কাশ্মীর থেকে ফিরে অমিত শাহ বললেন, ‘সন্ত্রাসবাদের উৎপত্তি যেখানে, আমরা সেখানে ঢুকে মারব”


দুদিনের সফর করে জম্মু কাশ্মীর থেকে দিল্লী ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উনি শুক্রবার লোকসভায় জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন। উনি বলেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ পাকিস্তানের জন্যই সৃষ্টি হচ্ছে। উনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি চলবে। উনি পরিস্কার জানিয়ে দেন যে, সন্ত্রাসবাদের মূল যেখানে, আমরা সেখানে ঢুকে মারব। উনি সংসদে বলেন, জম্মু আর কাশ্মীরে ১৩২ বার ৩৫৬ ধারা জারি করা হয়েছে। এর মধ্যে কংগ্রেস ৯৩ বার ৩৫৬ ধারা জারি করেছে।

লোকসভা অমিত শাহ বলেন, আমাদের সরকার জেকেএলএফ এ নিষেধাজ্ঞা জারি করেছে। আমাদের সরকারই কট্টরবাদী সংগঠন জামাত-এ-ইসলামি এর কে ব্যান করেছে। উনি কংগ্রেসের উপর আক্রমণ করে বলেন, কংগ্রেস ভারত বিরোধী মানুষদের সংরক্ষণ দিয়েছিল। কংগ্রেস জামাত-এ-ইসলামি কে ব্যান করেছিল না।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, গোটা বিশ্ব এটা স্বীকার করেছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি বদলেছে। আমরা জঙ্গিদের ঘরে ঢুকে মারব। এদিন অমিত শাহ জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন আরও ছয় মাস বাড়িয়ে দেওয়ার জন্য সুপারিশ করেন। উনি বলেন, জম্মু কাশ্মীরে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ বিধানসভা নির্বাচন হবে। সেখানে সরকার কোনরকম ভাবে দখলদারি করবে না। জম্মু কাশ্মীরের রোগ বুঝে, ওষুধ প্রয়োগ করতে হবে।

উনি বলেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করার কারোর হিম্মত ছিল না। জম্মু কাশ্মীরের সাথে যেরকম চুক্তি হয়েছিল, তেমনই আর ৬৩ টি অনান্য রাজকীয় রাষ্ট্র এর সাথেও হয়েছিল। কিন্তু কাশ্মীরের মানুষকে কখনো ভরসা দেওয়ার কাজ করা হয়নি।

উনি বলে, আমরা তখনও দেশ ভাগের পক্ষে ছিলাম না, আজও নেই। কংগ্রেস বলুক দেশ ভাগ কেমন করে হল? ধর্ম কে আধারিত করে দেশ ভাগ হওয়া ঠিক হয়নি। অমিত শাহ জওহর লাল নেহরুর উপরে আক্রমণ করে বলেন, নেহেরুর ভুলের জন্যই আজ গোটা দেশ পস্তাচ্ছে।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag