শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত ডিএ জন্য অনশন

বাংলাHunt ঃ কলেজস্ট্রিট

আই.আই.এস.ডাব্লু.বি.এম -র মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রথম বধিত মাহিনা সাথে না পাওয়ার জন্য শিক্ষক – অশিক্ষক – আধিকারিক সহ সমস্ত স্তরের কর্মচারী যৌথ ভাবে সমস্ত অধিকর্তা কে ঘেরাও করেন। ১৯৮৫ সালে থেকে বিওজি যে সিদ্ধান্তক্রমে এতদিন যে পদ্ধতিতে বেতন দেওয়া হতো হঠাৎই তার পরিবর্তন কেন হলো? তা নিয়ে আন্দোলন করেন কর্মচারীরা।

ফলে ইতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের কাজে ব্যাহত হয়৷ কর্মচারিরা দাবী করেন তাদের ডিএ যদি না বাড়ানো না হয় তা হলে আরে বড়ো আন্দোলনের নামতে চলেছে। কেন তাদের বর্ধিত বাড়ানো হয়ছে না তা নিয়ে আই.আই.এস.ডব্লু.বি.এমের কতৃপক্ষের পক্ষ থেকে কেন ইতিবাচক উত্তর পাওয়া যাইনি।

প্রায় সব বিভাগের ১৫০বেশি কর্মচারী আমরণ অনশনে বসতে চলেছে ফলে তাদের দাবী যদি না মানা হয় তা হলে অবস্থান বিক্ষোপ করা হয়৷

আই.আই.এস.ডব্লু.বি.এমের ডিরেক্টর ডাঃ রাজা গোপাল ধর চক্রবর্তী কোন রকম উত্তর পাওয়া যাইনি। কিন্তু লিখিও অভিযোগ গ্রহন করা হয়। এখন কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকে তাকিয়ে কর্মচারীরা৷



from BanglaHunt http://bit.ly/2CUSvUI
via Bangla News

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag