নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়ার : নিম্ন মানের মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ । পথ অবরোধে সামিল পড়ুয়ারা।ঘটনাটি বাঁকুড়ার সারেঙ্গার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনায় পিরলগাড়ি মোড়-চন্দ্রকোনা রাস্তায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যাত্রী ও পণ্যবাহি যানবাহন।
স্থানীয় সূত্রের খবর,সারেঙ্গার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই বিষয়ে বারবার স্কুল কর্তৃপক্ষকে অভিভাবক ও পড়ুযারা জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 83 জন ছাত্র ছাত্রী রয়েছে। এদিন মোট 53 জন উপস্থিত ছিল বলে স্কুল সূত্রে পাওয়া খবরে জানা গেছে।
ছাত্র ছাত্রীদের অভিযোগ, প্রায় দিনই তাদের নিম্ন মানের ডাল ও সব্জী দিয়ে মিড ডে মিল দেওয়া হয়। এদিন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও তদন্তের দাবীতে হাতে প্লাকার্ড নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়ে পথ অবরোধ। অভিভাবক বদন লোহার, শান্তনা দুলেদের অভিযোগ, প্রতিদিনই নিম্ন মানের খাবার দেওয়া হয় ঐ স্কুলে। ঐ খাবার মুখে তোলা যায়না অভিযোগ করে তারা বলেন, বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।
স্কুলের প্রধান শিক্ষিকা রীণা পাল ফোনে বলেন, টিউবওয়েলের কারণে আজ খাবারের মান একটু খারাপ হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে অত্যধিক জলঘোলা করা হচ্ছে বলেও তার দাবী। এবিষয়ে খাতড়ার মহকুমাশাসক রাজু মিশ্র কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে এই ঘটনায় প্রশাসনিক কোন গাফিলতি নেই দাবী করে তিনি বলেন, যে স্বনির্ভর গোষ্ঠী মিড ডে মিলের রান্না করে তাদের নিয়ে একটা সমস্যা হয়েছে।
বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দেন তিনি। শেষ পাওয়া খবরে রাত পর্যন্ত অবরোধ চলার পর কথাবার্তার পর অবরোধ তুলেনেন অবরোধকারীরা।
from BanglaHunt http://bit.ly/2Bepa7D
via Bangla News
Comments
Post a Comment