দেশ সুরক্ষার কারণ দেখিয়ে আরও ৪৩ টি অ্যাপ ব্যান করল মোদী সরকার

নয়া দিল্লী:  কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) মঙ্গলবার রাষ্ট্রীয় সুরক্ষার কারণ দেখিয়ে ৪৩ টি মোবাইল App নিষিদ্ধ করে দিলো। সরকার এই পদক্ষেপ ইনফরমেশন টেকনোলজি আইন ৬৯ এ অনুযায়ী উঠিয়েছে। সরকার এই বিষয়ে জানিয়েছে যে এই অ্যাপ এর বিরুদ্ধে এই পদক্ষেপ ভারতের অখন্ডতা, সুরক্ষা, প্রতিরক্ষা আর সার্বজনীন ব্যবস্থার জন্য পূর্বাগ্রহী গতিবিধিতে সংযুক্ত থাকার তথ্যের ভিত্তিতে করা হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

এর আগে ভারত সরকার তিনবার App এ নিষেধাজ্ঞা জারি করেছে। সরকার 29 জুলাই সিনের ৪৮ টি App নিষিদ্ধ করেছিল। সেগুলোর মধ্যে জনপ্রিয় App টিকটকও ছিল। এরপর সরকার আবার ৫৯ টি App নিষিদ্ধ করে দেয়। এরপর সেপ্টেম্বরে আরও একবার কড়া পদক্ষেপ নিয়ে কেন্দ্র সরকার পাবজি সমেত ১১৮ টি চীনা মোবাইল App ব্যান করে দেয়।

The post দেশ সুরক্ষার কারণ দেখিয়ে আরও ৪৩ টি অ্যাপ ব্যান করল মোদী সরকার first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag