একসময় ১০০ শতাংশ হিন্দু রাজ্য ছিল কাশ্মীর! দাবি উপ রাজ্যপালের অ্যাডভাইসর ফারুখ খান-এর

আহমেদাবাদঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) উপ রাজ্যপাল (LG) এর অ্যাডভাইসর ফারুখ খান (Farooq Khan) দাবি করে বলেন, এক সময় জম্মু কাশ্মীরে ১০০ শতাংশ হিন্দুদের বসবাস ছিল। জম্মু কাশ্মীর সম্পূর্ণ রুপে হিন্দু রাজ্য ছিল বলে জানান তিনি।

গুজরাটে ইন্ডিয়া আইডিয়া কনক্লেভ (India Ideas Conclave) অনুষ্ঠানে ফারুখ খান বলেন, আমাদের প্রথম লক্ষ্য হল, আমাদের সেই সমস্ত কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) ভাই-বোনদের রাজ্যে আবার ফিরিয়ে আনা, যারা নিজের প্রাণ বাঁচাতে সর্বস্য ত্যাগ করে উপত্যকা ছেড়ে দেশের অন্যান্য রাজ্যে চলে গেছিল।

জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল গিরীশ মুর্মুর (Girish Murmu) অ্যাডভাইসর ফারুখ খান এটাও দাবি করেন যে, একদা কাশ্মীরে শুধু হিন্দুরাই বসবাস করত। উনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক কম মানুষই জানেন যে, কাশ্মীর একসময় ১০০ শতাংশ হিন্দু রাজ্য ছিল।”

উনি আরও বলেন, ‘যারা কাশ্মীরে যান ঘুরতে, তাঁদের অন্তত একবার কাশ্মীর মিউজিয়াম পরিদর্শন করা উচিৎ। কাশ্মীরের মিউজিয়াম ঘুরে দেখলেই আপনি প্রাচীন কাশ্মীরের ইতিহাসের একদম সঠিক চিত্র খুঁজে পাবেন।”



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag