নির্ভয়া কাণ্ডঃ দোষী পবন গুপ্তার নাবালক হওয়ার দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট

নির্ভয়া ধর্ষণ (Nirbhaya Case) মামলায় দোষী পবন গুপ্তার (Pawan Gupta) পুনর্বিচার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অপরাধের সময় নাবালক হওয়ার দাবি খারিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে দোষী পবন গুপ্তা সুপ্রিম কোর্টে পুনর্বিচার আবেদন দাখিল করেছিল। উল্লেখ্য, নির্ভয়া মামলার দোষী পবন গুপ্তা নিজেকে বাঁচানোর জন্য আরও একবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিল।

পবন গুপ্তার অপরাধের সময় নাবালক হওয়ার আবেদন খারি করার সিদ্ধান্তের বিরুদ্ধে দোষী পবন গুপ্তার আইনজীবী সুপ্রিম কোর্টে আবার পুনর্বিচার আবেদন দাখিল করেছিল। এর সাথে সাথে আইনজীবী পবন গুপ্তার ডেথ ওয়ারেন্ট খারিজ করার আবেদন করেছিল। উল্লেখনীয়, নির্ভয়া কাণ্ডে দোষী পবন গুপ্তার ফাঁসির তারিখ নির্ধারিত হয়ে গেছে। কিন্তু দোষী পবন গুপ্তার কাছে এখনো কিউরেটিভ পিটিশন আর প্রাণ ভিক্ষার আবেদন বাকি আছে।

২০ই জানুয়ারি সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট পবন গুপ্তার নাবালক হওয়ার দাবি খারিজ করে দিয়েছিল। পবন গুপ্তার আইনজীবী জানিয়েছিল যে, ২০১২ সালের ডিসেম্বর মাসে পবন গুপ্তার বয়স ১৮ বছরের কম ছিল। যেহেতু সে নাবালক ছিল, তাই তাঁকে ফাঁসিতে ঝোলানো ভুল।

এর আগে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্ভয়ার আরেক দোষী অক্ষয়ের কিউরেটিভ আবেদন খারিজ করে দিয়েছিল। নির্ভয়ার দোষী অক্ষয় ফাঁসির সাজা রদ করার আবেদন করেছিল। আপনাদের জানিয়ে দিই, ১৬ ডিসেম্বর ২০১২ সালে হওয়া এই ঘটনায় গোটা দেশকে শোকে ফেলে দিয়েছিল। ছয়জন দোষী ২৩ বছর বয়সী মহিলাকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিয়েছিল। এরপর অনেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নির্ভয়া প্রাণ ত্যাগ করেছিল।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag