একসময় শুখোই নিয়ে উড়ে গেছিলেন আকাশে, এবার পেশ করবেন বাজেট, এটাই ভারতের নারীশক্তি

মন্ত্রিমন্ডল এর আবণ্টন এর পর মোদী সরকার ৫ ই জুলাই বাজেট পেশ করবে। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের এটাই প্রথম বাজেট (Budget)। এইবার নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বাজেট পেশ করবেন মোদী সরকারের তরফ থেকে। মোদী সরকারের (Modi Sarkar) প্রথম কার্যকালে প্রতিরক্ষা মন্ত্রীর দ্বায়িত্ব সামলানো নির্মলা সীতারমন এবার অর্থমন্ত্রীর দ্বায়িত্ব সামলাচ্ছেন।

মোদী সরকার -২ এ নির্মলা সীতারমনকে অর্থ মন্ত্রকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আর আগামী ৫ ই জুলাই তিনি ২০১৯-২০ এর পূর্ণ বাজেট লোকসভায় পেশ করবেন। সীতারমন প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী, যিনি বাজেট পেশ করবেন। এছাড়াও ওনাকে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক সামলানোর দ্বায়িত্বও দেওয়া হয়েছে।

মোদী সরকারের কার্যকালে তিনি প্রথম পূর্ণকালীন মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন। যদিও এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও ১৯৭০-৭১ সাল পর্যন্ত দেশের অর্থ মন্ত্রক সামলেছিলেন। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রকও সামলেছিলেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন নির্মলা সীতারমন যোধপুর এয়ারবেস থেকে শুখোই-৩০ লড়াকু বিমান নিয়ে আকাশে উড়েছিলেন। তিনি প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, যিনি যুদ্ধ বিমান উড়িয়েছেন।

আরেকদকে লোকসভা নির্বাচন ২০১৯ কে মাথায় রেখে মোদী সরকারের অন্তিম বাজেট এবছরের ফেব্রুয়ারি মাসে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী পীযূষ গোয়েল পেশ করেছিলেন। অরুন জেটলির শারীরিক অবস্থা ভালো না থাকার জন্য, পীযূষ গোয়েল বাজেট পেশ করেছিলেন। আর এবার মোদী সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি শারীরিক অসুস্থতা দেখিয়ে, নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সব দ্বায়িত্ব থেকে ওনাকে দূরে রাখার আবেদন জানিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি মারনব্যাধি ‘কর্কট” রোগে ভুগছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীমণ্ডল প্রথম বৈঠকে সপ্তদশ লোকসভার প্রথম বাজেট সোমবার ১৭ই জুন থেকে পেশ করার মঞ্জুরি দিয়েছে। এই বাজেট শুক্রবার ২৬ জুন ২০১৯ পর্যন্ত চলবে। রাজ্যসভার অধিবেশন ২০ জুন শুরু হবে আর ২৬ জুন পর্যন্ত চলবে। ২০১৯-২০ এর আর্থিক বছরের প্রথম বাজেট ৫ই জুলাই সকাল ১১ টায় পেশ হবে।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag