জামিয়ার দায়িত্বে থাকা কবরস্থানে ক্ষতিগ্রস্ত ভারত-পাক লড়াইয়ের নায়ক ‘মোহম্মদ উসমানের” কবর

নয়া দিল্লীঃ দেশের রাজধানী দিল্লীতে ১৯৪৭-৪৮ এর ভারত পাকিস্তান ‘যু’দ্ধে’ ‘শ’হী’দ’ হওয়া ব্রিগেডিয়ার মোহম্মদ উসমান-এর (Brigadier Mohammad Usman) কবর অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এরপর সেনার সুত্র জানায় যে, সেনা রাষ্ট্রীয় নায়কের কবরের যত্ন করার কাজে সম্পূর্ণ ভাবে সক্ষম আছে। সুত্র জানায়, ব্রিগেডিয়ার উসমান একজন রাষ্ট্রীয় নায়ক ছিলেন আর সেনার বরিষ্ঠ আধিকারিক ওনার কবরের এই করুণ অবস্থা দেখে হতাশ হয়েছেন।

ওনার কবর দক্ষিণ দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদালয়ের অধীনে থাকা কবরস্থানে রয়েছে। সেনার সুত্র জানায়, ‘ব্রিগেডিয়ার উসমানের কবর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ে, আর এই কারণে এই কবরের দেখভালের দায়িত্ব তাঁদের। যদি তারা এটিকে অক্ষত অবস্থায় রাখতে না পারে, তাহলে যুদ্ধ নায়কের কবর দেখভালের দায়িত্ব সেনা নিজেদের কাঁধে নেবে।”

আরেকদিকে, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক বরিষ্ঠ আধিকারিক জানান, ‘বিশ্ববিদ্যালয় কবরস্থানের প্রাচির আর কবরস্থানের এলাকা সাফ সাফাইয়ের দায়িত্ব নেয়। কিন্তু কবরের দেখভাল করার দায়িত্ব পরিবারের সদস্য দ্বারা নেওয়া হয়।”

জানিয়ে রাখি, ব্রিগেডিয়ার উসমানের নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানি সেনার ব্যপক ক্ষতি করেছিল। এরপর থেকেই ওনাকে নৌসেরার বাঘ বলা হত। ১৯৪৯ সালে পাকিস্তানিদের সাথে লড়াই করার সময় একটি কামানের গোলার আঘাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

The post জামিয়ার দায়িত্বে থাকা কবরস্থানে ক্ষতিগ্রস্ত ভারত-পাক লড়াইয়ের নায়ক ‘মোহম্মদ উসমানের” কবর first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag