ফাইনাল হল মোদী ক্যাবিনেট, দেখে নিন কে কে হচ্ছেন দেশের আগামী মন্ত্রী


নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারে ক্যাবিনেট (Modi Cabinet) মন্ত্রীদের নাম ফাইনাল হয়ে গেছে। PMO থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ক্যাবিনেটে রাজনাথ সিং, স্মৃতি ইরানি, সুরেশ অঙ্গারি, রাও ইন্দ্রজিত, প্রকাশ সিং বাদল, হরসিমরত কৌর, কৈলাস চৌধুরী, সদানন্দ গৌড়া, কিরণ রিজিজু, সুরেশ প্রভু, বাবুল সুপ্রিয়, অর্জুন রাম মেঘবল, মুখতার আব্বাস নকভি, প্রহ্লাদ জোশি, নির্মলা সীতারমন, রবিশঙ্কর প্রসাদ, পীযূষ গোয়েল, রামবিলাস পাসওয়ান, সুষমা স্বারাজ, জেনেরাল ভিকে সিং এবং সঞ্জীব বালিয়ান।

আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার ধর্মেন্দ প্রধান, পীযূষ গোয়েল আর ভুপেন্দ্র যাদব বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিৎ শাহ এর সাথে সাক্ষাৎ করেন। শোনা যাচ্ছে যে, ওই মিটিংয়ে ক্যাবিনেট মন্ত্রীর ফাইনাল লিস্টে চর্চা করা হয়েছে। এই ক্যাবিনেটে শিবসেনা, AIADMK, এলজেপি, আকালি দল আর আপনা দলের মত সহযোগীদের যায়গা দেওয়া হয়েছে।

যাদের কাছে PMO থেকে ফোন গেছিল

নিতিন গড়কড়ি, থাবর চন্দ্র গেহলোট, নিত্যানন্দ রায়, অনুপ্রিয়া প্যাটেল, কৃষ্ণ পাল গুর্জর, আরসিপি সিং, মনসুখ বসাবা, দেবশ্রী চৌধুরী, নরেন্দ্র সিং তোমার, রমেশ পোখরিয়াল, পুরষোত্তম রুপালা, মনসুখ মান্ডবীয়, প্রকাশ জাবেড়কর, রামদাস আটাবলে, ডঃ জিতেন্দ্র সিং, কৃষ্ণ রেড্ডি, প্রহ্লাদ জোশি, রবিন্দ্রম রুপালা, রামচন্দ্র প্রসাদ সিং, সন্তোষ গ্যাঙ্গার, রাজবর্ধন সিং রাঠৌড়, ধর্মেন্দ্র প্রধান, ভিকে সিং, সুব্রত পাঠক, সঞ্জয় শামরাও ধোতরে, রেনুকা সিং, অর্জুন মুন্ডা, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, গিরিরাজ সিং।

 



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা