রাপ্ত ভোটের ফলাফল

কৃষ্ণলাল মিদ্যা (বিজেপি): ৪৯,৯২৯টি ভোট

দিগ্বিজয় সুরজেওয়ালা (জেজেপি): ৩৭,৬৮১টি ভোট

রণদীপ সুরজেওয়ালা (কংগ্রেস): ২২,৫৪৭টি ভোট

এক দিকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অন্য দিকে সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলের উপর ভর করে এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিয়েছিল কংগ্রেস।

[ আরও পড়ুন: রামগড়ে জিতল কংগ্রেস ]

কিন্তু নির্বাচনী ফলাফলে তার কোনো রকম প্রভাব যে পড়েনি, তা স্পষ্ট।

The post হেভিওয়েট প্রার্থী দিয়েও জিন্দের উপনির্বাচনে তৃতীয় স্থানে কংগ্রেস! appeared first on Khabor Online.


খবর

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag