সরকার দিচ্ছে না, তবুও ভারতের থেকে প্রায় ২ কোটি করোনার টিকা পাচ্ছে পাকিস্তান, জানুন কীভাবে

নয়া দিল্লীঃ অবশেষে পাকিস্তান (Pakistan) চীনের পর ভারত (India) থেকেও বিনামূল্যে করোনার টিকা (Corona Vaccine) পেতে চলেছে। ভারতের সিরাম ইনস্টিটিউট (Serum Institute of India) পাকিস্তানকে প্রায় পৌনে দু কোটি করোনার টিকা দিতে চলেছে। যেহেতু ভারত সরকারের থেকে সাহায্য চাওয়ার জন্য পাকিস্তানের ইমরান খান (Imran Khan) সরকার ঝুঁকবে না, সেহেতু পাকিস্তান পিছনের দরজা দিয়ে করোনার টিকা পাওয়ার বন্দোবস্ত করেছে। কোভ্যাক্সের অনুষ্ঠানের পর পাকিস্তান এই সহয়তা পেতে চলেছে। সিরাম পাকিস্তানকে বিনামূল্যে ১ কোটি ৭০ লক্ষ ডোজ করোনার টিকা দিতে চলেছে।

https://platform.twitter.com/widgets.js

পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমর ট্যুইট করে এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘কোভিড ভ্যাকসিন নিয়ে সুসংবাদ। ২০২১ এর প্রথম অর্ধে অ্যাস্ট্রাজেনেকার থেকে প্রায় ১৭ মিলিয়ন করোনার টিকা পাওয়া যাবে। মার্চের মধ্যেই ৬ মিলিয়ন ডোজ পাওয়া যাবে, ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। আমরা ৮ মাস আগে কোভ্যাক্সের সাথে এই নিয়ে চুক্তি করেছিলাম।”

The post সরকার দিচ্ছে না, তবুও ভারতের থেকে প্রায় ২ কোটি করোনার টিকা পাচ্ছে পাকিস্তান, জানুন কীভাবে first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag