১ ও ৫ টাকার কয়েন দিয়ে নির্মিত হল ভগবান শ্রীরামের অসাধারণ শিল্পকলা, ভূয়সী প্রশংসা পাচ্ছে শিল্পীরা

ব্যাঙ্গালুরুঃ যখন থেকে শ্রীরামের জন্মভূমি অয্যোধ্যাতে ভগবান শ্রীরামের ভব্য মন্দিরের নির্মাণ শুরু হয়েছে, তখন থেকে ভারতীয়দের ভগবান শ্রীরামের প্রতি আস্থা আরও বেড়ে গিয়েছে। দেশজুড়ে ভগবান শ্রীরামের প্রতি ভক্তি ছড়িয়ে পড়েছে আর সবাই নিজের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন। সম্প্রতি কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে শ্রীরামের একটি অতুলনীয় মূর্তি বানানো হয়েছে।

কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে কয়েকজন শিল্পী মিলে ‘কয়েন” দিয়ে শ্রীরামের অদ্ভুত মূর্তি বানিয়েছেন। ওই মূর্তি দেখতে যতটা ভব্য, ততটাই সুন্দর। এই মূর্তি থেকে নজর সরানো মুশকিল। এই অদ্ভুত মূর্তি রাষ্ট্র ধর্ম ট্রাস্ট নামের একটি সংগঠন বানিয়েছে। মূর্তিটিকে লালবাগ পশ্চিম গেটের পাশে বানানো হয়েছে। এই অদ্ভুত সুন্দর মূর্তিটি দেখতে ভক্তরা ভিড় জমাচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

শ্রীরামের এই মূর্তি ১ টাকা আর ৫ টাকার কয়েন দিয়ে বানানো হয়েছে। এই মূর্তিটিকে বানাতে মোট ৬০ হাজার কয়েন ব্যবহার করা হয়েছে। শিল্পীরা জানান, কমবেশি ২ লক্ষ টাকার কয়েন ব্যবহার করা হয়েছে। এই মূর্তিটিকে দেখার জন্য রোজই মানুষ ভিড় জমাচ্ছেন।

যখন থেকে অয্যোধ্যায় রাম মন্দিরের নির্মাণ শুরু হয়েছে, তখন থেকেই গোটা দেশজুড়ে রাম মন্দির নির্মাণের জন্য দান সংগ্রহ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেশজুড়ে ১৫০০ কোটি টাকারও বেশি চাঁদা জড়ো হয়েছে।

The post ১ ও ৫ টাকার কয়েন দিয়ে নির্মিত হল ভগবান শ্রীরামের অসাধারণ শিল্পকলা, ভূয়সী প্রশংসা পাচ্ছে শিল্পীরা first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag