জম্মু কাশ্মীরে লস্করের চার জেহাদিকে গ্রেফতার করল সেনা, উদ্ধার প্রচুর হাতিয়ার আর বিস্ফোটক

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের বডগাঁও পুলিশ আর ভারতীয় সেনার (Indian Army) 53RR ইউনিট লস্করের প্রধান সহযোগী ওয়াসিম গানি (Wasim Ganie) গ্রেফতার করেছে। ওয়াসিম বীরবাহ এর বাসিন্দা। ওয়াসিম ছাড়াও সেনার হাতে গ্রেফতার হয়েছে তাঁর আরও তিন সহযোগী।

https://platform.twitter.com/widgets.js

গ্রেফতার হওয়া লস্করের জঙ্গিরা বডগাঁও এলাকায় জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দিত আর এর সাথে সাথে তাদের লুকোনর আর পালানোর রাস্তাও করে দিত এরা। তাদের থেকে হাতিয়ার, বিস্ফোটক সমেত অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে সেনা।

ওয়াসিম ছাড়া বাকি জঙ্গিরা হল, ফারুক আহমেদ ডার পিতা মোহম্মদ সুলতান ডার, মোহম্মদ ইয়াসিন পিতা বাশির আহমেদ আর আজহারউদ্দিন মির পিতা মোহম্মদ মির। এরা সবাই বীরবাহ এর বাসিন্দা।

উল্লেখ্য, লকডাউনের মধ্যে কাশ্মীরে জঙ্গি গতিবিধি বাড়িয়েছে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন গুলো। আর ভারতীয় সেনাও তাদের কড়া জবাব দিতে প্রস্তুত। কিছুদিন আগে হিজবুল মুজাহিদ্দিনের স্থানীয় কম্যান্ডার রিয়াজ নাইকু সমেত বেশ কিছু কুখ্যাত জঙ্গিকে খতম করে কাশ্মীরে হিজবুলের কোমর ভেঙে দিয়েছিল সেনা।



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

বইমেলাতে দূষণ হয়, রাজনৈতিক সভায় দূষণমুক্ত হয় ময়দান