ভবানীপুর নিয়ে তুলকালাম, ভোট বন্ধের দাবি বিজেপির! রিপোর্ট চাইল কমিশন


কলকাতাঃ ভবানীপুরে ভোট করানোর মতো পরিস্থিতি নিয়ে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি মমতার পাড়ায় প্রচারে গিয়ে আক্রান্ত হওয়ার পর এই অভিযোগ করেন। দিলীপ ঘোষ বলেন, তিনি এই  বিষয়ে কমিশনে অভিযোগ জানাবেন।

উল্লেখ্য, এদিন প্রচারে গিয়ে যদুবাবুর বাজারে দিলীপ ঘোষের উপর হামলা হয়। তৃণমূলের কর্মী আর বিজেপির কর্মীদের মধ্যে তৈরি হয় উত্তেজক পরিস্থিতি। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে একজন বিজেপি কর্মীর মাথা ফাটে। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দিলীপ ঘোষ বলেন, আমি প্রচারে যাওয়ায় তৃণমূলের গুন্ডারা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আমাকে রক্ষা করার জন্য আমার নিরাপত্তা রক্ষীরা বাধ্য হয়ে বন্দুক বের করেন। আমার আগে সাংসদ অর্জুন সিংকেও ধাক্কাধাক্কি করে এলাকা থেকে বের করে দেওয়া হয়। প্রিয়াকা ট্রিব্রেওয়ালকেও আক্রমণ করেছে তৃণমূলের গুন্ডারা। দিদিমণির এত ভয়?

ভবানীপুরের কাণ্ড নিয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশনও। সেখানে ঠিক কী হয়েছে, আর কেনই বা দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বন্দুক বের করতে হল, রাজ্যের কাছে সেটার কারণ জানতে চেয়েছে নির্বাচন কমিশন।পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

The post ভবানীপুর নিয়ে তুলকালাম, ভোট বন্ধের দাবি বিজেপির! রিপোর্ট চাইল কমিশন first appeared on India Rag .

India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা