সাক্ষাৎ দেবদূত! এক ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন CISF জওয়ান! ভাইরাল ভিডিও

নয়া দিল্লিঃ দেশের রাজধানী দিল্লি থেকে ভাইরাল হচ্ছে দিল্লি মেট্রোর একটি অবাক করে দেওয়া সিসিটিভি ভিডিও। ভিডিওটি শুক্রবার রাত ৮.৪৩ মিনিটের। ভিডিওতে দেখা যাচ্ছে যে, অসাবধানতার কারণে একজন যাত্রীর মৃত্যু হতে পারত। কিন্তু সময়মতো CISF-র জওয়ান দেবদূত হয়ে ওই যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন।

বলে দিই যে, এই সিসিটিভি ভিডিওটি দিল্লির শাহদারা মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের। যেখানে এক যাত্রী ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। তারপর হঠাৎ ট্র্যাকে পড়ে যায় সে। সেই সময় CISF জওয়ানদের কুইক রেসপন্স টিম সেখানে পেট্রোলিং করছিল। তাদের নজরে এই ঘটনা আসার পর এক জওয়ান তৎক্ষণাৎ মেট্রো লাইনে নেমে ওই যুবকের প্রাণ বাঁচান।

CISF কনস্টেবল রোহতাস মেট্রো লাইনে নেমে মেট্রো যাত্রী শৈলেন্দ্র মেহতাকে লাইন থেকে প্ল্যাটফর্মে তুলে দেন। এরপর তিনি নিজেও প্ল্যাটফর্মে ওঠেন। আর কয়েক সেকেন্ডের দেরি হলে হয়ত শৈলেন্দ্র মেহতা মেট্রোর তলায় চলা যেতেন। CISF কনস্টেবলের তৎপরতার কারণে এক যাত্রীর প্রাণ রক্ষা পায়। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে সেই CISF কনস্টেবেলের প্রশংসা হচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

 

The post সাক্ষাৎ দেবদূত! এক ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন CISF জওয়ান! ভাইরাল ভিডিও first appeared on India Rag .

India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag