জিও টাওয়ারের জেনারেটর চুরি করে দান করা হলো গুরুদ্বারের! কৃষক আন্দোলন থেকে ভাইরাল হলো ভিডিও

কৃষকদের দ্বারা প্রায় ১ মাস ধরে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। কিন্তু এই বিরোধিতার মধ্যে যেসব কর্মকান্ড ক্যামেরায় ধরা পড়েছে তা বেশ চিন্তাজনক। কয়েকদিন আগে এক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আন্দোলনকারীদের জিও টাওয়ার ভাঙ্গচুর করতে দেখা যাচ্ছিল।

এখন এক নতুন ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে জিও জেনেরেটর চুরি হতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, টেলিকম টাওয়ারের জেনেরটরকে ট্রাক্টরের সাথে বেঁধে অন্যত্র নিয়ে যেতে দেখা যাচ্ছে। এরপর জেনেরেটরকে গুরুদ্বারের দান করা হয়েছে, তাও স্পষ্টভাবে ভিডিওতে দেখা যাচ্ছে।

জেনারেটরের উপরে একটা পতাকা লাগানো রয়েছে। লোকজন পতাকাকে অনুসরণ করে পেছনে পেছনে যাচ্ছেন। কিছু রাজনৈতিক পার্টি দ্বারা গুজব ছড়ানো হয়েছে যে আদানি আম্বানি কৃষকদের ক্ষতি করবে। এই গুজবের কারণেই মূলত কৃষকরা জিও টাওয়ারের ক্ষতি করতে উদ্যত হয়েছে।

এর আগে কৃষকরা রিলায়েন্স পেট্রোল পাম্প এবং জিও সিম কার্ড বয়কট করার ঘোষণা করেছে। এছাড়া রিলায়েন্স মলের বাইরেও কৃষকদের শ্লোগানবাজি করতে দেখা গেছে।

The post জিও টাওয়ারের জেনারেটর চুরি করে দান করা হলো গুরুদ্বারের! কৃষক আন্দোলন থেকে ভাইরাল হলো ভিডিও first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা