বাঁকুড়ার বড়জোড়ায় পরিত্যক্ত কয়লা খনিতে ধস, মৃত ২

টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ায় পরিত্যক্ত  খনিতে ধস। বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মারা গেলেন দু’জন। এখনও পর্যন্ত একজনের খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবারে ভোরে দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায়।

[ ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ যুবক, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার]

বাঁকুড়ার বড়জোড়ায় গুটগড়িয়া পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি কয়লা খনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে ওই খনিতে খননকার্য চালাত একটি বেসরকারি সংস্থা। বছর তিনেক আগে টেন্ডারের মাধ্যমে খনিটির মালিকানা পেয়েছে রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা। কিন্তু, আগের সংস্থার বেনিয়মের কারণে এখনও খনিতে খনন কাজ শুরু করা যায়নি। তবে মালিকানা হস্তান্তরের পর থেকে খোলামুখ কয়লা খনিটি পাহারা দেয় কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাবাহিনী সিআইএসএফ।

জানা গিয়েছে, বুধবার শেষরাতে বাঁকুড়ার বড়জোড়া ওই খোলমুখ খনিতে নেমে বেআইনিভাবে কয়লা তুলছিলেন তিনজন। আচমকাই খনিতে ধস নামে। ধসে চাপা পড়েন তিনজনই। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে খনিতে দু’জনের দেহ উদ্ধার করেন স্থানীয়রাই। তবে একজন মহিলা এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। এদিকে খনিতে ধসের খবর পেয়ে বড়জোড়ার গুটগড়িয়া পঞ্চায়েত এলাকায় পৌঁছয় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করা পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এদিকে এই ঘটনায় সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ভূমিকায় ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, রাতে নামলেই নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ওই খনিতে ঢুকে পড়েন অনেকেই। বেআইনিভাবে চলে কয়লা উত্তোলন।  

ছবি: সিদ্ধার্থ চট্টোপাধ্যায়

[ ডুয়ার্সের হান্টাপাড়া চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ, আতঙ্কিত শ্রমিকরা]


sangbad pratidin

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag