অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল দিল্লীর আয়তনের একটি সুবিশাল তুষারস্তূপ! বহু শহর প্রবল জলোচ্ছ্বাসে ডোবার আশঙ্কা


নয়া দিল্লীঃ অ্যান্টার্কটিকায় ১ হাজার ২৭০ বর্গ কিমির আকারের একটি হিমখণ্ড ভেঙে গিয়েছে। এই হিমখণ্ড দেশের দুটি সবথেকে বড় শহরি এলাকা দক্ষিণ এবং উত্তর দিল্লী নগর নিগমের প্রায় সমান। দক্ষিণ এবং উত্তর দিল্লী নগর নিগমের আয়তন মোট ১ হাজার ২৯২ বর্গ কিমি। আর ভেঙে যাওয়া হিমখণ্ডের আয়তন ১ হাজার  ২৭০ বর্গ কিমি।

ভেঙে পড়া এই হিমখণ্ড ১৫০ মিটার পুরু। ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভে দ্বারা এই হিমখণ্ডের একটি ছবি শেয়ার করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই হিমখণ্ড বার্ন্ট আইস সেলফ অঞ্চলে ভেঙেছে। এই বিভাজনকে ‘কলভিং’ বলা হয়, যেখানে হিমশীতল অঞ্চল থেকে বিস্তৃত আইসবার্গগুলি পৃথক হয়।

বর্তমান ক্যালভিংটি ২০২০ সালের নভেম্বরে প্রথম রেকর্ড করা হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে এর বিচ্ছেদের গতি প্রতিদিন এক কিমি পর্যন্ত পৌঁছেছিল। শুক্রবার, অবশেষে এই বিশাল হিমখণ্ডের ভেঙে পড়ার ঘোষণা করা হয়েছে।

অ্যান্টার্কটিকায় এত বরফ রয়েছে যে এটি যদি ভেঙে সাগরে গলে যায়, তবে জলের স্তর ৭০ মিটার বৃদ্ধি পাবে। অনেক শহর এবং দ্বীপগুলি সম্পূর্ণ ডুবে যাবে।

The post অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল দিল্লীর আয়তনের একটি সুবিশাল তুষারস্তূপ! বহু শহর প্রবল জলোচ্ছ্বাসে ডোবার আশঙ্কা first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag