গেরুয়া ঝড়ে উড়ল তৃণমূল, সিপিএম! আগরতলায় একচ্ছত্র আধিপত্য বিজেপির

আগরতলাঃ ২৫ নভেম্বর হয়েছিল আগরতলার পুরসভার নির্বাচন। আজ চলছে ভোট গণনা। শুরু থেকেই চালকের আসনে বিজেপি। তৃণমূল ত্রিপুরায় ঘাঁটি গেঁড়ে বসে থাকলেও নির্বাচনী ফলাফলে তাঁদের তেমন ম্যাজিক দেখা গেল না। তবে ত্রিপুরার বিরোধী দল সিপিএমকে জোর টক্কর দিয়েছে ঘাসফুল শিবির। বিজেপির ঝড় থাকার পরেও আমবাসায় খাতা খুলতে সক্ষম হয়েছে ততৃণমূল। সেখানে একটি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী।

খোয়াইয়ে পুর পরিষদের ১৫টি আসনের মধ্যে ১৫টিই বিজেপির দখলে গিয়েছে। সেখানে আগেই ৭টি আসনে বিরোধী দল প্রার্থী দিতে না পারায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করেছিল। বাকি ৮টি আসনে নির্বাচন হয়, সেগুলোর সবকটিতেই বিজেপি জয়লাভ করেছে।

উল্লেখ্য, আগরতলার নির্বাচনের দিনে শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটারদের মারধর এবং বিরোধী দলের উপর হামলার অজস্র অভিযোগ উঠেছিল। যদিও, বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগই খারিজ করে দেওয়া হয়। অন্যদিকে, অশান্তির অভিযোগ থাকলেও ৮০ শতাংশ ভোট পড়েছিল সেদিন।

ভোট শেষ হতেই আগরতলার পূর্ব ও পশ্চিম থানায় গিয়ে সিপিএম এবং তৃণমূল নেতৃত্ব ধরনায় বসেছিল। তাঁদের দাবি ছিল ভোট বাতিল করে পুনরায় ভোট করানো। এমনকি তৃণমূলের তরফ থেকে পুনরায় ভোটের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

করোনা বিধি মেনেই এদিন সকাল থেকে গণনা শুরু হয় আগরতলায়। মোট ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি আগেই ১১২টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। বাকিগুলোতেও এখন বিজেপির ঝড় চলছে। সিপিএম এও তৃণমূল বিজেপির সামনে ধরাশায়ী হয়েছে।

The post গেরুয়া ঝড়ে উড়ল তৃণমূল, সিপিএম! আগরতলায় একচ্ছত্র আধিপত্য বিজেপির first appeared on India Rag .

India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag