পুলিশকে লক্ষ্য করা গুলি চালানো শাহরুখ পলাতক! গ্রেফতারের জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ

দিল্লীর জাফরাবাদে (Jaffrabad) হওয়া উপদ্রবের (Delhi Violence) সময় প্রকাশ্যে পুলিশ কর্মীর দিকে বন্দুক উঁচিয়ে আট রাউন্ড গুলি চালানো যুবক মোহম্মদ শাহরুখ (Mohammad Shahrukh) এখনো পলাতক। এর আগে পুলিশ আধিকারিকরা দাবি করেছিল যে, তাঁকে গ্রেফতার করা হয়েছে।

কিন্তু বৃহস্পতিবার পুলিশ সুত্র জানায় যে, অভিযুক্ত যুবক মোহম্মদ শাহরুখ পলাতক। লোকাল পুলিশ ছাড়া ক্রাইম ব্রাঞ্চ আর স্পেশ্যাল সেলের টিম তাঁকে হন্যে হয়ে খুঁজছে। শাহরুখ নিজের গোটা পরিবারকে নিয়ে গা ঢাকা দিয়েছে।

পুলিশের অনুযায়ী, শাহরুখ পরিবারের সাথে নিউ উসমানপুর এলাকার অরবিন্দ নগরের গলি নম্বর ৫ এ থাকত। তাঁর পরিবারে মা বাবা ছাড়া এক ভাই আছে। বৃহস্পতিবার পুলিশ সুত্র জানায় যে, শাহরুখ এখনো পুলিশের হাত থেকে দূরে আছে। সূচনা পাওয়ার পর মিডিয়া তাঁর ঠিকানা খুঁজতে খুঁজতে অরবিন্দ নগরে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়।

সেখানে তাঁর প্রতিবেশীরা জানান যে, শাহরুখ অনেক বছর ধরে তাঁর পরিবারের সাথে সেখান থাকত। তবে কেউ জানেনা যে, শাহরুখের বিরুদ্ধে কোন মামলা দায়ের আছে কি নেই। পুলিশ এখন শাহরুখকে ধরতে দিল্লী – এনআরসি সমেত অন্য আস্তানা গুলোতে চিরুনি তল্লাশি চালাচ্ছে।



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা