বড়ো খবর: লুটপাটের অভিযোগে আজম খানের ছেলেকে গ্রেফতার করলো যোগীর পুলিশ।

উত্তরপ্রদেশ থেকে বড়ো খবর সামনে আসছে। উত্তরপ্রদেশের রামপুর থেকে সমাজবাদী পার্টির নেতা আজম খানের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজম খানের ছেলে আব্দুল্লাহ আজমকে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের মহম্মদ আলী জোহর ইউনিভার্সিটি থেকে আব্দুল্লাহ আজমকে গ্রেফতার করা হয়েছে। এই ইউনিভার্সিটি সমাজবাদী পার্টির নেতা আজম খানের প্রাইভেট ইউনিভার্সিটি।

আব্দুল্লাহ আজমের বিরুদ্ধে লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এই আগে আজম খানের বিরুদ্ধেও লুটপাটের অভিযোগ সামনে এসেছিল। পুলিশ সম্প্রতি আজমের খানের ইউনিভার্সিটিতে তল্লাশি চালিয়ে বহু চুরির মাল বাজেয়াপ্ত করেছে। পুলিশ ৪ জনকে গ্রেফতারও করেছিল। সমাজবাদী পার্টির নেতা ও রামপুর থেকে সাংসদ আজম খানের প্রাইভেট ইউনিভার্সিটি “মহম্মদ আলী জোহার ইউনিভার্সিটিতে” পুলিশ তল্লাশি চালিয়েছিল। আর এখন বড়ো কার্যবাহী করে পুলিশ অজম খানের ছেলেকে গ্রেফতার করেছে। যোগী সরকার আজম খানের বিরুদ্ধে একশন শুরু করে দিয়েছে যার ভিত্তিতে আব্দুল্লাহ আজমকে গ্রেফতার করেছে।

রামপুর ও তার আশেপাশের এলাকায় বেশি সংখ্যায় সুরক্ষাকর্মী নিযুক্ত করে রেখেছে যোগী সরকার। আজম খানের ইউনিভার্সিটি থেকে ৫০০ টি চুরি করা বই মিলেছে। আজম খানের ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে চুরি করা ৫০০টি বই উদ্ধার করা হয় আর এর মধ্যে কিছু বই প্রায় ১৫০ বছর পুরোনো। বইগুলো প্রত্যেকটি মাদ্রাসা থেকে চুরি করা হয়েছে বলে দাবি উঠেছে। আজম খানের ছেলের গ্রেফতারির পর এখন আজম খানের গ্রেফতারি হতে পারে বলে আন্দাজ লাগানো হচ্ছে। এখন সরকার কার্যবাহী করতে গিয়ে কতদূর অবধি পৌঁছায় সেটাই দেখার।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag