রাহুল গান্ধীকে আমেঠি থেকে হারিয়ে দিলে আমি রাজনীতি ছেড়ে দেব:নবজ্যোত সিং সিধু।

পাঞ্জাব সরকারের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু তার বিতর্কিত মন্তব্যের জন্য বহুবার সমালোচনার স্বীকার হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন করা হোক, মুসলিমদের থেকে ভোট চাওয়া হোক সবক্ষেত্রেই সমালোচনায় থাকেন সিধু। আর এখন সিধু আরো একবার রাহুল গান্ধীকে নিয়ে এমন মন্তব্য করেছেন যা নিয়ে রাজনীতিতে কৌতুক বিষয়ে পরিণত হয়েছে। আসলে সিধু রাহুল গান্ধীর নির্বাচন লড়া নিয়ে মন্তব্য করেছেন।

নবজ্যোত সিং সিধু বলেন, যদি রাহুল গান্ধী আমেঠি থেকে জিততে না পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ২৮ শে এপ্রিল সোনিয়া গান্ধীর প্রচারের জন্য রাইবেরেলি পৌঁছেছিলেন নবজ্যোত সিং সিধু। সেখানে গিয়ে উনি বলেন, রাষ্ট্রবাদ সোনিয়া গান্ধীর থেকে শেখা উচিত। সিধু আরো বলেন, রাহুল গান্ধী যদি আমেঠি থেকে হেরে যান তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

সিধু কংগ্রেসের প্রশংসা করে বলেন, এমদ্র পার্টি সবথেকে বেশি সময় ধরে দেশের শাসন করেছে। সেই সময়ে দেশের মধ্যে ছুঁচ থেকে শুরু করে বিমান তৈরি হয়েছে। রাজীব গান্ধীর মৃত্যুর পর সোনিয়া গান্ধী কংগ্রেস পার্টিকে সামলেছিলেন বলে প্রশংসা করে সিধু। সিধু বলেন যারা বিজেপিকে সমর্থন করে তাদেকে রাষ্ট্রবাদী বলা হয় তার বিরোধ করলেই তাকে রাষ্ট্রবিরোধী তকমা লাগিয়ে দেওয়া হয়।

সিধু বলেন যদি রাইবেরেলির জনতা ২ লক্ষ ভোটে সোনিয়া গান্ধীকে জেতায় তাহলে সেটা ভালো শট হবে, যদি ৪ লক্ষ ভোটে জেতায় তাহলে সেটা চার রান হবে। আর যদি ৫ লক্ষ ভোটের পার্থক্য এ জেতায় তবে সেটা সিক্সসার হবে। রায়বেরেলির জনতার উচিত হবে সোনিয়া গান্ধীকে বড়ো পার্থক্য সহকারে জেতানো, এমনটাই বলেন নবজ্যোত সিং সিধু।



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

বইমেলাতে দূষণ হয়, রাজনৈতিক সভায় দূষণমুক্ত হয় ময়দান