৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার পাদরির উপরে চলল এলোপাথাড়ি গুলি


ওয়েবডেস্কঃ ফ্রান্সের (France) লিওন শহরে শনিবার এক পাদরিকে চার্চের বাইরে গুলি মারা হয়। ফ্রান্সের পুলিশ এই ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে যে, লিওনে এক চার্চের পাদরির উপর হামলা করা হয়েছে। পাদরির উপর হামলা করার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও পরে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, পাদরির পেটে গুলি করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে। জানা যায় যে, পাদরি গুরুতর আহত হয়েছেন। পুলিশ আধিকারিক জানান, হামলাকারী একাই ছিল আর সে শিকার করা রাইফেল দিয়ে গুলি চালায়। আপাতত এই হামলার পিছনের কারণ জানা যায়নি।

পুলিশ গির্জার আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে আর ট্যুইটারে বার্তা দিয়ে সবাইকে বাড়ির ভিতরে থাকার আবেদন জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, শনিবার বিকেল চারটে নাগাদ পাদরি যখন চার্চ বন্ধ করছিলেন, তখন ওনার উপর দুই রাউন্ড গুলি চালানো হয়।

ঘটনার খবর পেতেই পুলিশ তৎপর হয় আর হামলাকারীকে ধরার জন্য অভিযান শুরু করে। পুলিশের টিম তাঁদের অভিযানে সফল হয়ে হামলাকারীকে গ্রেফতার করে।

The post ৭২ ঘণ্টায় ফ্রান্সের চার্চে দ্বিতীয় হামলা! এবার পাদরির উপরে চলল এলোপাথাড়ি গুলি first appeared on India Rag .



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা