আমার মেয়ে দেশদ্রোহী, ও দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত! DGP কে চিঠি লিখে জানালেন শেহলা রশিদের বাবা

শ্রীনগরঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) প্রাক্তন ছাত্র নেতা শেহলা রশিদের (Shehla Rashid) বাবা আবদুল রশিদ শোরা জম্মু কাশ্মীরের ডিজিপিকে চিঠি লিখে নিজের মেয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন। আবদুল রশিদ নিজের চিঠিতে দাবি করেন যে, তিনি নিজের মেয়ের থেকেই সুরক্ষিত না। ওনার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে।

আবদুল রশিদ শোরা

আবদুল রশিদ শোরা জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশককে লেখে চিঠিতে নিজের মেয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন যে, শেহলা রশিদ দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত আছে। ডিজিপিকে তিনটি পাতায় ইংরেজিতে লেখা চিঠিতে আবদুল রশিদ নিজের মেয়ে শেহলা রশিদকে দেশ বিরোধী আখ্যা দেন আর সে দেশ বিরোধী গতিবিধিতে সামিল আছে বলে জানান।

 

The post আমার মেয়ে দেশদ্রোহী, ও দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত! DGP কে চিঠি লিখে জানালেন শেহলা রশিদের বাবা first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা