আবারও পর্দাফাঁস পাকিস্তানের মিথ্যের! PoK তে পাওয়া গেলো পাকিস্তানি F16 এর ধ্বংসাবশেষ

এই সময় সবথেকে বড় খবর আসছে পাক অধিকৃত কাশ্মীর থেকে, যেখানে পাকিস্তানের ফাইটার জেট এফ-১৬ এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পাকিস্তানের এই বিমানকে ভারতের পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন মিগ-২১ বিমান নিয়ে পিছু করে ধ্বংস করেছিলেন। এই বিমান জম্মু কাশ্মীরের রাজৌরী সীমা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। আর ভারতীয় বায়ুসেনা এই বিমানকে ধাওয়া করে ধ্বংস করেছিল।

পাকিস্তানি বায়ুসেনার এই বিমান পাক অধিকৃত কাশ্মীর PoK তে ধ্বংস করা হয়েছিল। সংবাদ সংস্থা  ANI এর অনুসারে এই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর সেই ছবিও তুলে ধরেছে তাঁরা। এই বিমানের ধ্বংসাবশেষ এর আশেপাসে পাকিস্তানি সেনাদেরও দেখা যাচ্ছে।

এই ছবি প্রকাশ্যে আসার পর আবারও পাকিস্তানের মিথ্যের পর্দাফাঁস হল। কারণ তাঁরা কাল থেকেই বারবার বলছিল যে, তাঁদের কোন বিমান ভারতীয় বায়ুসেনার হাতে ধ্বংস হয়নি। ANI এর অনুসারে, বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ধ্বংসাবশেষ এর ছবি ভাইরাল হয়ে গেছিল। আর এটাকে মিগ ফাইটার বিমানের ধ্বংসাবশেষ বলা হচ্ছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনা অনুযায়ী, এই ধ্বংসাবশেষ পাকিস্তানের F16 যুদ্ধ বিমানের।



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা