সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিনতাইবাজদের কবলে পড়লেন বলিউড অভিনেত্রী। চোরেরা তাঁর জিনিসপত্র কেড়ে তো নিলই, সেই সঙ্গে তাঁকে হেনস্তাও করা হয় বলে অভিযোগ। ঘটনা রবিবারের। দক্ষিণ দিল্লির একটি শপিং মলে কেনাকাটা করতে যাচ্ছিলেন অভিনেত্রী ফারহিন প্রভাকর। ঠিক সেই সময়ই চার ছিনতাইবাজ এসে ঘিরে ধরে তাঁকে। কেড়ে নেয় মোবাইল এবং টাকার ব্যাগ। শুধু তাই নয়, অশ্লীল অঙ্গ-ভঙ্গি করে তাঁকে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এ কাজ দিল্লির কুখ্যাত ঠক ঠক গ্যাংয়ের। সর্বপ্রিয়া বিহারের বাসিন্দা প্রভাকর ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। [‘অপু’কে বড়পর্দায় ফেরাতে গিয়ে বিপাকে মধুর, জমা পড়ল পিটিশন ] পুলিশের তরফে জানানো হয়েছে, নিজের গাড়িতেই দিল্লির সাকেতের একটি শপিং মলে যাচ্ছিলেন অভিনেত্রী ফারহিন। চার ছিনতাইবাজ এসে একটি ট্রাফিক সিগন্যালে তাঁর গাড়িটি দাঁড় করিয়ে দেয়। গাড়ি ঘিরে ধরে সেটি ভাঙারও চেষ্টা করে। কোনওক্রমে গাড়ি পার্ক করে বিষয়টি বোঝার চেষ্টা করেন অভিনেত্রী। আচমকা এমন হানায় রীতিমতো হকচকিয়ে যান ফারহিন। ডেপুটি কমিশনার বিজয় কুমার জানান, অভিনেত্রীর পার্স থেকে ১৬ হাজার টাকা চুরি করে তারা। সেই সঙ্...
Comments
Post a Comment