ব্রেকিংঃ জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে খতম চার জেহাদি

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের (Jammu & Kashmir) কুলগাম এর গুদ্দর এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গেছিল। এরপর ভারতীয় সেনা (Indian Army) গোটা এলাকা ঘিরে ফেলে। নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে দেয়।

https://platform.twitter.com/widgets.js

সেনা প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য বলে, কিন্তু এরপরেও জঙ্গিরা সেনার উপর লাগাতার গুলি চালিয়ে যায়। এরপর সেনাও পাল্টা গুলি চালানো শুরু করে। এই এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছে বলে জানা যাচ্ছে। আরেকদিকে এখনো দুজন জঙ্গি লুকিয়ে ছিল, তাদের উদ্দেশ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এরপর ওই দুই জঙ্গিকেও খতম করে সেনা।

এই অপারেশনে সেনার এক আধিকারিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে যে, ওনার পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

ছিনতাইবাজদের কবলে বলি অভিনেত্রী, লুটের পর চূড়ান্ত হেনস্তার অভিযোগ

নিম্ন মানের মিড ডে মিলের খাবার, পথ অবরোধে সামিল পড়ুয়ারা