ভারতের উপর সাইবার এট্যাক করতে পারবে না শত্রু দেশ! ২ জুন থেকে কাজ করবে ডিফেন্স সাইবার এজেন্সি।

পরের মাস থেকে ডিফেন্স সাইবার এজেন্সির কাজ শুরু হতে চলেছে। এই বিভাগের কাজ হবে ভারতের ডিফেন্স সিস্টেমকে সাইবার এট্যাক থেকে সুরক্ষিত রাখা। নৌসেনার বরিষ্ঠ আধিকারিক আডমিরাল মোহিত গুপ্তা এটার প্রথম প্রমুখ হবেন। এই বিভাগের মুখ্যালয় দিল্লীতে হবে। বিশেষ করে পাকিস্তান ও চীন থেকে হওয়া সাইবার এট্যাককে প্রতিরোধ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইবার বিভাগ তৈরির জন্য দিল্লী থেকে সবুজ সংকেত দিচ্ছেন। সুরক্ষামন্ত্রণালয়ের খবর অনুযায়ী, সরকার ধীরে ধীরে পুরো দেশে সাইবার বিভাগ বৃদ্ধি করবে।

বর্তমান সময়ে দেশের সুরক্ষা ব্যবস্থার উপর সবথেকে বড় ভয় সাইবার এট্যাক। কারণ পারমানবিক বোমা থেকে শুরু করে বাকি কিছু এট্যাকের ক্ষেত্রে কোড ব্যাবহৃত হয়। এছাড়াও যুদ্ধ ক্ষেত্রে ব্যাবহৃত সরকারের নানা প্ল্যান, গোপন স্থানের তথ্যকে সাইবার এট্যাক থেকে রক্ষা করতে  ডিফেন্স সাইবার এজেন্সি আবশ্যক। পাকিস্তান ও চীনের হ্যাকাররা রোজ ভারতের সাইবার মিলিটারির উপর এট্যাক করে তথ্য চুরি করার প্রয়াস করে।

সূত্রের খবর অনুযায়ী, স্প্রেস এজেন্সির উপরেও চর্চা চলছে। খুব শীঘ্রই স্পেস এজেন্সির উপর কাজ শুরু হবে। এছাড়াও স্পেশ্যাল ফোর্স এজেন্সি আগ্রাস্থিত প্যারা ব্রিগেডে তৈরি হবে। এখানে স্পেশাল ফোর্সকে বায়ুসেনার সাহায্যে এয়ারলিফট অপারেশনের ট্রেনিং দেওয়া হবে। স্পেশ্যাল ফোর্স এজেন্সির দায়িত্ব কোনো মেজর জেনারেল রাঙ্ক এর অফিসারকে দেওয়া হবে।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag