অসমে ফের বিজেপির সরকার, দেখে নিন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের EXIT POLL


কলকাতাঃ বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচন সম্পন্ন হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গেই হয়েছে সবথেকে দীর্ঘ নির্বাচন হয়েছে। আজ পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর বহু মিডিয়া এবং সংস্থা বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে। আসুন দেখে নেওয়া যাক কোন বুথ ফেরত সমীক্ষায় কে এগিয়ে আর কোন রাজ্যে কারা এগিয়ে। বলে রাখি, বুথ ফেরত সমীক্ষা অথবা এক্সিট পোল দিয়ে সঠিক তথ্য সামনে আসেনা। কোনও কোনও সময় এই সমীক্ষা মিলে গেলেও অনেক সময় ব্যর্থ হয়। তাই প্রকৃত ফলাফল জানার জন্য ২ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলায় C-VOTER এক্সিট পোল অনুযায়ী, তৃণমূল- ১৫২ থেকে ১৬৪। বিজেপি- ১০৯-১২১। সংযুক্ত মোর্চা- ১৪-২৫। অন্যান্য শূন্য।

অসমে ১২৬টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৭৫ থেকে ৮৫ আসন। কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৪৫ আসন। অন্যান্য ১।

তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে আন্নাদ্রমুক ৫৭+। DMK ১৭৫+। অন্যান্য ২।

কেরলের ১৪০ আসনের মধ্যে LDF (বাম দল) ১০৪ থেকে ১২০। UDF (কংগ্রেস) ২০-৩৬। বিজেপি ০-২। অন্যান্য ২০-২।

পদুচেরির ৩০ আসনের মধ্যে কংগ্রেস ১১ থেকে ১৩, এনআরসি ১৬ থেকে ২০।

The post অসমে ফের বিজেপির সরকার, দেখে নিন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের EXIT POLL first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag