জম্মু ও কাশ্মীরকে বাদ দিয়ে বিকৃত মানচিত্র প্রকাশ ট্যুইটারের! কড়া অ্যাকশন নেওয়ার মুডে ভারত সরকার

ট্যুইটার ও ভারত সরকারের ডিজিটাল সংঘর্ষ থামার নাম নিচ্ছে না। ট্যুইটার একের পর এক নীতিবিরুদ্ধ ও ভারত বিরোধী কাজ করে চলেছে এবং বিভিন্ন রকম বাহানা দেখিয়ে চলেছে। দুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ট্যুইটার‌। পরে যুক্তি দেখালেও তা ছিল ভীষণ নড়বড়ে।

সম্প্রতি ট্যুইটার তার ওয়েবসাইটে কেরিয়ার বিভাগে ভারতের একটি বিকৃত মানচিত্র তুলে ধরেছে। ‘ট্যুইপ লাইফ’ বিভাগে প্রদর্শিত মানচিত্রটিতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছে।

বিকৃত মানচিত্রটি দেখার পর নেটপাড়ার বাসিন্দারা স্বাভাবিকভাবেই আক্রোশ প্রকাশ করেছেন। দীপকঢোক্কা নামের এক ব্যক্তি বলেছেন বলেছেন, ‘ট্যুইটার দিনের-পর-দিন বেপরোয়া হয়ে উঠছে হিন্দু ধর্মকে অপমান এর পাশাপাশি দেশের মানচিত্র কেউ তারা বদলে দিচ্ছে।’

অন্য ব্যবহারকারী, বিবেকমানে ৩৪৩, বলেছেন, “ট্যুইটার তাদের মুখোশটি খুলে ফেলেছে। ভারতের ভুল মানচিত্র দেখানোর পর এখন ট্যুইটারের পক্ষ থেকে ক্ষমার অপেক্ষা করছি।

এই প্রথম নয় এর আগেও ট্যুইটার ভারতের ভুল মানচিত্র দেখিয়েছে। ২০২০ সালের অক্টোবরে, জাতীয় সুরক্ষা বিশ্লেষক নিতিন এ গোখলে দেখতে পান যে ট্যুইটার পিপলস রিপাবলিক অফ চীন (পিআরসি) এর অংশ হিসাবে লাদাখের ভারতীয় লেহ অঞ্চলকে লেবেল করেছে।

ভারতের মানচিত্রের ভুল উপস্থাপনের বিষয়ে ভারত সরকার সিইও জ্যাক ডরসিকে একটি সতর্কতা জারি করেছে। ট্যুইটারকে নোটিশ দিয়ে সেক্রেটারি আইটি বলেছিলেন যে এই ধরনের প্রচেষ্টা কেবল ট্যুইটারের কাছে কুফল বয়ে আনছে। এবং এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটির নিরপেক্ষতা এবং সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন উঠেছে।

The post জম্মু ও কাশ্মীরকে বাদ দিয়ে বিকৃত মানচিত্র প্রকাশ ট্যুইটারের! কড়া অ্যাকশন নেওয়ার মুডে ভারত সরকার first appeared on India Rag .

India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag